মুক্তদের বীর হিসেবে স্বাগত জানাল ফিলিস্তিনিরা, হামাসের প্রশংসা
২৭ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় চার ইসরাইলি নারী জিম্মির বিনিময়ে মুক্তি পাওয়া ২০০ ফিলিস্তিনিকে বীর হিসেবে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। শনিবার ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দিরা নিজ নিজ এলাকায় ফেরার পর উল্লাসে ফেটে পরে স্থানীয় ফিলিস্তিনিরা। হাজার হাজার ফিলিস্তিনি হামাসের প্রশংসা করে শ্লোগান দেয়। তারা মুক্ত বন্দিদের ‘বীর’ ও ‘মুক্তিযোদ্ধা’ বলে অভিহিত করে। ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় উদ্বেলিত জনতা মুক্ত বন্দিদের বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। পরে মুক্ত বন্দিরা বাসযোগে এসে নামতে শুরু করলে জনতা বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠে। তারা মুক্ত অনেক বন্দিকে তাদের কাঁধে নিয়ে আনন্দ করে। রয়টার্স জানায়, আনন্দরত ফিলিস্তিনিরা ফিলিস্তিনের পতাকা ওড়ায়। তাদের মধ্যে কেউ কেউ হামাস, হামাসের মিত্র ইসলামিক জিহাদ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের পতাকাও ওড়ায়। মুক্ত বন্দিদের বেশিরভাগকে পশ্চিম তীরে মুক্তি দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে ১৬ জন ছিলেন গাজার। তারা গাজায় ফেরার পর ছিটমহলটির দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে নিয়ে যাওয়া হয় তাদের। খান ইউনিসের গাজা ইউরোপিয়ান হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় তাদের স্বাগত জানাতে সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি জড়ো হয়। তারা ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ও হামাসের সশস্ত্র শাখা কাসাম বিগ্রেডের নামে জয়ধ্বনি দেয়। ইখলাস বালুশা নামে গাজার এক নারী জানান, গাজায় ধ্বংসযজ্ঞ, দুর্ভোগ, অনাহার ও গণহত্যার অভিজ্ঞতা হলেও ভাইয়ের মুক্তি তাদের জন্য সুখ বয়ে এনেছে। তিনি বলেন, “সম্মান, আনন্দ, বেদনা সত্ত্বেও বিজয়ের অনুভূতি- একটি মুহূর্ত যখন আপনি শহীদ হয়ে যেতে পারতেন, কিন্তু প্রশংসা আল্লার, যিনি বিশ্বজগতের মালিক, যিনি আমাদের তাকে দেখার অনুমতি দিয়েছেন।” হামাসের প্রকাশিত তালিকা থেকে জানা গেছে, শনিবার যে ২০০ জন ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন তাদের মধ্যে যোদ্ধাও আছেন। বহু মানুষেকে হত্যার দায়ে তাদের কারও কারও আজীবন কারাদ-ও হয়েছিল। ইসরাইল যাদের সবচেয়ে বিপজ্জনক বলে বিবেচনা করেছে তাদের মিশরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে থেকে তাদের তৃতীয় কোনো দেশে নির্বাসনে পাঠানো হবে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৭০ জনকে মিশরে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে তাদের তুরস্ক, কাতার অথবা আলজেরিয়ার নির্বাসনে পাঠানো হতে পারে। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে ২০০০ পাউন্ড বোমা দেওয়ার বিষয়টি আটকে রাখলেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তা ছেড়ে দেওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। শনিবার ট্রাম্প নিজেই এমনটি জানিয়েছেন। তিনি এমন পদক্ষেপ নেবেন, এটি ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল বলে জানিয়েছে রয়টার্স। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি। রয়টার্স, বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
নওগাঁয় পর্দানশীল নারীদের মানববন্ধন
জামিন পেলেন পরীমণি
বিরল সীমান্তে বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত
শেখ হাসিনাকে বিশ্বের ২৫৭টি রাষ্ট্রের কেউ গ্রহণ করেনি : আমির হামজা
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আলজেরিয়া ও মিশর সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব
টানা সপ্তমবার বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো
কোরআন শরিফ অবমাননার অভিযোগে আটক ১
মোংলায় বিএনপির শীতবস্ত্র বিতরণ
বিএনপি ক্ষমতায় আসলে সাধারন জনগন স্বাধীনতার সুফল ভোগ করবে: নুরুল ইসলাম নয়ন
উত্তরায় ছিনতাইকারী-কিশোর গ্যাং গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত
এবার নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতই দুর্নীতি প্রতিরোধ সম্ভব : জেলা প্রশাসক
পঞ্চগড়ে প্রাইম ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে শিশুর মৃত্যু
সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে : হাসান সরকার
দৌলতপুরে রাস্তার দাবিতে মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প : লালমাই পাহাড় ধ্বংসের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
করিমগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
সন্দেহভাজন জাহাজ আটক করল সুইডেন
মানিকের মৃত্যুর খবর গুজব
মাদারীপুরের সাংবাদিকের বসত বাড়ি নিশ্চিহ্ন করার অভিযোগ স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে