যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইসের পদত্যাগ
০৮ মার্চ ২০২৩, ০১:২১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৩৪ পিএম
দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে চলতি (মার্চ) মাসেই যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র থেকে পদত্যাগ করছেন বিভিন্ন সময় বাংলাদেশ সহ বিশ্বের নানান দেশ বিষয়ে দেশটির অবস্থান স্পষ্ট করা নেড প্রাইস। তবে, পদত্যাগ করলেও এখন থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেট ডিপার্টমেন্টে সরাসরি কাজ করবেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন স্বয়ং দেশটির সেক্রেটারি অব স্টেট তথা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন।
ব্লিঙ্কেন বলেছেন, ২০২১ সালের জানুয়ারির ২০ তারিখ মুখপাত্র হিসেবে কাজ শুরু করেছিলেন নেড। দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই, তিনি স্টেট ডিপার্টমেন্টের দৈনিক সংবাদ সম্মেলন পুনরায় চালু করেছিলেন। তিনি সাংবাদিকদের নিয়মিতভাবেই আমাদের নীতির বিষয়ে কঠিন সব প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ দিয়েছিলেন। ২০০ টিরও বেশি ব্রিফিং এ তিনি সাংবাদিক, সহকর্মী এবং অন্যদের প্রতি সম্মান রেখে কাজ করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, বিশ্বব্যাপী সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা ও প্রচারে নেড যুক্তরাষ্ট্র সরকারকে সহায়তা করেছেন এবং অন্যান্য দেশে যুক্তরাষ্ট্র যে স্বচ্ছ ও উন্মুক্ত ধারণার পক্ষে সমর্থন করে তার একটি মডেল দাঁড় করিয়েছেন। তিনি চলে যাওয়ার পরও দীর্ঘদিন পর্যন্ত তার এই অবদানে স্টেট ডিপার্টমেন্ট উপকৃত হবে।
"ব্যক্তিগত পর্যায়ে, আমি ক্রমাগতভাবে নেডের পরামর্শ থেকে উপকৃত হয়েছি, যেমনটি এই ডিপার্টমেন্টের অনেক সদস্যই হয়েছেন। সৌভাগ্যবশত, আমি এটি পেতেই থাকবো কারণ নেড স্টেট ডিপার্টমেন্টে সরাসরি আমার সাথে কাজ করবেন", ব্লিঙ্কেন যোগ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের মানুষের কাছে নেড প্রাইস প্রায়ই মার্কিন পররাষ্ট্রনীতির মুখ ও কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তিনি অসাধারণ পেশাদারিত্ব এবং সততার সাথে কাজ করেছেন।
স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি নেডকে তার অসাধারণ সেবার জন্য ধন্যবাদ জানাই।
এদিকে, একইদিন এক নিয়মিত সংবাদ সম্মেলনে নেড প্রাইস বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের মানবিক সাহায্যের অংশ হিসেবে অতিরিক্ত ২৬ মিলিয়ন ডলার সহায়তার কথা ঘোষণা করেছেন। এ নিয়ে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত এ খাতে যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ দাঁড়ালো প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নেড প্রাইস অসংখ্যবার যুক্তরাষ্ট্রের পক্ষে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আ'লীগ হটিয়ে শিক্ষা প্রশাসন জামায়াতিকরণ, সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়
নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের টেঁটা ও বন্দুকযুদ্ধে নিহত বেড়ে ৩
কোভিড-১৯ এর উৎপত্তি ল্যাব দুর্ঘটনা, দাবি সিআইএর
পুতুলকে নিয়ে ভাবমূর্তি সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস, হিমেল হাওয়ায় আর কন কনে শীতে অস্থির জনজীবন
পুতুলের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মৃত্যুর ফাঁদ, কে বসালো ল্যান্ডমাইন?
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
ভয়ঙ্কর সেই রাতের ঘটনা তুলে ধরলেন সাইফ আলি খান
মেজর জেনারেল কে এম সফিউল্লাহ আর নেই
বিশ্ব ইজতেমার বাকি আর পাঁচ দিন : চলছে জোর প্রস্তুতি
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা
'পিকেকে'র হামলায় ইরাকি সেনা নিহত, তুরস্কের নিন্দা
ঢাবি থেকে পৃথকীকরণ : দুপুরে বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন
বিএনপির সাথে সরকার-ছাত্রদের মতবিরোধের কেন্দ্রবিন্দুতে যেসব ইস্যু
মির্জা ফখরুলের ৭৮তম জন্মদিন আজ
মিশর পৌঁছেছেন মুক্তিপ্রাপ্ত ৭০ ফিলিস্তিনি বন্দি
খতনা করাতে গিয়ে আয়ানের মৃত্যু, তদন্তে জানা গেল
দ্বিতীয় স্থান নিয়ে ঢাকার বায়ু আজও ‘খুবই অস্বাস্থ্যকর’
৮ ডিগ্রিতে নামলো নওগাঁর তাপমাত্রা