সামরিক প্রস্তুতি ত্বরান্বিত করার প্রতিশ্রুতি কিমের
০৮ আগস্ট ২০২৩, ১০:২৯ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির প্রধান অস্ত্র কারখানাগুলো পরিদর্শন করেছেন। এসব কারখানায় আর্টিলারি ব্যবস্থা ও পারমাণবিক অস্ত্র ছুঁড়তে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য উৎক্ষেপণ যান তৈরি করা হয়। তিনি তার সামরিক বাহিনীর অস্ত্র এবং যুদ্ধ প্রস্তুতিকে এগিয়ে নেয়ার প্রচেষ্টা ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। রোববার পর্যন্ত অস্ত্র কারখানা পরিদর্শন করেন কিম। তার তিন দিনের পরিদর্শন এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায়, এই মাসের শেষের দিকে পরিকল্পিত সম্মিলিত সামরিক মহড়ার পরবর্তী দফা শুরু করার প্রস্তুতি নিচ্ছে। কিছু বিশেষজ্ঞ বলেছেন, কিমের অস্ত্র কারখানা পরিদর্শন, মস্কোর প্রতি সম্ভাব্য সামরিক সহযোগিতার সাথে সম্পর্কিত হতে পারে। আর, এই সহযোগিতায়, উত্তর কোরিয়ার গোলন্দাজ এবং অন্যান্য গোলাবারুদ সরবরাহ প্রক্রিয়ার সাথে জড়িত থাকতে পারে। কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন-যুদ্ধে সমর্থন করতে অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে, বড় আকারের আর্টিলারি সিস্টেম উৎপাদনকারী একটি কারখানা পরিদর্শনকালে, কিম তার সামরিক বাহিনীর ‘যুদ্ধ প্রস্তুতি’ আরো জোরদার করার জন্য স্থাপনাটির ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য’-এর ওপর জোর দেন। কারখাটি কোথায় অবস্থিত তা স্পষ্ট নয়। উত্তর কোরিয়া ইউক্রেন-যুদ্ধে রাশিয়াকে সমর্থন করছে। দেশটি জোর দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর ‘আধিপত্যবাদী নীতি’ মস্কোকে তার নিরাপত্তা স্বার্থ রক্ষায় সামরিক পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তবে, ইউক্রেন-যুদ্ধে সহায়তা করার জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে বলে পিয়ংইয়ং-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে অভিযোগ করছে, উত্তর কোরিয়া তা অস্বীকার করেছে। অপর এক খবরে বলা হয়, বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলার জন্য কুখ্যাতি রয়েছে উত্তর কোরিয়ার হ্যাকারদের। বিশেষ করে ‘শত্রু’ দেশগুলোতে সাইবার হামলা চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বা তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। তবে বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা, গত বছর তাদের মিত্র দেশ রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়ে— গোপনে সেটির কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেছিল। রয়টার্স আরও জানিয়েছে, রুশ ওই প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কের ওপর কমপক্ষে পাঁচ মাস নজরদারি চালান কোরিয়ান হ্যাকাররা। বার্তাসংস্থাটি আরও জানিয়েছে, উত্তর কোরিয়ার সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন হ্যাকিং গ্রুপ— রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও রকেট ডিজাইন প্রতিষ্ঠান এনপিও মাসিওনোসত্রোয়োনিয়ার নেটওয়ার্কে গোপনে স্টিলথি ডিজিটাল ব্যাকডোর ইনস্টল করেছিল। প্রতিষ্ঠানটি রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠের রিয়োতুভ শহরে অবস্থিত। তবে ওই হ্যাকাররা কোনো তথ্য চুরি করতে সমর্থ হয়েছিলেন কিনা বা করলেও সেগুলো কি তথ্য ছিল— এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এই হ্যাকিংয়ের ঘটনার পর উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র তৈরিতে সফলতার দাবি করেছিল। তবে এসব সফলতার সঙ্গে হ্যাকিংয়ের কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা সে বিষয়টিও নিশ্চিত নয়। হ্যাকিংয়ের ব্যাপারে রুশ প্রতিষ্ঠানটির কাছে প্রশ্ন করা হলেও এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার হ্যাকারদের এ কার্যক্রম দেখিয়েছে, বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি দেশ প্রযুক্তিগত তথ্য চুরির জন্য মিত্রদের ওপরও সাইবার হামলা চালাতে পারে। কেসিএনএ, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান