‘সম্পর্ক স্থিতিশীল’, জিনপিং জি-২০ সামিট এড়ালেও কৌশলী বার্তা চীনের
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
আসন্ন জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সরকারিভাবে এই খবরে সিলমোহর দিয়েছে বেইজিং। এই নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। চীনের নতুন ম্যাপ বিতর্কের ছায়াই পড়েছে এই শীর্ষ সম্মেলনে বলে ধারণা অনেকের। কিন্তু নানা গুঞ্জনের মাঝেই চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ভারতের নেতৃত্বে হওয়া জি-২০ সম্মেলনে তাদের পূর্ণ সমর্থন থাকবে। এই সামিটকে সফল করতে সকলের সঙ্গে একযোগে কাজ করবে বেইজিং।
সোমবার চীনের তরফে জানানো হয়েছিল, আসন্ন জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার বদলে নয়াদিল্লিতে এই সামিটে যোগ দেবেন প্রিমিয়ার লি কিয়াং। মঙ্গলবার এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। তখন তাকে প্রশ্ন করা হয়, জিনপিংয়ের ভারতে না যাওয়ার কারণ কি দু’দেশের মধ্যে চলতে থাকা বিতর্ক? এই যুক্তি নস্যাৎ করে মাও কিং বলেন, “ভারত-চীন সম্পর্ক এখন স্থিতিশীল। দু’দেশই বিভিন্ন স্তরে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখেছে। দু’দেশের মানুষের স্বার্থে সম্পর্কের উন্নতিতে কাজ করা হচ্ছে। আগামিদিনেও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে আমরা কাজ করতে প্রস্তুত।” তিনি আরও বলেন, “ভারতের নেতৃত্বে হওয়া জি-২০ সম্মেলনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার মঞ্চ এই সামিট। জি-২০কে সফল করতে সকলের সঙ্গে একযোগে কাজ করব আমরা।”
উল্লেখ্য, গত ২৮ আগস্ট দেশের নতুন সরকারি ম্যাপ প্রকাশ করে চীন। সেখানে অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে তারা। এমনকী আকসাই চিনও নাকি তাদের, দাবি বেইজিংয়ের। এরপরই জিনপিং প্রশাসনের নিন্দায় সরব হয় মোদি সরকার। চীনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, এইরূপ ম্যাপ প্রকাশই চীনের অভ্যাস। ভারতের এমন কটাক্ষের পর পালটা আক্রমণ করে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ‘আমরা আমাদের ভূখণ্ডের সীমানা সম্পর্কে ওয়াকিবহাল। আইন মেনেই নতুন ম্যাপ তৈরি করা হয়েছে। এই নিয়ে বেশি ভাবার কোনও কারণ নেই।’ এরপরই দু’দেশের স্নায়ুযুদ্ধ আরও তীব্র হয়। নানা মহলে জল্পনা শুরু হয়, আদৌ কী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হবেন জিনপিং?
তবে এদিন ভারতের প্রতি চীনের সুর নরম করা নিয়েও জল্পনা শুরু হয়েছে। একেই দু’দেশের মধ্যে সীমান্ত নিয়ে সংঘাত সপ্তমে। তার মাঝে আগুনে ঘি ঢেলেছে চীনের নতুন ম্যাপ প্রকাশ। ফলে ভারতের মাটিতে দাঁড়িয়ে চীনের প্রিমিয়ার সেদেশের হয়ে কী কী বার্তা দেন, সেদিকেই এখন নজর সকলের।
অন্যদিকে, জিনপিংয়ের ভারতে না আসা নিয়ে চীনকে আক্রমণ শানাতে আসরে নেমেছে আমেরিকা। জি-২০তে বেজিং ‘বাধা সৃষ্টি’ করবে। এমনই মত মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের। মঙ্গলবার হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে ভারত-চীন সম্পর্ক নিয়ে সুলিভান বলেন, ‘ভারত-চীন চাপানউতোরের প্রভাব যদি জি-২০ সামিটে পড়ে তাহলে তার দায় চীনেরই। বেইজিং যদি চায় সামিটে ‘বাধা সৃষ্টি’ করতে তাহলে অবশ্যই করতে পারে। তাদের কাছে সেই পথ খোলা রয়েছে।’
বিশেষজ্ঞদের মতে, এই সম্মেলনে ভারত, আমেরিকা ও চীনের একই মঞ্চে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। তিন রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, চীন সাগর ও মুক্ত বাণিজ্যপথের সমাধান সূত্র নিয়ে। কিন্তু এখন আর তা সম্ভব নয়। একই মঞ্চে মোদি-বাইডেন-জিনপিংকে দেখার জন্য মুখিয়ে ছিল গোটা দুনিয়া।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন: ডিএমপি কমিশনার
কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি জেল হাজতে
জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেস্টাকালে বিজিবির বাধায় বন্ধ
প্যারিসে অনুষ্ঠিত হলো গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা
পানামা খাল নিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব প্রেসিডেন্ট মুলিনোর
দেশে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন : এ্যানি
ভ্যাট আগামী বাজেটে সমন্বয় করা হবে : অর্থ উপদেষ্টা
ইতিহাস গড়ে ম্যান সিটিতে কুজানভ
সুন্দরগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় কমিটির সভা
বাগেরহাটে বিএনপির কমিটি আওয়ামী লীগ কর্মীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা অনুষ্ঠিত
বেক্সিমকোর সকল কারখানা খুলে দেয়ার দাবীতে গণসমাবেশ চলছে
নাচোলে দুই ছিনতাইকারী আটক
‘দয়া করে আমাদের থাকতে দিন’, ট্রাম্পের প্রতি অভিবাসীদের আকুল আবেদন
কেরানীগঞ্জে টোলমুক্তির দাবিতে মানববন্ধন
চার অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি
গারো পাহাড় সীমান্তাঞ্চলের কৃষকের স্বপ্ন এখন ইরি-বোরোয়
সরকারিভাবে সবজিসহ কৃষিপণ্য বিক্রি বন্ধ : অর্থ উপদেষ্টা
নওগাঁয় নিয়ামতপুরে জমি বন্ধক নেয়াকে কেন্দ্র করে ভ্যানচালককে মারপিট- থানায় মামলা