শেখ হাসিনাকে বিশ্বের ২৫৭টি রাষ্ট্রের কেউ গ্রহণ করেনি : আমির হামজা
২৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছের কোরআন সারা বাংলার আলোরন সৃষ্টিকারী বক্তা মুফতী আমির হামজা বলেছেন, মিথ্যা মামলায় আমাকে তিন বছর জেলে রাখা হয়েছে। মামলা দেখে জজও হাসতো, কি রায় দেবেন। গত ৫ আগস্টের পর জজ সাহেব মামলার নথিপত্র দেখে বলছে কি দেখে বিচার করবো, এখানে তো কোন কিছু নেই। যে মামলায় আগে জামিন দিতো না, এখন সে মামলা খারিজ করে দিলো।
তখন বললাম এ তিন বছর তো মামলা আপনার আদালতে ছিল, তখন তো কিছু বলেননি। এখন হঠাৎ মামলা খারিজ করছেন কিভাবে। উনি বললেন হুজুর কিছু করার নেই আমাদের হাত বাঁধা ছিল। এভাবে একটি বাদে দেশের সবগুলো হাত বাঁধা ছিল এবং তার কথায় ন্যায়-অন্যায় সব হতো। তার ফলসরুপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান করে আমাদের কাছ থেকে তাড়িয়ে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মত এত অপমান আর কেউ হয়নি। তিনি একটি ময়লার বস্তা। বিশ্বের ২৫৭টি রাষ্ট্রের কেউ তাকে নিতে রাজি হয়নি। স্বামী-স্ত্রীর মত সম্পর্ক ছিল বলে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে। এখন ওই দাদা বাবুর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ দিকে ডোনাল ট্রাম্প শপথ নেবার পর ১৬ লাখ ভারতীয়কে ফেরত পাঠানোর ঘোষণা দিয়ে পাঠানো শুরু করেছে। এতে এখন দাদার কাপড় রাখাই কষ্ট । সোমবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর আয়োজেন রাজবাড়ীর লক্ষীকোল আল্লাহ নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বক্তবে্য তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, বঙ্গবন্ধুকে মানুষ মেরে ফেলেছে আবার জিয়াউর রহমানকে মানুষ মেরে ফেলেছে। এরমধে্য একজনের নাম শুনলে সারা পৃথিবীর মানুষ বলে শহীদ জিয়া। অথচ আজ পর্যন্ত কোথাও শহীদ শেখ মুজিব শুনিনি, আর হয়তো শুনবোও না। এ শহীদ শব্দটা আল্লাহ যার তার সাথে লাগায় না। এ জন্য মানুষের মুখ দিয়ে এ শহীদ নামটা বের হয়। আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন। যার নাম শুনলে শহীদ শব্দটা আসে না, তার নামে কি দোয়া করবো। জোর করে সাড়ে ১৫ বছর অনেক দোয়া করে নিয়েছে। কিন্ত এমন দোয়া করেছে এক হুজুর, বলেছে আল্লাহ
বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্ব নি¤œ স্তরে দাও।
তিনি আরও বলেন, গত ৩ ট্রাম যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা চোর-ডাকাত। কারণ তারা দিনের ভোট রাতে এবং জনগণের ভোট না নিয়ে ১৫৪জনকে নির্বাচিত ঘোষনা করেছে। তারা মরা মানুষেরও ভোট পেয়েছে। ফলে বিগত ৩ বারের এমপি-মন্ত্রীদের নামের পাশে কেউ সাবেক এমপি-মন্ত্রী লিখবেন না। আর আমি নিজেও তাদের মানি না। এই মাহফিল শুধু মুসলমানদের না। এটা দলমত, জাতি, বর্ণ, ধর্ম
নির্বিশেষে আজকের এই মাহফিল। এই কোরআনের সাথে শুধু মুসলমানদের সম্পর্ক না। যারা মানুষ, তাদের জন্য কোরআনে আলোচনা আছে। দীর্ঘ দিন কোরআন হাদিসের কথা বলতে পারিনি।
মাহফিলে রাজবাড়ী জেলা জামায়াত ইসলামের আমীর অ্যাড. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এসময় মাহফিলে জেলা ও জেলার বাইরের ইসলামী বক্তারা বয়ান করেন। এবারের আয়োজনের মাধ্যমে ৩৫তম বারের মত এই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় নতুন সরকারকে সহযোগিতা এবং ফ্যাসিস্ট রুখতে সকলকে সচেতন থাকার আহŸান জানানো হয়। প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সত্য কথা বলার কারণে শুধু আমির
হামজা নয়, দেশের হাজার হাজার মানুষকে দীর্ঘ সময় কারাবাস করতে হয়েছে। ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেশের আলেম সমাজসহ সর্বস্তরের মানুষকে হত্যা, নির্যাতন, গুমের শিকার হতে হয়েছে। তার একটি জ্বলন্ত উদাহরন শাপলা চত্ত¡রের ঘটনা। বিগত ১৭ বছরে দেশের মানুষের ভোট ও গণতন্ত্রের অধিকার ছিল না এবং গণতন্ত্রের কোন নিয়মকানুন মেনে জোর করে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দেশের মানুষের উপর নির্যাতন, শতশত মানুষকে হত্যা, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলায় জেলে পাঠানো ও বিচারের নামে প্রহসন করে অনেককে ফাঁসি দিয়েছে। এ সময় আলেম সমাজসহ কেউ প্রাণ খুলে কথা বলতে পারে নাই। হুজুরদের অনুষ্ঠানে আওয়ামী লীগের পাতি নেতার মাইক কেড়ে নিয়ে আক্রমন করেছে। আওয়ামী লীগের নৃসংশ হত্যাকান্ড, নির্যাতনের বিরুদ্ধে বিএনপি লড়াই করে জনগণের পক্ষে কথাবলতে চেয়েছে। কিন্তু পরিনামে কি হয়েছে সবাই জানেন। তবে আল্লাহ তায়লা অন্যায়কারীকে পছন্দ করেন না। তারই ইশারায় শেখ হাসিনাও ধ্বংস হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
তৃতীয় দফায় বাড়ছে রিটার্ন জমার সময়
গণধিকৃত সংগঠনে পরিণত হয়েছে শিক্ষক সমিতি : ঢাবি সাদা দল
ধামরাইয়ে কালামপুর সাব-রেজিস্ট্রার অফিস দুদকের অভিযান, ব্যাপক দুর্নীতির অভিযোগ
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় তাওহীদুল ইসলাম ২য়
হাইকোর্টের আদেশ গাছ কাটতে লাগবে অনুমতি
আন্তর্জাতিক বাণিজ্যমেলা মেলায় পণ্য প্রদর্শনীতেই সন্তুষ্ট বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠানগুলো
প্রমীলা ফুটবল টুর্নামেন্ট বন্ধের দাবীতে জানতার সাথে আয়োজক কমিটির মুখোমুখি সংঘর্ষ আহত ১০
ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে- পরশুরামে রফিকুল আলম মজনু
নতুন ৫ দাবি যোগ করে ফের সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম
হ্যাকিং অ্যাপসে প্রতারনা, সিলেটে এক নারীর ৭ লাখ টাকা রক্ষা করলো পুলিশ
সাত কলেজ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
চকরিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন ও চাঁদাদাবীর অভিযোগ ওসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
টেকসই কৃষি নিয়ে ১০ হাজার চর কৃষকের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপ
সংস্কারের নামে অহেতুক সময় বিলম্ব করা হলে সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে- প্রিন্স
জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয়, তা আমরা ৫ আগস্ট দেখেছি: তারেক রহমান
বিটিএমএর নতুন পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ
ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর সব বকেয়া পরিশোধের সিদ্ধান্ত: শ্রম উপদেষ্টা
কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমানো হোক
সামাজিক অগ্রগতিতে জেন জি কতটা ভূমিকা পালন করবে?
মির্জাপুরে ছাগল কান্ডে কেটে ফেলা হয়েছে অর্ধশতাধিক কলাগাছ