অভ্যুত্থানকারীরা সংলাপ চায় ইকোওয়াসের সঙ্গে
০৮ আগস্ট ২০২৩, ১০:৩৩ পিএম | আপডেট: ০৯ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
নাইজারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওহুমুদু মাহামুদু বলেছেন, দেশের ক্ষমতা দখলকারী সামরিক শাসকরা পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট বা ইকোওয়াসের সঙ্গে সংলাপে বসতে চায়। গত সপ্তাহে নাইজারের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল আব্দুর রহমান তিয়ানির নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে ইকোওয়াস নাইজারের বেসামরিক কর্তৃপক্ষকে ক্ষমতায় পুনর্বহালের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে, রোববারের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল না করলে নাইজারের সেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হবে। এরই মধ্যে সেই সময়সীমা শেষ হয়েছে। এরপর সোমবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল-৫কে দেয়া সাক্ষাৎকারে মাহামুদু বলেন, জান্তা সরকার ইকোওয়াসকে প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দিয়েছে এবং সম্ভবত আজকের মধ্যেই এই প্রতিনিধি দল নাইজার পৌঁছাবে। মাহামুদু বলেন, সংলাপ এখনো সম্ভব। গত বৃহস্পতিবার ১৫ সদস্যের অর্থনৈতিক জোট ইকোওয়াসের একটি প্রতিনিধিদল নাইজারের রাজধানী নিয়ামিত পৌঁছায় কিন্তু ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম কিংবা অভ্যুত্থানে নেতৃত্বদানকারী আব্দুর রহমান তিয়ানির সঙ্গে আলোচনা করতে ব্যর্থ হয়। গত ২৬ জুলাই নাইজারে সেনা অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটকে রাখা হয়েছে। এর আগে বলা হয়, অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করা জান্তা বাহিনীকে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে পশ্চিম আফ্রিকার নেতারা যে সময় বেঁধে দিয়েছিলেন তা রোববার শেষ হয়েছে। এখন ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএএস) কী ব্যবস্থা নেয় সেটাই দেখার মুখে নাইজার। এ বিষয়ে ইসিওডব্লিউএএস-র পক্ষ থেকে সোমবার বলা হয়েছে, তারা একটি বিবৃতির মাধ্যমে তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবে। নাইজারের জান্তা বাহিনীকে ক্ষমতা হস্তান্তর করে ঘাঁটিতে ফিরে যাওয়ার আল্টিমেটাম দিয়েছিল ইসিওডব্লিউএএস। নাইজারের জান্তা তা উপেক্ষা করেছে। আল্টিমেটাম না মানলে ইসিওডব্লিউএএস-র পক্ষ থেকে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়া হয়েছিল। তবে তারা বলেছে, তারা এ সংকটের শান্তিপূর্ণ সমাধানই প্রত্যাশা করছে। গত ২৬ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির প্রেসিডেন্সিয়াল গার্ড। পরে সেনাবাহিনী ওই অভ্যুত্থানে সমর্থন দেয়। ইউরেনিয়াম এবং তেল সমৃদ্ধ দেশ নাইজার অর্থনৈতিক এবং কৌশলগত উভয় কারণেই যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন এবং রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ। পশ্চিম আফ্রিকার দেশগুলোতে সক্রিয় ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমাদের বড় মিত্র ছিলেন নাইজারের বন্দি প্রেসিডেন্ট বাজোম। রোববার বেঁধে দেওয়া সময় শেষ হয়ে যাওয়ার পর জান্তা বাহিনী নাইজারের আকাশসীমা পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। বলেছে, কোনো ধরণের সামরিক হস্তক্ষেপ প্রতিহত করতে তারা আগেই তাদের বাহিনী মোতায়েন করে রেখেছে। জান্তা বাহিনীর একজন মুখপাত্র টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন “নাইজারের সশস্ত্র বাহিনী এবং আমাদের সব ধরণের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী, আমাদের জনগণের অদম্য সমর্থনকে সঙ্গে নিয়ে নিজ ভূখ-ের অখ-তার সুরক্ষা নিশ্চিত করতে প্রস্তুত আছে।” ইসিওডব্লিউএএস-র সঙ্গে নাইজার জন্তা বাহিনীর যে কোনো ধরণের উত্তেজনা বিশ্বের সবচেয়ে দারিদ্র পীড়িত ওই অঞ্চলটিতে যে বিশৃঙ্খলার সৃষ্টি করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রয়টার্স, বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান