ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ অ্যামনেস্টির
১৪ জুন ২০২৩, ০৭:১১ পিএম | আপডেট: ১৪ জুন ২০২৩, ০৭:১১ পিএম
ইসরাইলে বাহিনী আর গাযা ভূখণ্ডে ফিলিস্তিনিদের মধ্যে গত মাস থেকে যে লড়াই চলছে, সেখানে সম্ভাব্য যুদ্ধাপরাধ হয়ে থাকতে পারে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। মানবাধিকার সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর দৃশ্যত বেপরোয়া বিমান হামলায় অনেক বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজের নির্বিচার রকেট হামলায় ইসরাইলি এবং ফিলিস্তিনি- উভয় দিকের বেসামরিক মানুষজন নিহত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতকে এসব বিষয় তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা আন্তর্জাতিক আইন মেনেই অভিযান চালিয়েছে। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের ন্যূনতম ক্ষয়ক্ষতির ব্যাপারে লক্ষ্য রাখা হয়েছে। অ্যামনেস্টির প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন পিআইজের একজন মুখপাত্র।
মে মাসের নয় তারিখ থেকে পাঁচদিন ধরে চলা সর্বশেষ ওই সহিংসতায় ৩৪ জন ফিলিস্তিনি আর একজন ইসরাইলি নিহত হয়েছে। পরে মিশরের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রাতভর ইসরাইলি যুদ্ধবিমানের হামলা দিয়ে ওই যুদ্ধের শুরু হয়েছিল। বাড়িঘরের ওপর চালানো সেইসব হামলায় পিআইজের সামরিক শাখার তিনজন জ্যেষ্ঠ কমান্ডার এবং আরও ১০ জন নিহত হয়, যারা তাদের আত্মীয় এবং প্রতিবেশী ছিলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম ওই বোমাগুলো ঘনবসতি এলাকায় ঘুমন্ত পরিবারগুলোর ওপর ফেলার মানে হচ্ছে, যারা এসব হামলার পরিকল্পনা করেছে এবং অনুমোদন দিয়েছে, তারা বেসামরিক মানুষজনের ক্ষয়ক্ষতির বিষয়গুলো বিবেচনায় রাখেনি। ‘ইচ্ছাকৃতভাবে নির্বিচার আক্রমণ শুরু করা...এটি একটি যুদ্ধাপরাধ,’ বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আইডিএফের দাবি, ওই ঘটনার পরে যুদ্ধ শুরু হলে তাদের বিমানগুলো পিআইজের চারশোর বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল এবং তাদের সামরিক শাখার আরও তিনজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছিল।
তাদের বিরুদ্ধে অভিযোগ তারা আগের সপ্তাহে ইসরাইলে কয়েক ডজন রকেট এবং মর্টার হামলার জন্য দায়ী ছিল। নিজ বাড়িতে পিআইজের তিন জ্যেষ্ঠ কমান্ডারের নিহত হওয়ার ঘটনাসহ এরকম নয়টি হামলার ঘটনা তদন্ত করে দেখেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে, আইডিএফ দাবি করেছে, গোয়েন্দা তথ্য বাস্তবসম্মত উপায়ে যাচাই বাছাইয়ের পরে তারা হামলাগুলো চালিয়েছে, যাতে সেখানকার বেসামরিক মানুষজনের জানমালের সবচেয়ে কম ক্ষয়ক্ষতি হয়।
কিন্তু অ্যামনেস্টি বলেছে, ইসরাইলি হামলায় গাযায় ব্যাপকভাবে বাড়িঘর ধ্বংসের যে ধারা তারা দেখতে পেয়েছে, তাতে ইসরাইলি হামলার পক্ষে কোন যুক্তিই গ্রহণযোগ্য হয় না। বিশেষ করে ১৩ মে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি চারতলা বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, যেখানে ৪২ জন বাসিন্দা ছিলেন। কিন্তু ওই ভবনে অস্ত্র বা অন্য কোন সামরিক সরঞ্জাম মজুদ করে রাখার কোন প্রমাণ পায়নি অ্যামনেস্টি। এমনকি এর আশেপাশের এলাকা থেকে কোন রকেটও ছোড়া হয়নি। অ্যামনেস্টি বলছে, সবচেয়ে আশঙ্কার বিষয় হল, এর জন্য দায়ীদের যদি জবাবদিহিতার আওতায় না আনা হয়, তাহলে এই ধরণের ঘটনা আবারও ঘটতে পারে।
ইসরাইলি হামলার জবাবে এক হাজার চারশোর বেশির রকেট হামলা করে পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিনিরা। যার ফলে হাজার হাজার ইসরাইলি ‘বম্ব-শেল্টারে’ আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আইডিএফের দাবি, ইসরাইলি সীমানার ভেতরে ১১৩৯টি রকেট প্রবেশ করেছিল। জনবহুল এলাকায় ছোড়া ৪৩০টি রকেট তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিয়েছে। রেনোভটের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রকেট হামলায় একজন ইসরাইলি নারী এবং শোকেদায় একটি ভবনে একজন ফিলিস্তিনি শ্রমিক নিহত হয়।
এরকম একটি রকেট গাযায় পড়ে দুইটি শিশুসহ তিনজন নিহত হয়েছে। প্রথমে ওই এলাকায় রকেট পড়ে হতাহতের ঘটনা অস্বীকার করেছিল পিআইজে এবং তারা ইসরাইলি হামলাকে দায়ী করেছিল। কিন্তু পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা অ্যামনেস্টিকে জানিয়েছে, পিআইজের কর্মীরা ঘটনার পরপরই রকেটের পড়ে থাকা অংশগুলো সরিয়ে নিয়ে যায়। তবে এসব অভিযোগের বিষয়ে মন্তব্য করেননি পিআইজের মুখপাত্র তারিক সালমি।
কিন্তু তিনি বিবিসিকে বলেছেন যে, অ্যামনেস্টির রিপোর্ট ‘প্রমাণ করছে যে, ভয়ানক অপরাধ করার মাধ্যমে দখলদার (ইসরাইল) এই আগ্রাসন শুরু করেছে’। ‘শত্রুরাই প্রথমে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা করতে অস্ত্র ব্যবহার শুরু করে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল যে অপরাধ করে যাচ্ছে, তা থেকে নিজেদের রক্ষা করতে আমার শুধু পাল্টা জবাব দিয়েছি,’ তিনি বলেন। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঐক্য-সংস্কার-নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ
ইহুদিদের ইউসুফ (আঃ)- এর সমাধিতে নিয়ে গেল ইসরায়েলি সেনারা
কাকরাইলে সাদপন্থিদের জমায়েত নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইয়েমেনে ইসরাইলি হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান
ইসরায়েলি হামলায় ইয়েমেন ও গাজায় ব্যাপক প্রাণহানি
হেলিকপ্টারে সফর নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন
সচিবালয়ে আগুন: সংগ্রহ করা হলো সিসিটিভি ভিডিও
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী আসমা
টেস্ট ক্যারিয়ারের রেকর্ডময় ৩৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন স্মিথ
জাহাজে ৭ খুন : লাগাতার কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা
লেস্টার সিটিকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল
ফের্নন্দেসের লাল কার্ডের দিনে ফের হারল ইউনাইটেড
শেষের গোলে জিতে চেলসির জয়রথ থামাল ফুলহ্যাম
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং: ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী