গাজায় আটক বন্দিদের মুক্তি-আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৮ এপ্রিল ২০২৪, ১১:০৭ এএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১১:০৭ এএম

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় সাত মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দিকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল। এই পরিস্থিতিতে গাজায় আটক বন্দিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে রাস্তায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

এসময় তারা ইসরায়েলে আগাম নির্বাচনেরও দাবি জানান। রোববার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আটক বন্দিদের মুক্তির দাবিতে এবং আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে শনিবার হাজার হাজার মানুষ ইসরায়েলজুড়ে বিক্ষোভ করেছেন। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলের কাপলান স্কোয়ারে জড়ো হন এবং গাজায় ফিলিস্তিনি উপদলের সাথে বন্দি বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানান।

সম্প্রচার কর্তৃপক্ষের মতে, গাজায় আটক বন্দিদের পরিবারও এদিনের বিক্ষোভে অংশ নেয় এবং বিক্ষোভকারীদের সামনে বক্তৃতা দেয়।

ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানায়, বিক্ষোভের একপর্যায়ে কাপলান স্কোয়ারে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এছাড়া আরও হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিগিন স্ট্রিটেও জড়ো হয়েছিলেন।

অনেক লোক পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বাড়ির কাছেও বিক্ষোভ করেছেন বলে ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে। এসময় তারা গাজায় আটক থাকা ব্যক্তিদের ফিরিয়ে আনার দাবির পাশাপাশি আগাম নির্বাচনের আহ্বানও জানান।

এছাড়া হাজার হাজার ইসরায়েলি সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের কাছে এবং হাইফায়ও হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছেন।

আনাদোলু বলছে, হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের প্রকাশিত একটি ভিডিওতে গাজায় আটক দুই বন্দিকে ইসরায়েলি সরকারের কাছে তাদের মুক্তি নিশ্চিত করার জন্য বন্দি বিনিময় চুক্তি করার দাবি জানাতে দেখা যাওয়ার পর ইসরায়েলে বিক্ষোভ আরও তীব্র হয়েছে।

ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ভিডিওটির প্রতিক্রিয়ায় বন্দিদের পরিবার এক বিবৃতিতে বলেছে: ‘ইসরায়েলকে অবশ্যই রাফাহ (আক্রমণ) বা (হামাসের সাথে) চুক্তির মধ্যে যেকোনও একটি বেছে নিতে হবে।’

এছাড়া এই পরিবারগুলো গাজায় আটক বন্দিদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে, এমনকি যুদ্ধের অবসান ঘটিয়ে হলেও এই পথে হাঁটার দাবি জানিয়েছে তারা।

তেল আবিব বিশ্বাস করে, গাজায় এখনও ১৩৪ জন ইসরায়েলি বন্দি আটক রয়েছে। অন্যদিকে ইসরায়েল তার কারাগারগুলোতে প্রায় ৯ হাজার ফিলিস্তিনিকে আটকে রেখেছে।

অবশ্য ইসরায়েলি মিডিয়া ২৪০ থেকে ২৫৩ ইসরায়েলি বন্দির গাজায় আটক থাকার কথা বলে থাকে। যার মধ্যে তিনজনকে ইসরায়েল মুক্ত করেছিল এবং ১০৫ জনকে হামাস গত বছরের নভেম্বরে বন্দি বিনিময় চুক্তির সময় মুক্তি দিয়েছিল। এছাড়া ইসরায়েলি হামলার কারণে আরও ৭০ জন বন্দির নিহত হওয়ার কথা বলে থাকে হামাস।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা সমাধানের আহবান আইডিইবি কুমিল্লার নেতৃবৃন্দের

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমস্যা সমাধানের আহবান আইডিইবি কুমিল্লার নেতৃবৃন্দের

শরণখোলায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত, আহত ৭

শরণখোলায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত, আহত ৭

সিন্দাবাদের দৈত্য হয়ে বর্তমান সরকার জনগণের কাঁধে চেপেছে : জি এম কাদের

সিন্দাবাদের দৈত্য হয়ে বর্তমান সরকার জনগণের কাঁধে চেপেছে : জি এম কাদের

গোলটেবিল বৈঠকে পোশাকখাত সংশ্লিষ্টদের অভিমত প্রতিযোগিতামূলক বাজারে টিকতে তিন চ্যালেঞ্জ

গোলটেবিল বৈঠকে পোশাকখাত সংশ্লিষ্টদের অভিমত প্রতিযোগিতামূলক বাজারে টিকতে তিন চ্যালেঞ্জ

বাংলাদেশকে অঙ্গরাজ্য বানিয়েছে ভারত: রাশেদ প্রধান

বাংলাদেশকে অঙ্গরাজ্য বানিয়েছে ভারত: রাশেদ প্রধান

ময়মনসিংহে ‘সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা

ময়মনসিংহে ‘সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা

রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষ

রাশিয়ার হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষ

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র নিহত

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র নিহত

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য -খুলনায় নির্বাচন কমিশনার

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য -খুলনায় নির্বাচন কমিশনার

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২শ’র বেশি লোকের প্রাণহানি : জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২শ’র বেশি লোকের প্রাণহানি : জাতিসংঘ

রাসিক সাবেক কমিশনার সাইদুজ্জামান খানের মৃত্যু

রাসিক সাবেক কমিশনার সাইদুজ্জামান খানের মৃত্যু

পূর্ণাঙ্গ সড়ক আইন সংসদে পাশের কাছাকাছি: স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্ণাঙ্গ সড়ক আইন সংসদে পাশের কাছাকাছি: স্বরাষ্ট্রমন্ত্রী

হিসাব ব্যবস্থায় সংস্কার প্রয়োজন : অর্থমন্ত্রী

হিসাব ব্যবস্থায় সংস্কার প্রয়োজন : অর্থমন্ত্রী

পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের

পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীদের

বঙ্গবন্ধুর সমাধিতে আইএসইউ উপাচার্যের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে আইএসইউ উপাচার্যের শ্রদ্ধা

নরসিংদীতে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

স্মার্ট বাংলাদেশ গঠনে যুগোপযোগী ও কর্মদক্ষ যুবসমাজের কোন বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গঠনে যুগোপযোগী ও কর্মদক্ষ যুবসমাজের কোন বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

মণিপাল হসপিটালসে একীভূত আমরি ও মেডিকা সিনার্জি হাসপাতাল

মণিপাল হসপিটালসে একীভূত আমরি ও মেডিকা সিনার্জি হাসপাতাল

নারী নির্যাতন মামলায় ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন অভিযোগকারী

নারী নির্যাতন মামলায় ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করতে পারবেন অভিযোগকারী

বাইডেন অবিলম্বে ইসরায়েলকে দেওয়া সকল সহায়তা বন্ধ করতে ইচ্ছুক : ট্রাম্প

বাইডেন অবিলম্বে ইসরায়েলকে দেওয়া সকল সহায়তা বন্ধ করতে ইচ্ছুক : ট্রাম্প