সেটেলারদের হামলায় উদ্বেগ প্রকাশ এরদোগান-আব্বাস বৈঠকে
২৭ জুলাই ২০২৩, ০৮:৩৩ পিএম | আপডেট: ২৮ জুলাই ২০২৩, ১২:০২ এএম
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি অবৈধ সেটেলারদের আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এই উদ্বেগের কথা তুলে ধরেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। বৈঠক শেষে এরদোগান বলেন, আমরা ফিলিস্তিনকে যতদূর সম্ভব সমর্থন দিয়ে এসেছি। এই অবৈধ বসতির বিষয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপনের উদ্যোগ নিচ্ছে ইসরাইল। বসতি স্থাপনের বিরোধিতা করা ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে ইসরাইলের সেনাবাহিনী। সংঘর্ষের অজুহাতে ফিলিস্তিনিদের ওপর হামলা করছে ইসরাইলি সেটেলাররা। আল-আকসা মসজিদ নিয়ে এরদোগান বলেন, কট্টরপন্থি ইসরাইলি ইহুদি সেটেলাররা মসজিদ ধ্বংস করার চেষ্টা এবং সেখানে তৃতীয় ইহুদি উপাসনালয় নির্মাণের প্রচার করছে। তুর্কি নেতা আরও বলেন, আল-আকসা মসজিদের বর্তমান স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করে এমন কোনও কাজকে আমরা মেনে নিতে পারি না। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হলো ফিলিস্তিনিদের ঐক্য এবং পুনর্মিলন। তিনি আরও বলেন, এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র উপায় হলো ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থাকে সমর্থন করা। পরে এরদোগান আব্বাস ও গাজার শাসক গোষ্ঠী ও হামাস নেতা ইসমাইল হানিয়েহ-এর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই সপ্তাহের শেষের দিকে তুরস্ক সফরে যাওয়ার কথা ছিল, তবে রবিবার তার অস্ত্রোপচারের জন্য এই সফর বাতিল করা হয়েছিল। অপরদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী মাথায় গুলি করে এক কিশোরকে হত্যা করেছে। কালকিলিয়া শহরে বুধবার রাতে ইসরাইলি বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কিশোরের বয়স ১৪। মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে কালকিলিয়া স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি সেনারা কালকিলিয়া শহরের পশ্চিমাঞ্চলের নাক্কার জেলায় গভীর রাতে হামলা চালায়। যারা তাদের বাধা দিয়েছে তাদের ওপর গুলি ও রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অন্যদিকে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে ফিলিস্তিনিরা। এ ঘটনায় ইসরাইল এখনও কোনও মন্তব্য করেনি। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা বা আহত করেছে এমন ধারাবাহিক ঘটনার মধ্যেই ফিলিস্তিনি কিশোরের হত্যার ঘটনা ঘটলো। ফিলিস্তিনিরা যেখানে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় আন্তর্জাতিক আইন মেনে, সেখানে গত ১৫ মাস ধরে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি শহরে অভিযান, রাস্তায় হামলা এবং ফিলিস্তিনি গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপন পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। জাতিসংঘ সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে দুই রাষ্ট্র নীতির তাগিদ দিলেও তা আমলে নেয় না ইসরাইল সরকার। টিআরটি ওয়ার্ল্ড, আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় অলিম্পিক সোনাজয়ীর
সাবেক মন্ত্রী-এমপিসহ পতিত স্বৈরাচারের ৯ দোসর নতুন মামলায় গ্রেপ্তার
মারা গেছে ইনফ্লুয়েন্সার তনির স্বামী
সিটির ড্রয়ের রাতে পয়েন্ট হারাল লিভারপুল-চেলসিও
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে: আইজিপি
রাধানগর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন মাহাবুব চেয়ারম্যান
হাজীগঞ্জে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটার হিড়িক
৪ হাজার বাংলাদেশি কর্মী নেয়ার ঘোষণা দিলো গ্রিস
গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ডেসটিনির এমডিসহ ১৯ জনের কারাদণ্ড
খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপি নির্বাচনের জন্য ‘অস্থির’ কেন?
বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগন মুনফা সহ বিনিয়োগকৃত আসল অর্থ তুলতে পারছেন না
মানিকগঞ্জে ক্যান্সার আক্রান্ত দুই সন্তানের জননীকে জবাই করে হত্যা