ইসরাইল ও লেবাননের পররাষ্ট্রমন্ত্রীদের রোমে বৈঠকের গোপন কথা
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ পিএম
বেশিরভাগ বিশ্লেষক সংশয় প্রকাশ করেন যে, লিবিয়ার (সাবেক) পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল মাঙ্গুউশের সঙ্গে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সাক্ষাতের পরিকল্পনা সম্পর্কে সত্যিকারভাবে অবহিত ছিলেন না লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ। পক্ষান্তরে তারা মনে করেন, নাজলাকে রোমে ফাঁদে ফেলা হয়েছে। গত মাসে ইলি কোহেনের সঙ্গে নাজলা আল মাঙ্গুউশের সাক্ষাৎ নিয়ে ২৭শে আগস্ট ইলি কোহেন তথ্য প্রচার করেন। এর ফলে ক্ষোভে জ্বলে ওঠে লিবিয়া। এতে রাজধানী ত্রিপোলিতে অনির্বাচিত এবং অন্তর্বর্তী সরকারের জন্য বড় এক রাজনৈতিক সংকট সৃষ্টি হয়। এমনিতেই জনগণের কাছে এই সরকারের বৈধতায় ঘাটতি আছে। - আল জাজিরা।
এতে বলা হয়, ইসরাইল দৃশ্যত এটা দেখানোর চেষ্টা করছে যে, আরব দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়ে যাচ্ছে, যদিও তারা প্রায় তিন বছর ধরে আব্রাহাম একর্ড সামনে নিয়ে এমন চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাজলা আল মাঙ্গুউশের সঙ্গে ওই বৈঠকের ঘোষণা দিয়ে ইলি কোহেন দেখাতে চেয়েছেন আরবের উচ্চ পদস্থ সব কর্মকর্তাদের জন্য বিষয়টি স্বাভাবিক, তারা ইসরাইলি পক্ষের সঙ্গে বৈঠক করেন স্বাভাবিকভাবেই। কিন্তু আরব মুলুক তাদের এমন ভাষ্যের সঙ্গে একমত নয়। ইলি কোহেনের সঙ্গে ওই বৈঠকের বিষয় লিবিয়ার প্রধানমন্ত্রী দবেইবাহ আগে থেকে জানতেন বা না জানেন- যেটাই হোক, তাৎক্ষণিকভাবে তাকে জনগণের ক্ষোভ সামাল দিতে হয়েছে। লিবিয়ায়, বিশেষত পশ্চিমাঞ্চলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো আকাঙ্ক্ষা বা আগ্রহ নেই।
কিংস কলেজ লন্ডনের প্রতিরক্ষা স্টাডি ডিপার্টমেন্টের সহযোগী প্রফেসর আন্দ্রেস ক্রিগ আল জাজিরাকে বলেছেন, লিবিয়ানরা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বিরুদ্ধে কথা বলাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। ইতালিয়ান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজের সিনিয়র এসোসিয়েট ফেলো ফেডেরিকা সাইনি ফাসানোত্তি বলেন, প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসনামলে ইসরাইল ছিল লিবিয়ানদের শত্রু। গাদ্দাফিমুক্ত লিবিয়া হলেও সেখানে সেই ধারণাই এখনও টিকে আছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে জনগণের সমর্থন পাওয়া প্রায় অসম্ভব। লিবিয়ানদের সেই ফিলিস্তিনপন্থি ধ্যানধারনার কোনো পরিবর্তন হয়নি।
আব্রাহাম চুক্তিতে বিভিন্ন দেশ, বিশেষ করে লিবিয়াকে আনার ক্ষেত্রে ওয়াশিংটনের কর্মকর্তারা ঠাণ্ডা মাথায় কাজ করছেন। তার মধ্য দিয়ে লিবিয়ার সঙ্গে ওই বৈঠকের কথা ফাঁস হয়ে যাওয়া নিয়ে অসন্তুষ্ট যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই অসন্তোষ প্রকাশ করতে ইলি কোহেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত স্টেফানি হ্যালেট। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, ওই বৈঠকের কথা ফাঁস হওয়ার কারণে ইসরাইলের সঙ্গে লিবিয়ার সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাব্যতাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে আরবে ইসলামিক দেশগুলোর সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ করানোটাও কঠিন হয়ে গেছে।
ওদিকে ত্রিপোলিতে লিবিয়া সরকার দৃশ্যত অধিক পরিমাণে যুক্তরাষ্ট্রের সমর্থন চায় এবং বৃহত্তর বৈধতা চায় আন্তর্জাতিক মঞ্চে। আন্দ্রেস ক্রিগ বলেন, যদি আপনার জনগণের কাছে বৈধতা না থাকে, তবে আপনি আন্তর্জাতিক বৈধতা পাবেন না। আমি মনে করি দবেইবাহ সরকারকে বাইডেন প্রশাসন এমন ইঙ্গিত দিয়েছে যে, আব্রাহাম একর্ডে যোগ দিলেই তাকে আন্তর্জাতিক বৈধতা দেয়া হবে এবং ওয়াশিংটনের সমর্থন দেয়া হবে। ইরাকে ইতালির সাবেক রাষ্ট্রদূত মারকো ক্যানেলোস বলেন, লিবিয়া এতটাই বেপরোয়া হয়ে আছে যে, যেকেউ তাকে সমর্থন দিলে তাকেই সে সন্তুষ্ট করতে প্রস্তুত। এক্ষেত্রে ইসরাইলকে সমর্থন দিলে যদি যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পাওয়া যায়, তাতে মন্দ কি?
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, এর পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে