ভারতে বিরোধী নেতা হচ্ছেন রাহুল গান্ধী

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৭ জুন ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৭ জুন ২০২৪, ১২:০১ এএম

ভারতের সংসদে বিরোধী দলের নেতা হচ্ছেন রাহুল গান্ধী। এই প্রথম কোনো সাংবিধানিক পদে যাচ্ছেন তিনি। ইন্ডিয়ার শরিক দলগুলিও কংগ্রেসের সিদ্ধান্ত সমর্থন করেছে। গত ১০ বছর লোকসভায় কোনো বিরোধী নেতা ছিলেন না। কারণ, বিরোধী দলনেতার পদ পেতে গেলে লোকসভার মোট আসনসংখ্যার দশ শতাংশ বা ৫৪টি আসনে জিতে আসতে হতো। গত ১০ বছরে কোনো বিরোধী দলই এতগুলি আসন পায়নি। কংগ্রেস এবার ৯৯টি আসন পেয়েছে। ফলে তারা এবার বিরোধী নেতার পদ পাচ্ছে।

কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সেন সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহাতবকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, কংগ্রেস রাহুল গান্ধীকেই বিরোধী নেতার পদের জন্য মনোনীত করেছে। ইন্ডিয়ার শরিক দলগুলিও কংগ্রেসের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।

২০০৪ সালে আমেঠি থেকে জিতে লোকসভায় প্রবেশ করেছিলেন রাহুল গান্ধী। তারপর দশ বছর কেন্দ্রে ইউপিএ-র সরকার ছিল। সেসময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিং অনেকবার রাহুলকে মন্ত্রী হওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি রাজি হননি। ২০১৭ সালে রাহুল কংগ্রেস সভাপতি হন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের আবার ভরাডুবি হওয়ায় রাহুল ইস্তফা দেন। তারপর তিনি আর দলের দায়িত্ব নেননি। লোকসভায় কংগ্রেসের নেতার দায়িত্বও নেননি।

কিন্তু এবার কংগ্রেসের ফল ভালো হওয়ায়, তাদের শক্তি অনেকটা বেড়ে যাওয়ার পর রাহুল বিরোধী নেতার পদ নিতে রাজি হয়েছেন। ফলে এই প্রথমবার তিনি কোনো সাংবিধানিক পদে গেলেন। শুধু তাই নয়, এই প্রথমবার লোকসভায় তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন।
লোকসভায় সরকারকে কোণঠাসা করার চেষ্টা থেকে শুরু করে ইন্ডিয়ার শরিক দলগুলিকে সঙ্গে নিয়ে এক হয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর কাজটা তাকেই করতে হবে। স্পিকারের পদ নিয়ে এবার ভোটাভুটি হবে। স্পিকারের পদে এনডিএ-র প্রার্থী হলেন গতবারের স্পিকার ওম বিড়লা।

কংগ্রেস-সহ বিরোধীদের দাবি ছিল, রীতি মেনে ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের দিতে হবে। কিন্তু সরকার তাতে রাজি হয়নি বলে দাবি করেছেন বিরোধীরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অবশ্য জানিয়েছেন, তিনি বিরোধীদের অনুরোধ করেছিলেন, ডেপুটি স্পিকারের বিষয়টি নিয়ে পরে ফয়সালা হবে। আগে স্পিকার পদে ওম বিড়লাকে সমর্থন করুক বিরোধীরা। এরপর কংগ্রেস আটবারের এমপি সুরেশকে স্পিকার পদে প্রার্থী করেছে। সুরেশ এই লোকসভায় সবচেয়ে বেশিবার জিতে আসা এমপি। কংগ্রেসের দাবি ছিল, তাকেই প্রটেম স্পিকার করতে হবে। কিন্তু সেই দাবি মানা হয়নি। প্রোটেম স্পিকার হয়েছেন ভর্তৃহরি মহাতব।

কংগ্রেস সূত্র জানাচ্ছে, সরকার ডেপুটি স্পিকারের পদ নিয়ে অনড় মনোভাব দেখানোর পর দলিত নেতা কে জি সুরেশকে প্রার্থী করা হয়। এর পিছনে একটা রাজনৈতিক বার্তা আছে।

স্পিকার পদে প্রার্থী হওয়ার জন্য নির্ধারিত সময়সীমার সামান্য আগে কংগ্রেস একতরফা সিদ্ধান্ত নিয়ে জানায়, স্পিকারের পদের জন্য সুরেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপর তৃণমূল জানিয়েছিল, কংগ্রেস এইভাবে একতরফা সিদ্ধান্ত নিতে পারে না। ইন্ডিয়া শরিকদের সঙ্গে কেন আলোচনা করা হলো না, সেই প্রশ্নও তোলে তারা।

রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়ার শরিক দলগুলির নেতাদের বৈঠক হয়। সেখানে তৃণমূলের দুই নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন গেছিলেন। ওই বৈঠকে ঠিক হয়, ইন্ডিয়ার সব শরিক দল সুরেশকে সমর্থন করবে। তবে কংগ্রেস নেতৃত্বকে তৃণমূল জানিয়ে দিয়েছে, তারা যেন একতরফা সিদ্ধান্ত না নেন।

তবে স্পিকার পদে লড়াই হলেও লোকসভায় এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে ওম বিড়লার দিকেই পাল্লা ভারী। কংগ্রেস সূত্র জানিয়েছে, ভিপি নরসিমহা রাও, বাজপেয়ী, মনমোহনের আমলে বিরোধী দলের থেকেই ডেপুটি স্পিকার হয়েছেন। সেই রীতি মানা হচ্ছে না বলেই, তারা একজন প্রবীণ দলিত নেতাকে স্পিকারের পদে দাঁড় করিয়েছেন।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার স্বামী আটক।

মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার স্বামী আটক।

দেশনেত্রী খালেদাকে মুক্তি দিন অন্যথায় যেকোনো পরিণতির জন্য তৈরি থাকুন : ফখরুল

দেশনেত্রী খালেদাকে মুক্তি দিন অন্যথায় যেকোনো পরিণতির জন্য তৈরি থাকুন : ফখরুল

কেমন হবে ফাইনালের পিচ

কেমন হবে ফাইনালের পিচ

বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান : ওবায়দুল কাদের

বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান : ওবায়দুল কাদের

মাদারীপুরে লোডশেডিংয়ে ভোগান্তি চরম

মাদারীপুরে লোডশেডিংয়ে ভোগান্তি চরম

৭৫ বছরে আওয়ামী লীগ সবসময় অগণতান্ত্রিক ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

৭৫ বছরে আওয়ামী লীগ সবসময় অগণতান্ত্রিক ও অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির সভা নিত্যপণ্যের দাম নাগালে রাখতে সাপ্লাই-চেইন স্থিতিশীল রাখার আহ্বান

এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির সভা নিত্যপণ্যের দাম নাগালে রাখতে সাপ্লাই-চেইন স্থিতিশীল রাখার আহ্বান

শুল্ক রেয়াত কর্মকর্তা তাজুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শুল্ক রেয়াত কর্মকর্তা তাজুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষায় মরিয়া পীর সাহেব চরমোনাই

সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষায় মরিয়া পীর সাহেব চরমোনাই

‘আশা করি, তারা এবার চোক করবে না'

‘আশা করি, তারা এবার চোক করবে না'

নির্বাচন জায়েজ করতে শেখ হাসিনা দেশবিরোধী চুক্তি করেছেন : রিজভী

নির্বাচন জায়েজ করতে শেখ হাসিনা দেশবিরোধী চুক্তি করেছেন : রিজভী

কুষ্টিয়ায় পাহারাদারকে আগুনে পুড়িয়ে হত্যা

কুষ্টিয়ায় পাহারাদারকে আগুনে পুড়িয়ে হত্যা

অ্যান্টার্কটিকার বৃহত্তম হিমবাহ সরে যাচ্ছে

অ্যান্টার্কটিকার বৃহত্তম হিমবাহ সরে যাচ্ছে

স্লোভাকিয়ার বিপক্ষে স্বরূপে ফেরার অপেক্ষায় ইংল্যান্ড

স্লোভাকিয়ার বিপক্ষে স্বরূপে ফেরার অপেক্ষায় ইংল্যান্ড

নোয়াখালীর হাতিয়ায় মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ ইলিশ!

নোয়াখালীর হাতিয়ায় মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ ইলিশ!

স্পেনের সামনে চমক দেখানো জর্জিয়া

স্পেনের সামনে চমক দেখানো জর্জিয়া

ভোটে জেতার প্রতিশ্রুতি বাইডেনের

ভোটে জেতার প্রতিশ্রুতি বাইডেনের

শিক্ষকতা শুধু চাকরি নয়, এতে অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে: ডিএমপি কমিশনার

শিক্ষকতা শুধু চাকরি নয়, এতে অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে: ডিএমপি কমিশনার

খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে বাংলাদেশ মানচিত্র থেকে মুছে যাবে : গয়েশ্বর

খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে বাংলাদেশ মানচিত্র থেকে মুছে যাবে : গয়েশ্বর

রাজশাহীতে অবশেষে স্বস্তির বৃষ্টি

রাজশাহীতে অবশেষে স্বস্তির বৃষ্টি