বিশ্বকাপজয়ী ইমরান খানকেই ভিডিও থেকে মুছে দিলো পিসিবি
১৬ আগস্ট ২০২৩, ১১:০৫ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
ইমরান খান। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী। মাঠ হোক, কি রাজনীতি কিংবা ব্যক্তিগত জীবন। সব সময় প্রচার মাধ্যমের আলোয় থেকেছেন তিনি। তবে আর যাই হোক পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসে ইমরান খানকে অন্যতম সফল অলরাউন্ডার হিসেবেই ধরা হয়। পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো একমাত্র অধিনায়ক তিনি।
একজন পেস বোলার এবং মিডিল অর্ডার ব্যাটার হিসাবে পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি। তবে ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি ভিডিও প্রকাশ করে। সেখানে পাকিস্তানের হয়ে খেলা প্রায় প্রত্যেক ক্রিকেটারের ছবি ছিল। কিন্তু বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের ছবি সেখানে দেখা যায়নি। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
পাকিস্তান ক্রিকেট দল ইমরান খানের নেতৃত্বে যথেষ্ট সক্রিয় ছিল। ইমরান ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস এবং দৃঢ়তা প্রবেশ করাতে পেরেছিলেন। যার পরিপেক্ষিতেই ১৯৯২ সালের বিশ্বকাপে পিছিয়ে পড়েও বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা। নিজেদের স্বাধীনতা দিবস উপলক্ষে পিসিবি টুইটারে সব ক্রিকেটারদের সম্মান জানিয়ে একটি ভিডিও পোস্ট করে। সেখানে পাকিস্তানকে বিশ্ব চ্যাম্পিয়ন করা অধিনায়ককে দেখতে পাওয়া যায়নি। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ইমরান রাজনীতিতে প্রবেশ করেন। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। রাজনীতির জীবনেও তিনি সফল হন। পাকিস্তানের সব্বোর্চ আসনে আসীন হন তিনি।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু এখানেও ছন্দপতন। ২০২২ সালে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। অনাস্থা ভোটের পর তাকে পদ থেকে অপসারণ করা হয়। তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে প্রায় ১৫০টি আইনি মামলা দায়ের করা হয়েছে ইমরানের বিরুদ্ধে। মে মাসে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। এতদিন জামিনে মুক্ত ছিলেন তিনি। তবে কিছুদিন আগে একটি দুর্নীতি মামলায় তার তিন বছরের কারাদ- হয়েছে। এর সঙ্গে সঙ্গেই আগামী পাঁচ বছর তিনি কোনও সরকারি পদে বসতে পারবেন না বলেও নির্দেশ দেয়া হয়েছে।
তবে তিনি সাজাপ্রাপ্ত হলেও পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সেই দিক থেকে তাকে শ্রদ্ধা না জানানোয় হতাশা প্রকাশ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই পোস্টটি রাজনৈতিক প্রভাব যুক্ত বলে মনে করছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের ক্রিকেট সংবাদকর্মী ফরিদ খান লিখেছেন, ‘১৯৯২ বিশ্বকাপজয়ী ইমরান খান নেই, তাকে উল্লেখ করা হয়নি, সেলিব্রেশন ফটোতেও নেই। প্রথম ভিডিওতে লাইক দিয়েছিলাম, পরে তুলে নিলাম।’
এ ঘটনায় পিসিবির সমালোচনা করেছেন আরেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ভিডিও দেখে রীতিমতো ধাক্কা খেয়েছেন বলে জানিয়েছেন আকরাম। পিসিবিকে ভিডিওটি মুছে ফেলে ক্ষমা চাইতে বলেছেন তিনি। নিজের ভেরিফায়েড টুইটার পেজে ওয়াসিম লিখেছেন, ‘লম্বা ফ্লাইট ও ট্রানজিট পার করে শ্রীলঙ্কায় এলাম। এসে আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেলাম। পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে পিসিবির ছোট্ট ভিডিওতে দেখলাম, ইমরান খান নেইৃ।’ ওয়াসিম তার টুইটের বাকি অংশে রাজনৈতিক মতাদর্শের বিষয়টিও উল্লেখ করেছেন, ‘রাজনৈতিক মতাদর্শের পার্থক্যটা বাদ দিই। কিন্তু ইমরান খান বিশ্ব ক্রিকেটের আইকন। পাকিস্তানকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার পথ দেখিয়েছেন তিনি। পিসিবির উচিত ভিডিও মুছে ফেলা ও ক্ষমা চাওয়া।’
ওয়াসিমের সঙ্গে সুর মিলিয়েছেন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজও। তিনি টুইটে লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের রোমন্থন করা হচ্ছে, সেখানে ১৯৯২ বিশ্বকাপের ১১টি ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু দেশের হয়ে খেলা সর্বকালের সেরা ক্রিকেটারের একটা ছবিও নেই! ইমরান খান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার।’ সূত্র : ডন, আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবেনা- খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার