বৈধ বা অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ বেড়েছে আশ্রয়প্রার্থীদের
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
উন্নত জীবনের আশায় বৈধ বা অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ বেড়েছে অভিবাসনপ্রত্যাশীদের। একইসঙ্গে বেড়েছে আশ্রয়প্রার্থীদের আবেদনের সংখ্যা। চলতি বছরের প্রথম ছয় মাসে আগের বছরের তুলনায় আশ্রয়প্রার্থীদের আবেদনের সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ। মঙ্গলবার কর্তৃপক্ষ এ পরিসংখ্যান প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপীয় ব্লকের ২৭টি দেশে পাঁচ লাখ ১৯ হাজার আশ্রয়প্রার্থী আশ্রয়ের আবেদন করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। প্রতিবেদনে এএফপি জানিয়েছে, চলতি বছরে ইউরোপে ১০ লাখেরও বেশি আশ্রয়প্রার্থী আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে। আর প্রথম ছয় মাসের পরিসংখ্যান সেই ধারণাকে আরও পাকাপোক্ত করে তুলছে। ২০১৫-১৬ সালে একই অবস্থা দেখা গিয়েছিল। ওই সময়ের পর এবারই প্রথমবারের মতো আশ্রয়প্রার্থীদের আবেদন ১০ লাখ ছাড়াবে। ওই বছরটিতে সিরিয়া যুদ্ধের কারণে আবেদনকারীর সংখ্যা বেড়েছিল। ২০১৫ সালে ইউরোপে ১৩ লাখ ৫০ হাজার আশ্রয়প্রার্থী আশ্রয়ের আবেদন করেছিল। ২০১৬ সালে আবেদনের সংখ্যা কিছুটা কমেছিল। ওই বছরটিতে ১২ লাখ ৫০ হাজার আবেদন ইউরোপের দেশগুলোতে জমা পড়েছিল। তুরস্কে সীমান্তে নিরাপত্তা জোরদারের পর ২০১৭ সালে এই সংখ্যা আরও কমেছিল। এ ছাড়া অতিমারী করোনাভাইরাসের জন্য ২০২০-২১ সালেও আবেদনের সংখ্যা বেশ কমেছিল। ইইউএএ বলছে, আশ্রয়াপ্রার্থীদের সংখ্যা বেড়েই চলছে। ২০২২ সালে এই সংখ্যা বেড়েছিল তার আগের বছরের চেয়ে ৫৩ শতাংশ। এতে করে বেশ চাপে রয়েছে ব্লকের দেশগুলো। এএফপি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ৪০ লাখ ইউক্রেনীয় বর্তমানে ইউরোপের দেশগুলোতে রয়েছে। যুদ্ধের কারণে সুরক্ষা মর্যাদায় উপকৃত হচ্ছেন তারা। এতে করে ইউরোপের অনেক দেশকে অভিবাসনপ্রত্যাশীদের জন্য বাসসস্থান ও সহযোগিতার ব্যবস্থা সংকুচিত হয়ে গেছে। চলতি বছরে জুন পর্যন্ত যতগুলো আশ্রয়প্রার্থী আবেদন করেছে তার চার ভাগের এক ভাগই সিরিয়া ও আফগানিস্তানের নাগরিক। তালিকায় এরপরেই রয়েছে ভেনিজুয়েলা, তুরস্ক, কলোম্বিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা। ২০১৫-১৬ সালে ব্লকে প্রবেশ করা সিরিয়া ও আফগানিস্তানের আশ্রয়প্রার্থীদের আবেদনের শীর্ষে ছিল ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি। যা চলতি বছরেও বজায় রয়েছে। ২০২৩ সালের প্রথম ছয় মাসে জার্মানিতে যতগুলো আশ্রয়প্রার্থীর আবেদন পড়েছে তার মধ্যে ৬২ শতাংশই সিরিয়ার নাগরিক। ভেনিজুয়েলার আশ্রয়প্রার্থীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে স্পেন। এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু
সরকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ, ভুক্তভোগীকে মামলায় হেনস্থার অভিযোগ
ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এক ফ্রেমে এক ট্রিলিয়ন ডলার
পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান "গ্রিনফিল্ড একাডেমী"র যাত্রা শুরু
আগে সংস্কার হবে, তারপর নির্বাচন : জাতীয় নাগরিক কমিটি
দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প, বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল