ঢাকা   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১
জীবিত আরো দুই জিম্মির ভিডিও প্রকাশ জ্বালানিবাহী ট্যাংকারে হুথিদের হামলা, মার্কিন ড্রোন ভূপাতিত :: ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের

বিশ্বে ৪ বছরের চেয়ে গাজায় ৬ মাসে বেশি শিশু নিহত

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

৩০ এপ্রিল ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ১২:১৪ এএম

গত ছয় মাসে গাজা উপত্যকায় নিহত শিশুদের সংখ্যা খুবই উদ্বেগজনক, জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্টের (ইউএনআরডব্লিউএ) কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বার্তা সংস্থা তাসকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন। তিনি উল্লেখ করেন যে, যুদ্ধ পরিস্থিতিতে সঠিক পরিসংখ্যান পাওয়া খুবই কঠিন। ‘কিন্তু আমি বিশ্বাস করি যে, পরিমাণ প্রকাশ করা হচ্ছে (ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ি গাজায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে) সেটি গাজায় নিহত মানুষের প্রকৃত সংখ্যা সম্পর্কে যুক্তিসঙ্গতভাবে ভাল ধারণা দেয়। এবং এটি হল ভয়ঙ্কর,’ লাজারিনি বলেছিলেন।

‘এটা নজিরবিহীন যখন আপনি দেখেন যে, ছয় মাসে ৩০ হাজার জনের বেশি মানুষ নিহত হয়েছে। আমরা জানি যে, তাদের মধ্যে ১৩,০০০ শিশু রয়েছে। আমরা জানি যে, গত চার বছরে সারা বিশ্বের সমস্ত সংঘাতের তুলনায় গাজায় ছয় মাসে বেশি শিশু নিহত হয়েছে,’ ইউএনআরডব্লিউএ প্রধান বলেছেন। ‘সুতরাং, এটি সংখ্যার দিক থেকে অভূতপূর্ব, সেইসাথে ধ্বংসের মাত্রাতেও,’ তিনি জোর দিয়ে বলেছিলেন। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে, ৩৪ হাজার নিহতের পরিসংখ্যানটি ঠিক কিনা, তিনি বলেছিলেন যে, ‘এটি অবশ্যই এই স্কেলে নিহতদের সংখ্যা।’ ‘এবং আমি নিশ্চিত নই যে, এই সংখ্যাটি সেই সমস্ত লোককে ধরা হয়েছে কিনা যারা এখনও ধ্বংসস্তূপের নীচে রয়েছে, কারণ বেশিরভাগ সময় মৃত মানুষের সংখ্যা হাসপাতালের মাধ্যমে রেকর্ড করা হয়,’ বলেছেন জাতিসংঘের সংস্থা প্রধান। ‘সুতরাং, আমি বলব যে দুর্ভাগ্যবশত প্রদত্ত অনুপাত বাস্তবতার কাছাকাছি হতে পারে। এটি এমনকি বেশি হতে পারে বা অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। এবং আমি বিশ্বাস করি যে এটি একটি অতিমূল্যায়ন নয়,’ তিনি উপসংহারে বলেছিলেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে প্রায় সাড়ে ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল ফিলিস্তিনি নিহতের সংখ্যা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৫৪ জন।

এদিকে, জীবিত আরও দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশিত ভিডিওর দুই জিম্মির একজন মার্কিন ও আরেকজন ইসরাইলি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার সময় বন্দি হন তারা। ভিডিওতে কোন তারিখ উল্লেখ নেই। তবে হামাসের হাতে জিম্মিরা এখনও বন্দী আছে, এটা তারই প্রমাণ।

ভিডিওতে, ৪৬ বছর বয়সী ইসরাইলি নাগরিক ওমরি মিরান জানিয়েছেন, তাকে গত ২০২ দিন ধরে আটকে রাখা হয়েছে। আর ৬৪ বছর বয়সী মার্কিন নাগরিক কিথ সিগেল এই সপ্তাহের ছুটির দিনের কথা উল্লেখ করেছেন। এসব দেখে ধারণা করা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি ধারণ করা হয়েছে। কিথ সিগেল তার স্ত্রী আভিভাসহ হামাসের হাতে বন্দি হয়েছিল। পরে অবশ্য নভেম্বরে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় আভিভাকে মুক্তি দেয়া হয়। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর, নতুন জিম্মি মুক্তি চুক্তি সুরক্ষিত করার জন্য ইসরাইলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তাদের পরিবার। এমনকি প্রকাশিত ভিডিওতে জিম্মি মুক্তি ও হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এই দুই জিম্মি।

জ্বালানিবাহী ট্যাংকারে হুথিদের হামলা, মার্কিন ড্রোন ভূপাতিত : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় আরও এক মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীটি বেশ শক্তিশালী এবং গত শুক্রবার দেশটির ভেতরেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে। অবশ্য হুথিদের হামলায় আবারও ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি বাহিনী লোহিত সাগরে একটি তেলের ট্যাংকারে হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। একইসঙ্গে গাজায় ইসরাইলের আগ্রাসনের বিরোধিতায় আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি। হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার তার সর্বশেষ টেলিভিশন ভিডিও ভাষণে বলেছেন, তারা লোহিত সাগরে ‘ব্রিটিশ তেল জাহাজ অ্যান্ড্রোমিডা স্টারে’ নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি ট্যাংকারে আঘাত হেনেছে। মার্কিন সামরিক বাহিনীও নিশ্চিত করেছে, ইয়েমেনে সশস্ত্র এই গোষ্ঠটি একাধিক লক্ষ্যবস্তুতে লোহিত সাগরে তিনটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এমভি অ্যান্ড্রোমিডা স্টারকে ক্ষতিগ্রস্ত করেছে। জাহাজটি সম্প্রতি সিসিলিসে নিবন্ধিত একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল বলে রয়টার্স জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘হামলায় এমভি অ্যান্ড্রোমিডা স্টার সামান্য ক্ষতির কথা জানিয়েছে, তবে হামলার পরও ট্যাংকারটি তার যাত্রা অব্যাহত রেখেছে।’ হুথি সামরিক মুখপাত্র আরও বলেছেন, ইয়েমেনে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সাদা গভর্নরেটের আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্রসহ মার্কিন সামরিক বাহিনীর একটি এমকিউ-৯ রিপার আক্রমণকারী ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। হামলার সময় ড্রোনটি শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল। মার্কিন সামরিক বাহিনী অবশ্য এই ড্রোনটির বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে মার্কিন সম্প্রচারকারী প্রতিষ্ঠান সিবিএস নিউজ নিশ্চিত করেছে, একটি এমকিউ-৯ ড্রোন গত শুক্রবার ইয়েমেনের অভ্যন্তরে ‘বিধ্বস্ত’ হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে।

ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন তুরস্কের : গাজায় ইসরাইলের চলমান বর্বরতার প্রতিবাদে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, ইসরাইলি প্রশাসন মনে করছে, তারা আমাদের চুপ করিয়ে দিতে পারবে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই; আপনারা যাই করুন না কেন, তাইয়্যেপ এরদোগানের হৃদয় বা তার কথাকে নড়চড় করতে পারবেন না। ২৬ এপ্রিল ইস্তাম্বুলে ইন্টার-পার্লামেন্টারি জেরুজালেম প্ল্যাটফর্মের পঞ্চম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরদোগান গাজা সংঘাতের প্রতিবাদে ইসরাইলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপে আঙ্কারার সাম্প্রতিক সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেন। এর আওতায় সিমেন্ট, ইস্পাত এবং লোহা নির্মাণ সামগ্রীর মতো বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত ছিল। ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে সরকারকে আহ্বান জানিয়ে এ পদক্ষেপ নেয়া হয়। ইসরাইলের কাছে তুরস্কের জেট ও জেট ফুয়েল বিক্রির বিষয়ে বিরোধীদলগুলোর অভিযোগের জবাবে এরদোগান এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নিন্দা জানান। তিনি বলেন, আপনাদের কি বিবেক আছে? পরে দেখা যাবে, এসব অপপ্রচার ফাঁকা বুলি মাত্র।এরদোগান বলেন, আমরা ওইসব রাজনীতিকদের মতো না। যারা বাতাসের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে। আমরা কাফনের কাপড় পরে এ যাত্রা শুরু করেছি। প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অবস্থানের পরিবর্তন ঘটানো কারও এখতিয়ার বা ক্ষমতা নেই। এর আগে গাজায় মানবিক সংকটের কারণে ইসরাইলি সরকারের পদক্ষেপের সমালোচনা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বলে অভিহিত করেছেন এরদোগান। সেইসঙ্গে তাকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন। তিনি আরো বলেন, ইতিহাস মুছে ফেলা যায় না। গত ৭ অক্টোবরের পর থেকে যা ঘটেছে তা অবর্ণনীয়। এরদোগান বলেন, নাৎসি মানসিকতা গাজায় ৩৫ হাজার মানুষকে হত্যা করেছে। সূত্র : তাস, আল-জাজিরা, ডেইলি সাবাহ।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দুর্ভিক্ষের মুখে সুদান: জাতিসংঘ

দুর্ভিক্ষের মুখে সুদান: জাতিসংঘ

রাফায় অভিযান নিয়ে ইসরাইলের সঙ্গে মিশরের বিরোধ চরমে

রাফায় অভিযান নিয়ে ইসরাইলের সঙ্গে মিশরের বিরোধ চরমে

মালয়েশিয়ার ধমকে হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক

মালয়েশিয়ার ধমকে হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক

উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও সংস্থার এক কর্মীর লাশ উদ্ধার

উখিয়ায় ভাড়া বাসা থেকে এনজিও সংস্থার এক কর্মীর লাশ উদ্ধার

চলতি মাসেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

চলতি মাসেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর অবস্থা 'সংকটজনক', একজন আটক

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর অবস্থা 'সংকটজনক', একজন আটক

ডিজে বৌদ্ধ সন্ন্যাসী

ডিজে বৌদ্ধ সন্ন্যাসী

ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপে প্রস্তুত রাশিয়া: পুতিন

ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপে প্রস্তুত রাশিয়া: পুতিন

বিতর্কিত সিএএ আইনে প্রথমবারের মতো ১৪ জনকে নাগরিকত্ব দিলো ভারত

বিতর্কিত সিএএ আইনে প্রথমবারের মতো ১৪ জনকে নাগরিকত্ব দিলো ভারত

বিতর্কিত সিএএ আইনে প্রথমবারের মতো ১৪ জনকে নাগরিকত্ব দিলো ভারত

বিতর্কিত সিএএ আইনে প্রথমবারের মতো ১৪ জনকে নাগরিকত্ব দিলো ভারত

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন!

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আবারও আগুন!

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন

করোনা আক্রান্ত অর্থমন্ত্রী সুস্থ আছেন

করোনা আক্রান্ত অর্থমন্ত্রী সুস্থ আছেন

আবশ্যিক সেনা প্রশিক্ষণ নিয়ে বিতর্ক জার্মানিতে

আবশ্যিক সেনা প্রশিক্ষণ নিয়ে বিতর্ক জার্মানিতে

একসঙ্গে ৪ সন্তানের জন্ম, কয়েক ঘণ্টা পরই তিনজনের মৃত্যু

একসঙ্গে ৪ সন্তানের জন্ম, কয়েক ঘণ্টা পরই তিনজনের মৃত্যু

ফের ৫ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি

ফের ৫ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি

গাজীপুরে আগুনে শতাধিক বসতঘর-দোকান পুড়ে ছাই

গাজীপুরে আগুনে শতাধিক বসতঘর-দোকান পুড়ে ছাই

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতু ধস : এখনো ‘পানিতে আটকা’ ২০ ভারতীয়

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতু ধস : এখনো ‘পানিতে আটকা’ ২০ ভারতীয়

১০ বছর ধরে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন মোদি, তোপ প্রিয়ঙ্কার

১০ বছর ধরে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন মোদি, তোপ প্রিয়ঙ্কার

ঢাকা ছাড়লেন ডোনাল্ড লু

ঢাকা ছাড়লেন ডোনাল্ড লু