অবদান রাখা উচিত ক্লাইমেট পরিবর্তন ক্ষতিপূরণদানে
২২ জুলাই ২০২৩, ০৮:০৬ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
রেকর্ড ভাঙা তাপমাত্রা চীনে। দাবানলের কারণে সুইজারল্যান্ডের গ্রামের বাসিন্দারা বাধ্য হচ্ছে অন্যত্র সরে যেতে। খরায় পুড়ছে স্পেনের ফসল। ক্লাইমেট পরিবর্তনে ক্ষয়ক্ষতি যখন বাড়ছে, তখন বিভিন্ন দেশের সরকারের মধ্যে একটি বিতর্ক জোরদার হচ্ছে : ক্ষতিপূরণ দেবে কারা? গত সপ্তাহ চীন ও যুক্তরাষ্ট্রের ক্লাইমেট নিয়ে আলোচনার কেন্দ্রে ছিল এই প্রশ্নটি। এই আলোচনায় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুটি দেশ একত্রে কাজ করার উপায় বের করার চেষ্টা করেছে। দুবাইতে আসন্ন জাতিসংঘ ক্লাইমেট সম্মেলন কপ২৮-এর আগে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন থেকে শুরু করে ক্লাইমেট অর্থায়নে কাজের সুযোগ সৃষ্টি চায় দেশ দুটি। চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দেশটিতে ক্রমাগত কার্বন নির্গমন বৃদ্ধির কারণে ক্লাইমেট পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ প্রদানকারী গোষ্ঠীতে যোগদানের চাপ বাড়ছে। বেইজিংয়ের আলোচনায় মার্কিন ক্লাইমেট দূত জন কেরি বলেছেন, ৩০ নভেম্বর কপ২৮ সম্মেলন শুরু হওয়ার আগে আগামী চার মাস দুই দেশ ক্লাইমেট অর্থায়ন নিয়ে আলোচনা চালিয়ে যাবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর একটি দেশের এক কূটনীতিক বলেছেন, স্বল্পোন্নত দেশ ও ছোট দ্বীপের উন্নয়নশীল দেশগুলোর কাতারে এখনও চীন, ব্রাজিল বা সউদী আরবের মতো দেশকে তুলে ধরার পক্ষে যুক্তি দেয়া কঠিন। ক্লাইমেট তহবিলের সবচেয়ে বড় দাতা এখন ইইউ। ব্লকটির পক্ষ থেকে দাতা দেশগুলোর সংখ্যা বাড়ানোর পক্ষে চাপ দেয়া হচ্ছে। ক্লাইমেট অর্থায়ন হলো বিশ্বের ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোকে কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানো এবং একটি উষ্ণ ও কঠোর পৃথিবীতে মানিয়ে নেওয়ার জন্য যে সহযোগিতা প্রদান করা হয়, সেই তহবিল। এখন পর্যন্ত মাত্র কয়েক ডজন ধনী দেশ এই ক্লাইমেট তহবিলে অর্থায়নে প্রতিশ্রুতি অনুসারে অর্থ পরিশোধ করেছে। দাতা দেশগুলোর তালিকা ১৯৯২ সালে জাতিসংঘের ক্লাইমেট সম্মেলনে নির্ধারিত হয়েছে। ওই সময় চীনের অর্থনীতি ইতালির চেয়ে আকারে ছোট ছিল। এখন বিভিন্ন দেশের পক্ষ থেকে এই তহবিলে অর্থ প্রদানের জন্য চীনের প্রতি আহ্বান জানানো হচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন উল্লেখ করেছেন, চীনের অবদান জাতিসংঘের ক্লাইমেট তহবিলের কার্যকারিতা বৃদ্ধি করবে। চীনের মতো এমন চাপের মুখে রয়েছে কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। মাথাপিছু জিপিডির নিরিখে দেশ তিনটি বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় রয়েছে। এখন পর্যন্ত চীন নিজেকে ধনী দেশগুলোর কাতারে রাখার বিষয়টি ঠেকিয়ে আসছে। মঙ্গলবার জন কেরির সঙ্গে বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং জোর দিয়ে বলেছেন, উন্নত দেশগুলোর উচিত তাদের ক্লাইমেট অর্থায়নের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন এবং কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে নেতৃত্ব দেয়া। তিনি ইঙ্গিত দিয়েছেন, উন্নয়নশীল দেশগুলো তাদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে পারে। চীনের এই অনমনীয় অবস্থান উদ্যোগটির বাস্তবায়নে গুরুতর চ্যালেঞ্জ হাজির করছে। জাতিসংঘের দাতা দেশগুলোর তালিকা পরিবর্তন করতে হলে আন্তর্জাতিক সম্মতির প্রয়োজন হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইইউ কর্মকর্তা বলেছেন, চীন ও সউদী আরবের মতো দেশগুলোর পক্ষ অনেক বেশি বাধা আসছে। ক্লাইমেট পরিবর্তন মোকাবিলার সমর্থকরা বলছেন, ২০২৫ সালে জাতিসংঘের আরেকটি বড় আকারের ক্লাইমেট তহবিলের উদ্যোগ শুরু হওয়ার আগে দাতা দেশগুলোর সম্প্রসারণ প্রয়োজন। ওই তহবিলের লক্ষ্যমাত্রা ও তাতে কারা অর্থ প্রদান করবে-এসব বিষয় নিয়ে দেশগুলোর আলোচনার প্রয়োজন। ছোট দ্বীপ দেশগুলোর একটি জোটের চেয়ারম্যান রাষ্ট্রদূত পা’ওলেলি লুটেরু বলেন, বৈশ্বিক ক্লাইমেট তহবিলে অর্থ প্রদানে সক্ষম সব দেশের অবদান রাখা উচিত। তার মধ্যে, গুরুত্বপূর্ণ বিষয় হলো দরিদ্র ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে কারা এই তহবিল পাবে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপির সাথে জামায়াতের দুরুত্ব নয় বরং সু-সম্পর্ক রয়েছে : ডা. তাহের
দাউদকান্দিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
সুন্দরবন জুড়ে ফের দস্যু আতঙ্ক
আবারও ভারতীয় রুপির দরপতন
রাজবাড়ীর পদ্মায় বরশিতে ধরা পড়লো ১৬ কেজির বোয়াল মাছ
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবারের মতো মক্কার বাইরে পবিত্র কাবার সম্পূর্ণ কিসওয়া প্রদর্শন
মেশিন দিয়ে পানি ছিটিয়ে ধুলো নিয়ন্ত্রণ করছে ভোলা পৌরসভা
তামিমকে মুশফিক-মাহমুদ উল্লাহদের বিদায়ী বার্তা
নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়ায় সমাবেশ
ইবির হিসাববিজ্ঞান বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ
ইজতেমার সাদপন্থিদের নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে শেখ সাদী সভাপতি, আবুল হোসেন মহাসচিব নির্বাচিত
সভাপতি মিজানুর ও সা. সম্পাদক আ. হাই নির্বাচিত
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত