দেশের ‘নাম বদল’ নিয়ে কি বলছেন ভারতের বিরোধী দলনেতারা?
০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম
সরকারি ভাবে ভারতের নাম পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করে কংগ্রেস। এই নিয়ে গোটা ভারতের রাজনীতি সরগরম হয়েছে। জানা গিয়েছে, জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর তরফ থেকে যে আমন্ত্রণ পত্র বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, তাতে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র বদলে লেখা 'প্রেসিডেন্ট অফ ভারত'।
আর তা থেকেই ভারতের নাম বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। অভিযোগ, ভারতের নাম ইংরেজিতেও 'ভারত' করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, হিন্দি বা বিভিন্ন আঞ্চলিক ভাষায় এমনিতেই 'ভারত' শব্দের উল্লেখ থাকে সরকারি ভাবে। তবে ইংরেজিতে এত বছর ধরে 'ইন্ডিয়া' ব্যবহার হয়ে আসছে। এই নিয়ে বিরোধী দলগুলির নেতারা আজ মুখ খুলেছেন।
দেশের নাম ইংরেজিতে 'ইন্ডিয়া'র বদলে 'ভারত' করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি শুনলাম ইন্ডিয়ার নাম বদলে দিয়েছে। মাননীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে জি২০ লাঞ্চ না ডিনারের জন্য... তাতে লেখা আছে ভারত বলে। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্ব কী আছে। ইংরেজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে বলে - ভারত কা সংবিধান।'
মমতা বলেন, ভারত তো আমরাও বলি। এ তো নতুন করে কিছু করার নেই। আমরা সবাই জানি যে ইন্ডিয়া মানেই ভারত। তবে গোটা বিশ্ব তো আমাদের ইন্ডিয়া নামেই চেনে। হঠাৎ আজ কী হল যে দেশের নামটাও বদলে দিতে হল। কবে তো কবি ঠাকুরের নাম বদলে দেবে। বিশ্ববিদ্যালয়গুলির সব নাম বদলে দিচ্ছে। বড় বড় ঐতিহাসিক সৌধের নাম বদলে দিচ্ছে। ইতিহাসকে পরিবর্তন করে দিচ্ছে।'
এদিকে নাম বদল নিয়ে মুখ খুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এই ধরনের নাম বদল নিয়ে কোনও সরকারি নির্দেশিকা এখনও আমার কাছে আসেনি। তবে আমিও বিষয়টি শুনেছি। এমন কেন হচ্ছে? বলা হচ্ছে বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া রাখা হয়েছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশ তো ১৪০ কোটি মানুষের। কোনও একটা দলের নাকি এই দেশ। এরপর কি দেশের নাম বিজেপি রাখা হবে?'
এদিকে কংগ্রেস মুখপাত্র এই নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে লেখেন, 'তাহলে খবরটা সত্যি। রাষ্ট্রপতি ভবনের তরফে জি২০ সম্মেলনের যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সেখানে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র বদলে লেখা, 'প্রেসিডেন্ট অফ ভারত'। এখন তো সংবিধানেক ১ নং অনুচ্ছেদ পড়তে হবে, ভারত, যা আগে কি না ইন্ডিয়া ছিল, সব রাজ্যের সমষ্টি। তবে সেই 'রাজ্যের সমষ্টি' তো হামলার মুখে পড়েছে।'
এদিকে এই নাম বদল বিতর্কে সরকারের সিদ্ধান্তের পক্ষে টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় সবভাপতি জেপি নড্ডা। তিনি লেখেন, 'দেশের সম্মান ও গৌরব সংক্রান্ত প্রতিটি ইস্যুতে কংগ্রেসের এত আপত্তি কেন? যারা ভারত জোটের নামে রাজনৈতিক সফর করছেন তারা কেন 'ভারত মাতা কি জয়' স্লোগানকে ঘৃণা করেন? এটা স্পষ্ট যে কংগ্রেসের না দেশের প্রতি শ্রদ্ধা আছে, না দেশের সংবিধানের প্রতি, না সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি। তারা শুধু একটি বিশেষ পরিবারের প্রশংসা মানে। কংগ্রেসের দেশবিরোধী ও সংবিধানবিরোধী অভিপ্রায় সারা দেশ ভালো করেই জানে।'
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু
সরকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ, ভুক্তভোগীকে মামলায় হেনস্থার অভিযোগ
ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এক ফ্রেমে এক ট্রিলিয়ন ডলার
পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান "গ্রিনফিল্ড একাডেমী"র যাত্রা শুরু
আগে সংস্কার হবে, তারপর নির্বাচন : জাতীয় নাগরিক কমিটি
দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প, বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও