পরমাণু হুমকি জারি রেখে প্রতিরোধের ধারণা মূর্খতা
০৬ আগস্ট ২০২৩, ০৮:২৫ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ৭৮তম বার্ষিকী পালন করছে জাপান। রোববার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শহরটির মেয়র পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আহ্বান জানান। এর সঙ্গে ধনী দেশগুলো জোট জি৭ এর পারমাণবিক প্রতিরোধের ধারণাকে ‘মূর্খতা’ বলে অভিহিত করেছেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেখিয়ে যাচ্ছে রাশিয়া, এমনই এক সময়ে বিশ্বের প্রথম পারমাণবিক হামলার শিকারদের স্মরণ করা হচ্ছে। সম্প্রতি পারমাণবিক বোমা নির্মাতার বায়োপিক ‘ওপেনহেইমার’ মুক্তি পেয়েছে। হলিউডের এ সিনেমায় পারমাণবিক বোমা তৈরির ঘটনাবলি বর্ণিত হয়েছে, যা এরই মধ্যে বক্স অফিসের মর্যাদা পেয়েছে। তবে হিরোশিমা ও নাগাসাকির ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞকে উপেক্ষার জন্য সিনেমাটির বিরুদ্ধে সমালোচনা এসেছে। ‘ওপেনহাইমার’ জাপানে এখনো মুক্তি না পেলেও একইদিন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আরেক হলিউড সিনেমা ‘বারবি’। এ সিনেমার জাপানি পরিবেশক ‘বারবেনহেইমার’ মিমের সঙ্গে যুক্ত হলে বিতর্ক ছড়িয়ে পড়ে দেশটিতে। গত মে মাসে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিজ নির্বাচনী এলাকা এ পশ্চিমাঞ্চলীয় শহরে জি৭ শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিলেন। যেখানে নেতারা নিরস্ত্রীকরণ অর্জনে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে একটি বিবৃতি জারি করেন। বোমা ফেলার সময়টি স্মরণ করে আজ সকাল সোয়া ৮টায় হিরোশিমায় শান্তির ঘণ্টা বেজে ওঠে। এক স্মারক অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে যুদ্ধে বেঁচে যাওয়া প্রবীণরাও ছিলেন। অপর এক খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তার বার্তায় বলেছেন, কিছু দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে বলে এখন আবারও পারমাণবিক যুদ্ধের ছায়া দেখা দিয়েছে। ‘পরমাণু যুদ্ধের দামামা আবারও বাজছে। অবিশ্বাস ও বিভাজন বাড়ছে। স্নায়ুযুদ্ধের কারণে যে পারমাণবিক ছায়া নেমে এসেছিল তা আবার ফুটে উঠেছে। এবং কিছু দেশ আবারও বেপরোয়াভাবে পারমাণবিক স্যাবারকে ধাক্কা দিচ্ছে, এই সরঞ্জামগুলি ব্যবহার করার হুমকি দিচ্ছে। ধ্বংসের কথা বলছে,’ হিরোশিমার পারমাণবিক বোমা হামলার ৭৮তম বার্ষিকীতে হিরোশিমা শান্তি স্মৃতিসৌধে একটি স্মারক অনুষ্ঠানে আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং নিরস্ত্রীকরণ বিষয়ক উচ্চ প্রতিনিধি ইজুমি নাকামিৎসু তার ভাষণে বলেছেন। গুতেরেস পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ প্রত্যাখ্যান করারও আহ্বান জানান। তিনি উল্লেখ করেছেন যে, ‘পরমাণু অস্ত্র নির্মূল করা জাতিসংঘের সর্বোচ্চ নিরস্ত্রীকরণ অগ্রাধিকার।’ ‘পরমাণু ঝুঁকি দূর করার একমাত্র উপায় হল পারমাণবিক অস্ত্র নির্মূল করা,’ জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ‘পরমাণু ছায়া একবার ও চিরকালের জন্য তুলে না নেয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।’ তিনি বোমা হামলার জন্য দায়ী দেশ হিসেবে তিনি কখনো যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেননি। ‘প্রায় আট দশক আগে, একটি পারমাণবিক অস্ত্র হিরোশিমাকে পুড়িয়ে দিয়েছিল। তবুও যারা পরিদর্শন করেছে তারা জানে, স্মৃতিগুলি কখনই মøান হয় না। হিরোশিমা এবং নাগাসাকির মানুষের সাথে দাঁড়িয়ে এখানে যা ঘটেছিল তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবং আগামীকালকে আরও শান্তিপূর্ণ করতে হলে মানবতাকে অবশ্যই শিক্ষা নিতে হবে। আমরা এই অপরিহার্য প্রচেষ্টায় জাপানের জনগণের সাথে কাজ করার জন্য উন্মুখ,’ যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ ছাড়াই জাতিসংঘ প্রধান উপসংহারে বলেছিলেন। তাস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি