যুক্তরাষ্ট্রের চেয়ে মেক্সিকো নিরাপদ : মেক্সিকান প্রেসিডেন্ট
১৪ মার্চ ২০২৩, ১০:১০ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩১ পিএম
যুক্তরাষ্ট্রের চেয়ে মেক্সিকো নিরাপদ দেশ হিসেবে দাবি করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার (১৩ মার্চ) তিনি এই দাবি করেন। চলতি মাসে মেক্সিকো সীমান্তের কাছে মারাত্মক এক অপহরণের ঘটনায় দুই আমেরিকানের প্রাণহানি এবং এর জেরে সৃষ্ট সমালোচনার জবাবে মেক্সিকান প্রেসিডেন্ট এদিন একথা বলেন।
মঙ্গলবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকান শহর মাতামোরোসে গত ৩ মার্চ চার আমেরিকান নাগরিকের ওপর হামলা এবং সেখান থেকে তাদের অপহরণের ঘটনা মার্কিন মিডিয়া ফলাওভাবে কভার করে। এছাড়া এই ঘটনাটি মার্কিন রাজনীতিবিদদের, বিশেষ করে রিপাবলিকান পার্টির রাজনীতিকদের কাছ থেকে নিন্দার জন্ম দিয়েছে।
পরে মেক্সিকান কর্তৃপক্ষ অপহৃত আমেরিকানদের খুঁজে বের করতে বড় অভিযান শুরু করে এবং একপর্যায়ে অপহৃতদের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজন কথিত মেক্সিকান ড্রাগ কার্টেল সদস্যকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
রয়টার্স বলছে, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর মার্কিন সরকারি নিরাপত্তা সতর্কতা প্রত্যাখ্যান করেছেন। মার্কিন ওই সতর্কতায় ভ্রমণের জন্য প্রতিবেশী দেশ মেক্সিকোকে একটি ঝুঁকিপূর্ণ জায়গা হিসাবে চিত্রিত করা হয়েছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন এই নিরাপত্তা সতর্কতা সম্পর্কে প্রশ্ন করা হলে মেক্সিকান এই প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে মেক্সিকো নিরাপদ দেশ। মেক্সিকোতে নিরাপদে ভ্রমণে কোনও সমস্যা নেই।’
লোপেজ ওব্রাডর বলেন, মার্কিন পর্যটক এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী মেক্সিকানরা জানেন এই দেশটি কতটা নিরাপদ। এসময় তিনি মেক্সিকোতে বসবাসকারী আমেরিকানদের সংখ্যার সাম্প্রতিক বৃদ্ধির দিকেও ইঙ্গিত করেন। এছাড়া গত বছর মেক্সিকোতে যাওয়া মার্কিন পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তিনি নিরাপত্তা সতর্কতা সম্পর্কে নেতিবাচক প্রতিবেদনের জন্য রক্ষণশীল মার্কিন রাজনীতিবিদদের চালানো ‘মেক্সিকো-বিরোধী’ প্রচারণাকে দায়ী করেছেন।
অবশ্য মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাস প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানানোর অনুরোধে সাড়া দেয়নি।
উল্লেখ্য, বিশ্বব্যাংক প্রকাশিত তথ্য অনুসারে, ২০২০ সালে মেক্সিকোতে হত্যার হার ছিল প্রতি এক লাখ জনে ২৮ জন। যা যুক্তরাষ্ট্রের তুলনায় চারগুণ বেশি। যদিও মেক্সিকোতে গত বছর হত্যাকাণ্ডের হার প্রায় ৭ শতাংশ কমেছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রত্যর্পণের চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
বগুড়ার টপ টেরর যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
সাতক্ষীরায় অপহৃত তরুণী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই
পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন- পররাষ্ট্র উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ সফর, দেশবাসীর নিকট দোয়া চাইলেন কায়কোবাদ
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার
লক্ষ্মীপুরে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া হাসপাতালের ফ্লোরে ও বারান্দায় ঠাঁই হচ্ছে রোগীদের
সাতসকালেই ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে