বিশ্বে এই প্রথম, শুক্রাণু বা ডিম্বাণু ছাড়াই তৈরি হল মানব ভ্রূণ
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ এএম
বিজ্ঞানীরা শুক্রাণু, ডিম বা গর্ভাশয় ব্যবহার না করে একটি প্রাথমিক মানব ভ্রূণের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ একটি সত্তা তৈরি করেছেন। ইসরাইল ভিত্তিক প্রতিষ্ঠান ওয়েজম্যান ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী বিশ্বে এই প্রথম এ ধরণের একটি মডেল তৈরি করতে সমর্থ হয়েছেন।
ওয়েইজম্যান ইনস্টিটিউটের ওই বিজ্ঞানীদের দাবি, তাদের ‘ভ্রূণ মডেল’ স্টেম সেল ব্যবহার করে তৈরি। এটি দেখতে অনেকটা ১৪ দিন বয়সী প্রকৃত ভ্রূণের মতো। এমনকি এটি হরমোন নিঃসরণ করেছে। পরে ল্যাবে পরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থার পরীক্ষাতেও ইতিবাচকও ফলাফল দিয়েছে। মূলত মানুষের জীবনের প্রথম দিকের মুহূর্ত বোঝার জন্যই এই ভ্রূণ মডেল তৈরি করেছেন ওই বিজ্ঞানীরা। ওই পরীক্ষায় দেখা যায়, ডিম্বাণুর ভেতর শুক্রাণু নিষিক্ত হওয়ার এক সপ্তাহ পর আকারগত নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। ওই কোষ সংগ্রহ করার পর দেখা যায়, সেটি অনেকটা শিশুর আকৃতির অবয়ব।
গর্ভধারণের এই গুরুত্বপূর্ণ সময় গর্ভপাত এবং জন্মগত ত্রুটির একটি প্রধান উৎস, কিন্তু সেগুলো এ সময় খুব কমই বোঝা যায়। ওয়েইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক জ্যাকব হান্না বিবিসিকে বলেন, আমাদের জ্ঞান খুব সীমিত। এটি একটি ব্ল্যাক বক্স এবং এটি গতানুগতিক নয়। ভ্রূণ গবেষণা আইনগতভাবে, নৈতিকভাবে এবং প্রযুক্তিগতভাবে হয়ে আসছে। কিন্তু এখন প্রাকৃতিক ভ্রূণের বিকাশের অনুকরণ করে এই ক্ষেত্রটি দ্রুত উন্নতি করার সুযোগ রয়েছে।
নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণাটিকে ইসরাইলি ওই বিজ্ঞানীরা প্রথম সম্পূর্ণ ভ্রূণের মডেল হিসাবে বর্ণনা করেছে। যে মডেলটি প্রাথমিক ভ্রূণের সকল মূল কাঠামোর অনুকরণ করা হয়েছে। যা আগে করা হয়নি৷ শুক্রাণু এবং ডিম্বাণুর পরিবর্তে ওই ভ্রূণ তৈরি করা হয় স্টেম সেল বা মাতৃ কোষ দিয়ে। আশার বিষয় হল, ভ্রূণের মডেলগুলি বিজ্ঞানীদের ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে যে কীভাবে বিভিন্ন ধরণের কোষের উদ্ভব হয়, প্রথম ধাপের শরীরের অঙ্গ তৈরির সাক্ষী হতে পারে। এমনকি বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বা জেনেটিক রোগগুলি বুঝতে সাহায্য করতে পারে৷
কোন শুক্রাণু এবং ডিম্বাণুর পরিবর্তে, শুরুর উপাদানটি ছিল নিষ্পাপ স্টেম সেল যা শরীরের যে কোনও ধরণের টিস্যু হওয়ার সম্ভাবনা অর্জনের জন্য পুনরায় প্রোগ্রাম করা হয়েছিল। মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ে পাওয়া এই স্টেম সেলগুলিকে চার ধরণের কোষে পরিণত করার জন্য রাসায়নিকগুলি তখন ব্যবহার করা হয়েছিল:
এপিব্লাস্ট কোষ, যা ভ্রূণ সঠিক (বা ভ্রূণ) হয়ে যায়, ট্রফোব্লাস্ট কোষ, যা প্লাসেন্টা হয়ে যায়, হাইপোব্লাস্ট কোষ, যা সহায়ক কুসুম থলিতে পরিণত হয় এবং বহিরাগত মেসোডার্ম কোষ,
এই কোষগুলির মধ্যে মোট ১২০টি একটি সুনির্দিষ্ট অনুপাতে মিশ্রিত হয়েছিল। প্রায় ১ শতাংশ মিশ্রণটি স্বতঃস্ফূর্তভাবে নিজেদেরকে এমন একটি কাঠামোতে একত্রিত করার যাত্রা শুরু করেছিল যা মানব ভ্রূণের অনুরূপ। ‘আমি কোষগুলিকে কৃতিত্ব দিই - আপনাকে সঠিক মিশ্রণ আনতে হবে এবং সঠিক পরিবেশে রাখতে হবে এবং এটি কেবল শুরু হয়ে যায়,’ অধ্যাপক হান্না বলেছেন, ‘এটি একটি আশ্চর্যজনক ঘটনা।’
ইতিমধ্যেই, এই গবেষণাটি দেখায় যে ভ্রূণের অন্যান্য অংশগুলি তৈরি হবে না, যদি না প্রাথমিক প্ল্যাসেন্টা কোষগুলি এটিকে ঘিরে থাকতে না পারে। এমনকি কিছু ভ্রূণ কেন ব্যর্থ হয় তা বুঝতে সাহায্য করে এই মডেলগুলো। গর্ভাবস্থায় ওষুধগুলি নিরাপদ কিনা তা পরীক্ষা করার জন্য মডেলগুলি ব্যবহার করে ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) সাফল্যের হারের উন্নতির কথাও বলা হয়েছে। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কাল উত্তরায় আসছেন ধর্ম উপদেষ্টা ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শুরু কাল
কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
জয়পুরহাট সীমান্তে বিএসএফের বেড়া, বিজিবির বাধায় কাজ বন্ধ
অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো : মির্জা ফখরুল
ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন: ডিএমপি কমিশনার
কলাপাড়ায় বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি জেল হাজতে
জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেস্টাকালে বিজিবির বাধায় বন্ধ
প্যারিসে অনুষ্ঠিত হলো গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা
পানামা খাল নিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব প্রেসিডেন্ট মুলিনোর
দেশে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন : এ্যানি
ভ্যাট আগামী বাজেটে সমন্বয় করা হবে : অর্থ উপদেষ্টা
ইতিহাস গড়ে ম্যান সিটিতে কুজানভ
সুন্দরগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির সমন্বয় কমিটির সভা
বাগেরহাটে বিএনপির কমিটি আওয়ামী লীগ কর্মীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন
অভিষেকের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা অনুষ্ঠিত
বেক্সিমকোর সকল কারখানা খুলে দেয়ার দাবীতে গণসমাবেশ চলছে
নাচোলে দুই ছিনতাইকারী আটক
‘দয়া করে আমাদের থাকতে দিন’, ট্রাম্পের প্রতি অভিবাসীদের আকুল আবেদন
কেরানীগঞ্জে টোলমুক্তির দাবিতে মানববন্ধন