মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১২, আতঙ্কে স্থানীয়রা
১৭ মার্চ ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ১৭ মার্চ ২০২৫, ১২:১০ এএম

মিয়ানমারে জান্তা সরকারের দখলদারিত্ব ও সহিংসতার মাত্রা দিন দিন বাড়ছে। এবার দেশটির মান্দালয়ের কাছে লেতপানহ্লা গ্রামে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী, যেখানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের দাবি, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে, যা সাধারণ মানুষকে আতঙ্কিত করে তুলেছে। শুক্রবার বিকেলে, মান্দালয় শহর থেকে ৬০ কিলোমিটার উত্তরে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ)-এর নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালায় জান্তা বাহিনী। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এই গ্রামটি জান্তা-বিরোধী গেরিলা বাহিনীর দখলে ছিল। বিশ্লেষকদের মতে, জান্তা সরকার দিন দিন বেসামরিক জনগণের ওপর বিমান হামলা বাড়িয়ে দিচ্ছে, যা দেশটিতে ক্রমবর্ধমান মানবিক সংকট তৈরি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জানান, হামলার সময় লোকজন বাজারে যাচ্ছিল। আকস্মিক বিমান হামলায় বহু মানুষ হতাহত হন। তিনি বলেন, “আমরা নিহতদের তালিকা প্রস্তুত করছি, এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।” তবে পিডিএফ ইউনিটের দাবি, এই হামলায় নিহতের সংখ্যা ২৭ জন। প্রত্যক্ষদর্শী ৬২ বছর বয়সী মিন্ট সোয়ে বলেন, “আমি যখন লুকিয়ে ছিলাম, তখনই প্রচ- বিস্ফোরণের শব্দ শুনতে পাই। বাইরে এসে দেখি, পুরো বাজার এলাকা আগুনে পুড়ছে।” হামলার পর গ্রামজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জান্তার এই হামলার ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং খাদ্য ও চিকিৎসার সংকট তৈরি হয়েছে। জান্তা বাহিনীর এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলেও, এই হামলার নৃশংসতা ও বর্বরতা নিয়ে কোনো সন্দেহ নেই। গণতন্ত্রপন্থীদের ওপর দমন-পীড়ন চালিয়ে জান্তা সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে, যা মিয়ানমারের সংকট আরও গভীর করছে। এই ঘটনার ফলে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জান্তা সরকার যতদিন দমন-পীড়ন চালাবে, ততদিন মিয়ানমারে শান্তি ফিরবে না। দেশটির রাজনৈতিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

ঝিনাইদহে অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

প্রবাসীদের ভোটে আনতে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে ইসি

বিদেশে পালানোর সময় বিমানবন্দরে আ.লীগ নেতা কবির উদ্দিন তোতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রেসক্লাব কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না-হাইকোর্টের রুল জারি

তুলাকে শিগগিরই কৃষিপণ্য ঘোষণা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

বাগেরহাটে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্মারকলিপি

সাটুরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশাল মহানগরীতে জাতীয় মহাসড়কের ওপর সিটি কর্পোরেশনের মরনফাঁদ অপসারন করবে কে?

সংশ্লিষ্ট সকলের প্রতি যুবদলের আহ্বান

র্যাব পরিচয়ে চাঁদাবাজি মির্জাপুরে অবসরপ্রাপ্ত আনসার সদস্য গ্রেপ্তার

মর্মস্পর্শী ভিডিওর মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ের দল দিল ফিলিস্তিন

পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না : প্রধান উপদেষ্টা

সিআইডির প্রধানের দায়িত্ব নিলেন ডিআইজি গাজী জসীম উদ্দিন

সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ : বাড়িঘর ভাংচুর

এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমানের পদত্যাগ

জেলেনস্কি-কার্নির বৈঠক, রাশিয়ার বিরুদ্ধে চাপ ও সামরিক সহায়তা

ডিএমটিসিএল কর্মীদের মারধরের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত

নিয়মিত অফিস করেন না উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সহিদ উল্লাহ

মতলবে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ