চাঁদের নতুন ছবি পাঠালো চন্দ্রযান-৩
০৭ আগস্ট ২০২৩, ০৩:১৪ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ০৩:১৪ পিএম
এক মাসও হয়নি চাঁদের উদ্দেশে তৃতীয় অভিযান শুরু করেছে ভারত। এরই মধ্যে চন্দ্রযান-৩ চাঁদের বেশ কাছাকাছি পৌঁছে গেছে। আর এবার এই মহাকাশযানের তোলা চাঁদের প্রথম ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ সংস্থা। -বিবিসি
গত শনিবার এই মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। সোমবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের কক্ষপথে ঢোকার পর প্রথমবারের মতো ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান-৩। রোববার সেই ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টুইট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
প্রকাশিত এসব ছবিতে মহাকাশযানের কাছাকাছি যাওয়ার সাথে সাথে চন্দ্রপৃষ্ঠের গর্তগুলো বড় থেকে আরও বড় হতে দেখা যাচ্ছে। বিবিসি বলছে, একটি অরবিটার, ল্যান্ডার এবং একটি রোভারসহ চন্দ্রযান-৩ আগামী ২৩ আগস্ট চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে। সফল হলে ভারতই হবে প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান অবতরণ করাবে। মূলত চাঁদের এই অংশটি এখনও সেভাবে মানুষের সামনে উন্মোচিত হয়নি।
এছাড়া চাঁদে নিরাপদে অবতরণে সক্ষম হলে তা ভারতের জন্য হবে বড় অর্জন। মূলত এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পরে চাঁদে নিরাপদে অবতরণকারী চতুর্থ দেশে পরিণত হবে ভারত। গত ১৪ জুলাই দুপুরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশে তৃতীয় অভিযান শুরু করে ভারত। মহাকাশযানটি প্রায় ১০ দিন পৃথিবী প্রদক্ষিণ করার পরে গত মঙ্গলবার ট্রান্সলুনার কক্ষপথে এটিকে পাঠানো হয় এবং এরপর গত শনিবার চন্দ্রযান-৩ কে সফলভাবে চন্দ্র কক্ষপথে প্রবেশ করানো হয়।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ এজেন্সি (ইসরো) এক প্রেস রিলিজে বলেছে, তারা চন্দ্রযান-৩ এর ‘স্বাস্থ্য’ পর্যবেক্ষণ করছে এবং এটি ‘স্বাভাবিক’ রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘এটি নিয়ে পরপর তৃতীয়বার সফলভাবে চন্দ্র কক্ষপথে মহাকাশযান পাঠাতে সক্ষম হয়েছে ইসরো।’ চন্দ্রযান-৩ এর পাঠানো ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে অন্ধকার। তার মধ্যে ধূসর রঙের গোলক। চন্দ্রপৃষ্ঠের এবড়োথেবড়ো অংশও ধরা পড়েছে ছবিতে। এছাড়া মহাকাশযানের কাছাকাছি যাওয়ার সাথে সাথে চন্দ্রপৃষ্ঠের গর্তগুলোকে বড় থেকে আরও বড় হতে দেখা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শনিবার সন্ধ্যায় চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে পৌঁছালেও মূল গন্তব্যে পৌঁছাতে এখনও অনেকটা ‘পথ’ বাকি রয়েছে। চাঁদের মাটি ছোঁয়ার আগে বেশ কয়েকটি কঠিন পরীক্ষাও দিতে হবে চন্দ্রযান-৩-কে। সংবাদমাধ্যম বলছে, চন্দ্রযান-৩ এর প্রাথমিক গন্তব্য চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। এরপরই চন্দ্রাভিযানের ‘সবচেয়ে কঠিন পর্ব’ অপেক্ষা করে আছে ইসরোর জন্য। মূলত সেটিই হতে চলেছে সবচেয়ে কঠিন পরীক্ষা। আগামী ২৩ আগস্ট বিকেলে রোভার নিয়ে নিরাপদে অবতরণ করার কথা চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের।
চার বছর আগে ২০১৯ সালে ঠিক এই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর ‘চন্দ্রযান-২’ অভিযান। তবে এবার এই অভিযান যদি সফল হয় তবে ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাত্রা যোগ হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পরে চতুর্থ দেশ হিসাবে মহাকাশযান সফল ভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় নাম লেখাবে ভারত।
উল্লেখ্য, ২০০৮ সালে ভারত মহাকাশে পাঠায় চন্দ্রযান-১। এটি চাঁদকে প্রদক্ষিণ করেছিল। দুই বছর ছিল সেই অভিযানের মেয়াদ। কিন্তু ১০ মাস পর যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই যানের মধ্যে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সম্ভবত এই বিপত্তি হয়েছিল। চাঁদে অভিযানের পরবর্তী প্রকল্পের লক্ষ্য ছিল আরও বড়। চাঁদের মাটি স্পর্শ করবে ল্যান্ডার, টহল দেবে রোভার। ২০১৯ সালে পাঠানো হয় চন্দ্রযান-২। কিন্তু সেসময় চাঁদের মাটিতে মহাকাশযানের অবতরণের শেষ মূহুর্তে ঘটে বিপর্যয়!
২.১ কিলোমিটার উচ্চতায় থাকার সময় যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে প্রদক্ষিণকারী যানটি এখনও চাঁদের কক্ষে ঘুরপাক খাচ্ছে। তথ্য পাঠাচ্ছে পৃথিবীতে। আর এবার ত্রুটি শুধরে চন্দ্রযান-৩-এর পরিকল্পনা আরও নিখুঁতভাবে করা হয়েছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে। এছাড়া চাঁদে পৌঁছাতে ৪০ দিনের মতো সময় লাগবে চন্দ্রযান ৩-এর। এর আগে চন্দ্রযান ১-এর সময় লেগেছিল ৭৭ দিন, চন্দ্রযান-২ সময় নিয়েছিল ৪৮ দিন। অবশ্য যুক্তরাষ্ট্রের প্রথম মনুষ্যবাহী চন্দ্রযান অ্যাপোলো-১১ মাত্র চার দিনেই চাঁদে পৌঁছেছিল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ
আগামী সপ্তাহে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ৭ ব্যক্তির কারাদন্ড
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
গণঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
কর না কমালে সুলভ মূল্যে ইন্টারনেট দেয়া সম্ভব হবে না : মন্তব্য খাত সংশ্লিষ্টদের
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জা আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের হোতা
কলাপাড়ায় বিদ্যুৎ কেন্দ্রের ওয়েল্ডিং ফোরম্যানের রহস্যজনক মৃত্যু
শিক্ষার্থীদের হৈচৈ নিষেধ করায় আটঘরিয়া কলেজ শিক্ষককে মারপিটের অভিযোগ
বগুড়ায় সড়কে কিশোর বাইক চালকের মৃত্যু
যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি