বিরোধীদের বয়কট সত্ত্বেও সংসদের নতুন ভবন উদ্বোধন করবেন মোদিই, ঘোষণা শাহর
২৪ মে ২০২৩, ০২:৪৭ পিএম | আপডেট: ২৪ মে ২০২৩, ০২:৪৭ পিএম
ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। ইতিমধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ ১৯টি বিরোধী দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে। তাদের বক্তব্য, মোদি নয় সংসদ ভবনের উদ্বোধন হোক রাষ্ট্রপতির হাতে। যদিও সে কথায় পাত্তা দিতে রাজি নয় বিজেপি সরকার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই উদ্বোধন করবেন সংসদের নতুন ভবন।
আগামী ২৮ মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবন। কেন্দ্রের তরফে আগেই জানানো হয়েছিল ঐতিহাসিক ভবনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গত রবিবার এই সিদ্ধান্তের বিরোধিতা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার বক্তব্য ছিল প্রধানমন্ত্রী নন, পদমর্যাদা অনুযায়ী নব সংসদ ভবনের উদ্বোধন করার অধিকারী রাষ্ট্রপতি। এরপর একে একে সেই সুরে বক্তব্য রেখেছে তৃণমূল কংগ্রেস, বাম-সহ বিভিন্ন বিরোধী দল।
মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন টুইট করেন, ‘নতুন সংসদ ভবন শুধুই একটা ভবন নয়। এটা পুরনো রীতিনীতি, নিয়ম এবং ঐতিহ্য বজায় রাখার প্রতিষ্ঠান। এটা ভারতের গণতন্ত্রের ভিত্তি। আর এটা প্রধানমন্ত্রী নিজের একার জন্য পান না। কিন্তু রবিবার নতুন যে সংসদ ভবনের উদ্বোধন হবে সেটা পুরোটাই আমি, আমার এবং আমার জন্য (পড়ুন, মোদি, মোদির এবং মোদির জন্য)। তাই এটা থেকে আমাদের বাদ দিন।’
বুধবার সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বুঝিয়ে দিলেন, বিরোধীদের দাবিকে আমল দিচ্ছে না বিজেপি সরকার। উল্টো তার দাবি, “নতুন সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদির দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির প্রতিক।” অমিত শাহ বলেন, “নতুন সংসদ ভবনটি রেকর্ড সময়ে নির্মিত হয়েছে। ৬০ হাজার নির্মাণকর্মীকে সংবর্ধনা তথা সম্মান জানাবেন প্রধানমন্ত্রী। নতুন সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদির দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির প্রতিক।” উল্লেখ্য, কংগ্রেস, তৃণমূল ছাড়াও আপ, শিবসেনা, জনতা দল-সহ দেশের ১৯টি রাজনৈতিক দল মোদির সংসদ ভবন উদ্বোধনের বিরোধিতা করেছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া