সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
৩১ জুলাই ২০২৩, ০৮:১৯ পিএম | আপডেট: ০১ আগস্ট ২০২৩, ১২:০৪ এএম
বাদ্যযন্ত্র ভস্মীভূত
আফগানিস্তানের হেরাত প্রদেশে জব্দ করা বাদ্যযন্ত্র আগুনে পুড়িয়েছে তালেবান নৈতিকতা প্রচার ও অনৈতিকতা প্রতিরোধ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের হেরাত বিভাগের প্রধান আজিজ আল-রহমান আল-মুহাজির বলেছেন, ‘সংগীতের প্রচার করা নৈতিক দুর্নীতির কারণ এবং বাদ্যযন্ত্র বাজানো যুব সমাজকে বিপথগামী করবে।’ ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান আফগানিস্তানে শরিয়াহ আইন বাস্তবায়নে কাজ করছে। দেশটিতে জনসমক্ষে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। এএফপি।
রাশিয়ায় নিহত ৮
ঘূর্ণিঝড়ের বেগে গাছ ভেঙে পড়ে রাশিয়ার মারি এল ডিউতে আটজন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে সেখানে ক্যাম্প স্থাপন করেছিলেন নিহতরা। তারা লেক ইয়ালচিকের সৌন্দর্য্য উপভোগ করতে সেখানে জড়ো হয়েছিলেন। কিন্তু প্রকৃতির তাÐবে ৮ জনকে বরণ করতে হয়েছে করুণ পরিণতি। রয়টার্স।
ইরাক ও কুয়েত
ইরাক ও কুয়েত উপসাগরের বিরোধপূর্ণ সমুদ্রিক এলাকাসহ তাদের সীমানা নির্ধারণের বিষয়ে একটি চ‚ড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করবে। সাদ্দাম হোসেনের শাসনামলে ইরাক কুয়েত আক্রমণ করার পর ১৯৯৩ সালে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে কার্যত স্থল ও সামুদ্রিক সীমানা জাতিসংঘের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। ইরাকের কর্মকর্তারা কুয়েতের স্থল সীমান্তকে স্বীকৃতি দেয়ার জন্য প্রস্তুত থাকার কথা ব্যক্ত করলেও সামুদ্রিক সীমান্ত নিয়ে সৃষ্ট বিরোধের বিষয়টি এখনো রয়ে গেছে। এএফপি।
নাইজেরিয়ায় কারফিউ
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্য কর্তৃপক্ষ রোববার রাজ্য জুড়ে কারফিউ জারি করেছে। রাজ্যের রাজধানী ইয়োলাতে খাদ্য সামগ্রীর দোকানে ব্যাপক লুটপাট বন্ধে সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়। লুটপাটের ভিডিও ফুটেজে শত শত বাসিন্দাকে সরকারি ও বেসরকারি গুদাম ভেঙে শস্য ও অন্যান্য খাদ্য সামগ্রী লুট করে নিয়ে যেতে দেখা যায়। রাজ্য গভর্নরের মুমখপাত্র হুমওয়াশি ওনোসিকু এক বিবৃতিতে বলেন, ‘আদামাওয়া রাজ্যের গভর্নর আহমাদু উমারু নিন্তিরি রাজ্যে ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছেন। ৩০ জুলাই রোববার এটি কার্যকর করা হয়।’ রয়টার্স।
ফিরছেন নওয়াজ
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই তার বড় ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশে ফিরবেন। দেশে ফিরেই তিনি আইনের মুখোমুখি হবেন। ২০১৯ সাল থেকে স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে অবস্থান করছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-ওয়াজের (পিএমএলএন) সুপ্রিমো নওয়াজ শরীফ। আগামী ১২ আগস্ট রাত ১২টায় বর্তমান জাতীয় পরিষদের মেয়াদ শেষ হবে। এ বিষয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়া সংক্রান্ত একটি রিপোর্ট পাঠানো হবে প্রেসিডেন্টের কাছে। তারপর তত্ত¡াবধায়ক সরকারের হাতে চলে যাবে ক্ষমতা। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
এসবির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে গোলাম রসুলকে
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার
বাংলাদেশের সীমান্তে ১৬০টি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
মোক্ষম চাল রাশিয়ার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬