দ. কোরিয়ায় টানা তিনদিনের ভারি বর্ষণ ও ভূমিধসে মৃত্যু বেড়ে ২০
১৫ জুলাই ২০২৩, ০১:৪০ পিএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ০৬:০৬ পিএম
দক্ষিণ কোরিয়াতে টানা তিনদিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভূমিধসে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভূমিধস-প্রবণ অঞ্চল থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে কোরীয় সরকার।
চলতি মাসে প্রবল বর্ষণে বিধ্বস্ত এশিয়ার বিভিন্ন দেশ। গত এক পক্ষকাল ধরে তুমুল বৃষ্টি ভারত, চীন ও জাপানসহ বেশ কয়েকটি দেশে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এসব দেশে এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
বন্যা ভূমিধস থেকে বাদ যায়নি দক্ষিণ কোরিয়াও। টানা তিনদিনের বিরতিহীন ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। ভারী বৃষ্টি আর প্রচণ্ড বাতাসে রাজধানী সিউলসহ আশ পাশের বেশ কয়েকটি এলাকা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া সিউলের দক্ষিণ-পশ্চিম এলাকায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১০ হাজারেরও বেশি পরিবার। বন্যায় ফসলি জমি ও রাস্তাঘাট ভেসে গেছে। বিমানের বহু ফ্লাইটসহ বুলেট ট্রেন কেটিএক্সের নিয়মিত শিডিউল বাতিল করা হয়েছে।
কোরিয়ার সেন্ট্রাল ডিজাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেজার থেকে জানিয়েছে, শুক্রবার (১৪ জুলাই) থেকে এখন পর্যন্ত ভূমিধসে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন সাত জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ধারনা করা হচ্ছে। এদিকে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন তারা।
দক্ষিণ চুংচেং প্রদেশের ননসানে একটি ভূমিধস দুজন, সেজং শহরের মধ্যাঞ্চলে মাটি ধসে একজন, দক্ষিণ-পূর্ব কাউন্টি ইয়েংজু এবং চেওংইয়ংয়ের সিটিতে ভবন ধসে চারজন, গিয়ংসাং শহরে দুই নারী ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।
গোয়েসান শহর থেকে প্রায় কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উত্তর জেওলা প্রদেশের ইকসান বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে ৪৩৪ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং গুনসানে ৪২৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
এদিকে কিছুক্ষণ পরপরই মোবাইল এসএমএসের মাধ্যমে জনসাধারণকে সতর্কতা জারি করছে কোরিয়ার আবহাওয়া দফতর। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক