চুরিকাণ্ডে পরিচালকের পদত্যাগ ব্রিটিশ মিউজিয়ামে অচলাবস্থা
২৬ আগস্ট ২০২৩, ০৮:২১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
ব্রিটিশ মিউজিয়াম থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া দেড় হাজারেরও বেশি ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন এর পরিচালক হার্টউইগ ফিশার। একইসঙ্গে দায়িত্ব থেকে সাময়িক ইস্তফা দিয়েছেন তার ডেপুটি জোনাথন ইউলিয়ামসও। বছরের পর বছর ধরে চুরির বিষয়টি নিয়ে হুইসেলব্লোয়াররা সতর্ক করলেও কোনোভাবেই তা ঠেকাতে পারছে না কর্তৃপক্ষ। শেষমেষ দুই শীর্ষ কর্মকর্তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় তৈরি হয়েছে আরও অচলাবস্থা। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানিয়েছে, পরিচালক হিসেবে সাত বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন হার্টউইগ ফিশার। তিনি বলছেন, “চুরির বিষয়ে ‘মিউজিয়াম সর্বসম্মতভাবে সাড়া দেয়নি’, যেটি ২০২১ সালে তথ্য-প্রমাণের নথিপত্র দাখিলের সময় করা উচিত ছিল।” ফিশারের পদত্যাগের ঘোষণার তিন ঘণ্টা পর তার ডেপুটি জোনাথন উইলিয়ামস জানান, ওই ঘটনায় ব্রিটিশ মিউজিয়ামের চেয়ারম্যান জর্জ অসবোর্ন নির্দেশিত স্বাধীন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় তিনি স্বাভাবিক দায়িত্ব থেকে বিরত থাকবেন। ফিশার এসব ঘটনায় হুইসেলব্লোয়ারদের একজন ড্যানিশ পুরাকীর্তি বিশেষজ্ঞ ইটাই গ্রেডেলের উপর কিছু দোষ চাপানোর ঘটনায় ‘দুঃখপ্রকাশ’ করেন। গ্রেডেল তথ্য গোপন করেছিলেন বলে জানিয়েছিলেন তিনি। ফিশার বলেন, তার এ মন্তব্য ‘ভুল বিচার করা হয়েছে’ এবং সেগুলো তিনি প্রত্যাহার করছেন। টেলিগ্রাফ জানিয়েছে, এক সপ্তাহ আগে চুরিকা-ে ভুল তদন্তের বিষয়টি সামনে আসার পরই পরিচালক ফিশারের পদত্যাগ অনিবার্য হয়ে উঠেছিল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে যা কিছু ঘটেছে তা ঠিক করে মিউজিয়ামে আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন চেয়ারম্যান জর্জ অসবোর্ন। ফিশার ও তার ডেপুটি দায়িত্ব ছেড়ে দিয়ে মিউজিয়ামকে সংকটের পরিস্থিতিতে ফেলে দিয়েছেন বলে জানান তিনি। এই পরিস্থিতিকে ‘অস্থির সময়’ হিসেবে বর্ণনা করেন। আপাতত অস্থিরতার এই পরিস্থিতি সামলাতে এখন একজন অন্তর্র্বতীকালীন পরিচালক নিয়োগ করতে হবে তাকে। পরিচালক ফিশার বলেন, “গত কয়েকদিন ধরে আমি ব্রিটিশ মিউজিয়াম থেকে চুরির ঘটনা ও সেগুলোর তদন্তের বিস্তারিত পর্যালোচনা করছি। এটি স্পষ্ট যে ২০২১ সালে চুরির বিষয়ে সতর্কতামূলক যে প্রতিক্রিয়া দেখানোর দরকার ছিল, সেটি পুরোপুরি করা হয়নি। আর সেখান থেকেই আজকের সমস্যা। “এই ব্যর্থতার দায় শেষ পর্যন্ত পরিচালকের উপরই বর্তাবে। এক সপ্তাহ আগে গ্রেডেল সম্পর্কে যে মন্তব্য করেছি, সেটি আমি ভুল ধারণা থেকে করেছি। আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করতে চাই এবং এই মন্তব্যগুলো প্রত্যাহার করতে চাই।” ব্রিটিশ মিউজিয়াম থেকে খ্রিস্টপূর্ব পনের শতক থেকে খ্রিস্টাব্দ উনিশ শতক সময়ের মূল্যবান কিছু প্রতœসমাগ্রী নিখোঁজ ও চুরির অভিযোগে এক কর্মীকে বরখাস্ত করা হয় গত সপ্তাহে। এসব উপকরণগুলোর মধ্যে রয়েছে স্বর্ণালঙ্কার, রতœপাথর ও গ্লাস। সেগুলো মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল না। বেশিরভাগ সামগ্রীই অ্যাকাডেমিক ও গবেষণার কাজে একটি স্টোর রুমে সংরক্ষিত ছিল। সিএনএন জানায়, ঐতিহাসিক এই উপাদানগুলোর হদিস না মেলায় এক কর্মীকে বরখাস্তের পাশাপাশি লন্ডন মেট্রোপলিটন পুলিশ তদন্ত শুরু করেছে। সংগ্রহশালা থেকে মূল্যবান প্রতœ সামগ্রী উধাও হওয়ায় বিস্মিত ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশার বলেবন, ঘটনাটি ‘অত্যন্ত অস্বাভাবিক’। টেলিগ্রাফ, সিএনএন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা