কারাগারে দ্বিতীয় শ্রেণিতে ইমরান খান, দেখা পাচ্ছেন না আইনজীবীরা
০৭ আগস্ট ২০২৩, ০২:১২ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ০২:১২ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি একটি দুর্নীতির মামলায় অ্যাটক জেলে বন্দী রয়েছেন, রোববার পাঞ্জাব কারাগার বিভাগ তাকে দ্বিতীয় বা বি-শ্রেণির সুবিধা দিয়েছে। তার আইনজীবীরা এবং দল দাবি করেছে যে, জেল প্রশাসন তাদের পিটিআই চেয়ারম্যানের সাথে দেখা করার অনুমতি দেয়নি।
একটি অভ্যন্তরীণ সূত্রের মতে, ইমরান খানকে অ্যাটক কারাগারে স্থানান্তরের পরিকল্পনা সম্পর্কে কারা কর্তৃপক্ষকে ‘পুরোপুরি অন্ধকারে’ রাখা হয়েছিল। তারা আশা করেছিল যে, সাবেক প্রধানমন্ত্রীকে আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হবে কিন্তু পিটিআই চেয়ারম্যানকে অ্যাটক কারাগারের বাইরে আনা হলে তারা পরিকল্পনা পরিবর্তনের কথা জানতে পারে।
এদিকে, পিটিআই চেয়ারম্যানের আইন বিষয়ক সহকারী নাঈম হায়দার পাঞ্জোথা বলেছেন, কারাগারটিকে তার আইনজীবী বা স্থানীয় লোকজনের জন্য ‘নিষিদ্ধ’ এলাকায় পরিণত করা হয়েছে। আইনি দল বলেছে যে তারা ইমরান খানকে জামাকাপড়, খাবার, অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে এবং তার স্বাক্ষর নিতে তার সাথে যোগাযোগ করতে চেয়েছিল। কর্তৃপক্ষ পিটিআই চেয়ারম্যানের সাথে দেখা করতে দেয়নি এবং আইনজীবীদের পাওয়ার অফ অ্যাটর্নি পেতে সোমবার ফিরে আসতে বলে।
একজন আইনজীবী বলেন, ‘আমরা তাদের বলেছিলাম যে বিভিন্ন আবেদনপত্র সরানোর জন্য এবং বিভিন্ন (আদালতের) আদেশকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের অ্যাটর্নি পাওয়ার পাশাপাশি ইমরান খানের স্বাক্ষরিত অন্যান্য নথি পেতে হবে।’ পিটিআই-এর মুখপাত্র রওফ হাসান ডনকে বলেছেন, জেল প্রশাসন ‘তাৎক্ষণিকভাবে বৈঠকের অনুমতি দিতে অস্বীকার করায় আইনি দলকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি’।
একটি দুর্নীতির মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড ঘোষণার পর লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যায় পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করা হবে কিনা তা স্পষ্ট নয়। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পুলিশ যখন ইমরান খানকে গ্রেফতার করতে আসে তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। খাবার শেষ করতেও সময় চান তিনি। কিন্তু সময় না দিয়ে খাবার টেবিল থেকেই তাকে নিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। এ সময় ইমরান খানকে তার বাড়ির পেছনের দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়।
তবে গ্রেফতারের আগেই নিজ টুইটার একাউন্টে সমর্থক ও দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন ইমরান খান। ওই ভিডিও বার্তায় দেশের জনগণকে বাড়িতে নীরবে বসে না থাকার আহ্বান জানান সাবেক এ প্রধানমন্ত্রী। এদিকে ইমরান খানকে গ্রেফতারের ঘটনাকে পাকিস্তানের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সূত্র: ডন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ
আগামী সপ্তাহে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ৭ ব্যক্তির কারাদন্ড
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
গণঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
কর না কমালে সুলভ মূল্যে ইন্টারনেট দেয়া সম্ভব হবে না : মন্তব্য খাত সংশ্লিষ্টদের
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জা আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের হোতা
কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের রহস্যজনক মৃত্যু
শিক্ষার্থীদের হৈচৈ নিষেধ করায় আটঘরিয়া কলেজ শিক্ষককে মারপিটের অভিযোগ
বগুড়ায় সড়কে কিশোর বাইক চালকের মৃত্যু
যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি
সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা
এখানে কেউ ছোট-বড় নই, সবাই আমরা সমান :-ডা.একেএম মাহবুবুর রহমান
মৌলভীবাজাররে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
টঙ্গীতে কারখানার ঝুট নিয়ে দুই পক্ষে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন
১৯ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নামছে উইন্ডিজ
মির্জাপুরে নদী তীর কেটে মাটি লুট দুই কারবারির লাখ টাকা জরিমানা
‘‘এই বাংলাদেশে হয় আওয়ামীলীগ থাকবে না হয় আমরা থাকব’’ : হাসনাত আব্দুল্লাহ