বিবাহবার্ষিকীতে আগ্নেয়াস্ত্র হাতে স্ত্রীয়ের রিল পোস্ট প্রাক্তন তৃণমূল নেতার, ব্যাপক শোরগোল
৩০ আগস্ট ২০২৩, ০১:১৬ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৩, ০১:১৬ পিএম
বিবাহবার্ষিকীতে স্ত্রীর হাতে অত্যাধুনিক মেশিনগান ধরিয়ে রিল তৈরি করে ফেসবুকে পোষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা। প্রাক্তন ওই তৃণমূল কংগ্রেসের নেতার নাম রিয়াজুল হক, বাড়ি বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামে। ওই রিল প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিকমহলে। বিভিন্নমহল থেকে চাপের মুখে পড়ে ওই রিল ডিলিট করেদেন প্রাক্তন তৃণমূল নেতা। -এইসময়
জানা গিয়েছে, একসময় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি ছিলেন রিয়াজুল হক। কিন্তু মাস দুয়েক আগে ওই পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি রিল পোস্ট করেন। রিলে দেখা যায়, রিয়াজুলের স্ত্রী সাবিনা ইয়াসমিন হাতে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে বসে রয়েছেন। একদা বগটুই এলাকার দাপুটে এই তৃণমূল কংগ্রেসের নেতার পোষ্টে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিশেষত বগটুই গণহত্যাকাণ্ডের পর ওই গ্রামেরই প্রাক্তন তৃণমূল নেতার এই পোষ্টে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিয়াজুল হক। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে রাজ্য ও জেলাস্তরের তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গেও দেখা যেত তাঁকে। যদিও বিভিন্নমহল থেকে প্রশ্ন ওঠায় ওই পোস্ট ডিলিট করে দেন রিয়াজুল। এমনকী ওই আগ্নেয়াস্ত্রটি 'খেলনা' বলেও দাবি করেন তিনি।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রিয়াজুল হক জানান, তাঁদের বিবাহবার্ষিকী ছিল। তাই স্ত্রীর ছবি পোস্ট করেছিলেন। যা নিয়ে বিতর্ক হচ্ছে, অস্ত্র বলে অভিযোগ করা হচ্ছে, সেটি নকল, একটি খেলনা বন্দুক। এমনকী অনেকে এই বিষয়ে প্রশ্ন তোলায় পোস্টটি তিনি ডিলিট করে দিয়েছেন বলেও জানান রিয়াজুল।
যদিও রিয়াজুল পোস্টটি ডিলিট করে দিলেও তাঁর এহেন কাজ নিয়ে প্রশ্ন ওঠা কিন্তু বন্ধ হয়নি। এই প্রসঙ্গে বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সংবাদমাধ্যমে মন্তব্য প্রশ্ন তোলেন, 'এটা কি তালিবানি শক্তির প্রচার শুরু হচ্ছে নাকি? আমার তো মনে হয়, জিহাদের শিক্ষা দিচ্ছেন ইস্তফা দেওয়া ওই তৃণমূল নেতা।' এই বিষয়ে পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, বিভিন্ন ইস্যুতে প্রায় সারাবছরই সরগরম থাকে বীরভূমের রাজনীতি। বর্তমানে জেলার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও রয়েছেন জেলে। সেক্ষেত্রে তারই মাঝে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিকমহলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !
'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ
সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার
লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক
জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”
ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু