আদি পুরুষের হদিশ! লাখ লাখ বছরের পুরনো পায়ের ছাপে ঘনাচ্ছে রহস্য
১৭ আগস্ট ২০২৩, ১১:০৫ এএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ১১:০৫ এএম
মানব সভ্যতার আদি পুরুষ কে? যার থেকে বিবর্তনের মাধ্যমে আজকের সভ্য দুনিয়ায় পা রেখেছি আমরা। এই নিয়ে জল্পনার অন্ত নেই। এর মধ্যেই প্রাগৈতিহাসিক যুগের মানুষের পায়ের ছাপ খুঁজে পেলেন জার্মান গবেষকরা। পাশাপাশি সন্ধান মিলল প্রাগৈতিহাসিক হাতি ও অন্যান্য তৃণভোজী প্রাণীদের পায়ের চিহ্নের।
জার্মান গবেষকদের দাবি, আধুনিক মানুষের আদিপুরুষ ছিলেন নিয়ান্ডারথালরা। তাঁদের পূর্ব পুরুষ হোমো হাইডেলবার্জেনেসিস। এই গোষ্ঠীর তিনজনের পায়ের ছাপ মিলেছে উত্তর জার্মানির লোয়ার স্যাক্সনিতে। এছাড়া প্রাগৈতিহাসিক হাতি ও অন্যান্য তৃণভোজী প্রাণগুলির পায়ের চিহ্ন পাওয়া গিয়েছে শোনিনজেন এলাকায়। এই পায়ের ছাপ প্লেইস্টোসিন সময়ের বলে উল্লেখ করেছেন তারা।
নৃতত্ত্ববিদদের কথায়, ২৫ লাখ থেকে ১১ হাজার ৭০০ বছর আগের সময়কে বলা হয় প্লেইস্টোসিন যুগ। ডাইনোসর যে যুগে এসেছিল সেই জুরাসিক যুগের অনেক পরে এই যুগের সূত্রপাত। তবে তখনও তৃণভোজী প্রাণীরা আকারে যথেষ্ট বড় ছিল বলে জানিয়েছেন তারা। জার্মানির টাবিঞ্জেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্লাভিও আলটামুরা জানিয়েছেন, ‘আমরা যে পায়ের চিহ্নগুলি পেয়েছি, সেগুলি মোটামুটি তিন লাখ বছরের পুরনো। পায়ের চিহ্নগুলো রীতিমতো পরীক্ষা করে দেখা হয়। এগুলিকে কেন্দ্র করে সেই সময়ের জলবায়ু ও পরিবেশ জানার চেষ্টা করা হচ্ছে।’
উল্লেখ্য এই পায়ের চিহ্ন নিয়ে বিজ্ঞানভিত্তিক পত্রিকা কোয়াটারন্যারি সায়েন্স রিভিউতে একটি প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে একাধিক বিস্ফোরক দাবি করেন জার্মান গবেষকদল। প্রবন্ধ অনুযায়ী, ‘যে তিন জনের পায়ের ছাপ মিলেছে, তারা প্রত্যেকেই তরুণ। মানুষের আদিপুরুষ হোমো হাইডেলবার্জেনেসিসরা মূলত হ্রদ সংলগ্ন এলাকায় বাস করতেন। বিবর্তনের পর তাদের থেকেই নিয়ান্ডারথালদের উৎপত্তি ঘটে।’
বিজ্ঞানীদের অনুমান, ওই হ্রদের আশেপাশে বিভিন্ন ধরনের ঘাস, ফল ও মাশরুম জন্মাত। এগুলিকেও খাদ্য হিসেবে গ্রহণ করত সেখানকার প্রাগৈতিহাসিক মানুষ। এলাকায় ছিল প্রচুর তৃণভোজী স্তন্যপায়ী প্রাণীর বাস। মানুষের সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল, তা জানার চেষ্টা করছেন গবেষকরা। ‘যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে, তা হল হ্রদ সংলগ্ন এলাকায় প্রাগৈতিকহাসিক যুগের মানুষ ঘোরাঘুরি করছিল। এ সময় নরম মাটিতে তাদের পায়ের ছাপ পড়ে যায়। আমার যে হাতির ছাপ পেয়েছি, তা ৫৫ সেন্টিমিটার। এছাড়া একটা গণ্ডারের ছাপও মিলেছে।’ জানিয়েছেন জার্মান অধ্যাপক ফ্লাভিও আলটামুরা।
আধুনিক মানুষের বিজ্ঞান সম্মত নাম হল হোমো সেপিয়েন্স। উল্লেখ্য, হোমো ইরেক্টাসের থেকে হোমো হাইডেলবার্জেনেসিসের উৎপত্তি হয়। হোমো হাইডেলবার্জেনেসিসদের আবার আধুনিক মানুষ অর্থাৎ হোমো সেপিয়েন্সের পূর্বপুরুষ বলে মনে করেন অধিকাংশ বিজ্ঞানী। এদেরই একটি শাখা হোমো নিয়ান্ডারথাল। যাদের মস্তিষ্কের আকার ১ হাজার ২০০ ঘন সেন্টিমিটার ছিল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগাই প্রাণ গেল মোটরসাইকেল চালকের
‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’
তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেগমগঞ্জ বিজয়ী
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না: খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও