দুই পর্ব ভোটের পর যে কারণে বিজেপির কপালে দুশ্চিন্তার ভাঁজ

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫১ এএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫১ এএম

গরমের পারদ যত চড়ছে তত কমছে ভোটের হার। প্রথম পর্বেই ভোট কম পড়েছিল। আর গত শুক্রবার দ্বিতীয় পর্বে তো প্রথম পর্বের চেয়েও আট শতাংশ ভোট কম পড়েছে। যাতে রীতিমতো দুশ্চিন্তায় বিজেপি নেতৃত্ব।

প্রথম দুটি দফায় দেশের মোট আসনের প্রায় ৩৫ শতাংশ আসনে ভোট হয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশের ১৭টি আসন। এলাকাটি জাঠ ও মুসলিম অধ্যুষিত হওয়া সত্ত্বেও গতবার ১৭টির মধ্যে দশটি আসন জিতে নিতে সক্ষম হয়েছিল বিজেপি। যে কারণে সার্বিক ভাবে উত্তরপ্রদেশে ভারো ফল করে দল। বিজেপি নেতৃত্ব খুব ভারো করেই জানেন, ক্ষমতা ধরে রাখতে গেলে উত্তরপ্রদেশের আশিটি আসনের মধ্যে অন্তত সত্তরটিতে জিততে হবে দলকে। কিন্তু প্রথম দুটি পর্বে যেভাবে যাদব ও সংখ্যালঘু সমাজ ভোটের লাইনে দাঁড়িয়েছে, তুলনায় গেরুয়া সমর্থকদের সেভাবে খুঁজে না পাওয়ায় অশনি সংকেত দেখছেন বিজেপি নেতারা। বিশেষত রাজপুত-ক্ষত্রিয় সমাজ যেভাবে উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে তা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

রাজপুতদের পাশে থাকার বার্তা দিতে রাজনাথ সিংহের ছেলে পঙ্কজ সিংহকে বিক্ষোভকারীদের কাছে পাঠিয়েছিল দল। কিন্তু তাতেও বিশেষ যে লাভ হয়নি তা গত শুক্রবারের ভোটেই স্পষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করছে দল। উত্তরপ্রদেশে এখন পাঁচ দফায় ভোট বাকি রয়েছে। রাজ্যের সবক’টি আসনে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোট দেওয়ার ডাক দিয়েছে রাজপুত সমাজ। দ্রুত রাজপুতদের ওই ক্ষোভ সামলাতে না পারলে দলকে যে সেই মাসুল ভোটের বাক্সে গুণতে হবে তা বিলক্ষণ বুঝতে পারছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।

সমস্যা হলো কেবল উত্তরপ্রদেশেই নয়, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, কার্যত গো-বলয়ের সব রাজ্যে বিজেপির উপরে ক্ষুব্ধ রাজপুত-ক্ষত্রিয় সমাজ। যাদের পাশে টানাই আগামী দিনে বড় চ্যালেঞ্জ হতে চলেছে নরেন্দ্র মোদী-অমিত শাহদের।

প্রথম দফা নির্বাচনে ভোটের হার কম দেখে আশঙ্কায় ভুগছিলেন বিজেপি নেতৃত্ব। দ্বিতীয় দফার পরে রীতিমতো অস্বস্তিতে কেন্দ্রের শাসক দল। প্রাথমিক ভাবে দল মনে করছে, দলের তৃণমূল স্তরের নেতৃত্বের একাংশ কাজ করছেন না। পাশাপাশি ভোটারদের উদাসীনতা এ বারের নির্বাচনে চোখে পড়ার মতো। চলতি নির্বাচনে মোদী ঝড় না থাকায় আমজনতা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে বেরুচ্ছেন না বলেই মনে করছে গেরুয়া শিবির। সে ক্ষেত্রে আগামী পর্বগুলোতে গেরুয়া সমর্থকদের কি ভাবে ভোটের লাইনে টেনে আনা যায় সেই সমাধান সূত্র খুঁজে বের করাই এখন প্রধান লক্ষ্য বিজেপির।
বিজেপি নেতৃত্বের একাংশের বিশ্লেষণ, গত শুক্রবারের দিনটি গো-বলয়ের মানুষের কাছে শুভ দিন ছিল। বিবাহের দিন থাকায় বহু পরিবার ভোট দিতে ঘর থেকে বেরোয়নি বলেই মনে করা হচ্ছে। তাই ভোটের হার কমেছে।

প্রথম পর্বের ভোটের আগে সেই অর্থে ভোটের প্রচারে হিন্দু-মুসলিম প্রসঙ্গ উঠতে দেখা যায়নি। কিন্তু প্রথম দফায় ভোটের হার দেখে দ্বিতীয় দফার প্রচারে তীব্র মেরুকরণের পথে হাঁটেন নরেন্দ্র মোদী ও তার দলের নেতারা। কিন্তু তাতেও যে বিশেষ লাভ হয়েছে এমনটি অন্তত দ্বিতীয় পর্বের ভোটের পরে মনে করছে না দল। এই পরিস্থিতিতে আগামী দিনে মেরুকরণের রাজনীতিই প্রাধান্য পাবে না কি মানুষকে পাশে নতুন কোনো প্রচারের পথে হাঁটবে বিজেপি সেটাই এখন দেখার। -আনন্দবাজার


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি, টাকা জরিমানা দিলেন তনি!

গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি, টাকা জরিমানা দিলেন তনি!

জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণ চাকমার ইউসিবিতে যোগদান

জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণ চাকমার ইউসিবিতে যোগদান

জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পোশাক শিল্পের কাস্টমস সংক্রান্ত সমস্যা সমাধানে কাস্টমস হাউস চট্টগ্রামকে বিজিএমইএ সভাপতির আহবান

পোশাক শিল্পের কাস্টমস সংক্রান্ত সমস্যা সমাধানে কাস্টমস হাউস চট্টগ্রামকে বিজিএমইএ সভাপতির আহবান

রাজশাহীতে পেনশন স্কিম সচেতনতা কার্যক্রমে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ

রাজশাহীতে পেনশন স্কিম সচেতনতা কার্যক্রমে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ

ইবনে তুফাঈল; বিশ্বের প্রথম দর্শন ভিত্তিক উপন্যাসের রচয়িতা

ইবনে তুফাঈল; বিশ্বের প্রথম দর্শন ভিত্তিক উপন্যাসের রচয়িতা

৩১ মে’র মধ্যে বাকি কর্মীদের মালয়েশিয়ায় প্রেরণে প্রক্রিয়া চলছে -বায়রা নেতৃবৃন্দের সাথে প্রবাসী প্রতিমন্ত্রী

৩১ মে’র মধ্যে বাকি কর্মীদের মালয়েশিয়ায় প্রেরণে প্রক্রিয়া চলছে -বায়রা নেতৃবৃন্দের সাথে প্রবাসী প্রতিমন্ত্রী

নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি: শান্ত

নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি: শান্ত

সাকিব-মাহমুদুল্লাহকে যথার্থ বিদায় দিতে চান শান্ত

সাকিব-মাহমুদুল্লাহকে যথার্থ বিদায় দিতে চান শান্ত

প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি ওয়ানপ্লাস ডিভাইস উন্মোচন

প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি ওয়ানপ্লাস ডিভাইস উন্মোচন

মহেশখালী শাপলাপুরে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জেলের মৃত্যু

মহেশখালী শাপলাপুরে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জেলের মৃত্যু

সিঙ্গাপুরে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের বিনিয়োগ রোডশো

সিঙ্গাপুরে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের বিনিয়োগ রোডশো

কমিউনিটি ব্যাংক-এর ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক-এর ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জগন্নাথে হলের খাবারে তেলাপোকা-মাছি, ছাত্রীদের ক্ষোভ

জগন্নাথে হলের খাবারে তেলাপোকা-মাছি, ছাত্রীদের ক্ষোভ

দুই বছর তিন মাস পর শপথ নিলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী

দুই বছর তিন মাস পর শপথ নিলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসারকে বদলী

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসারকে বদলী

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ প্রার্থী

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ প্রার্থী

জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় ইমরান খানের জামিন

জমি সংক্রান্ত দুর্নীতির মামলায় ইমরান খানের জামিন

ব্রাহ্মণবাড়িয়া মন্দিরভিত্তিক শিক্ষা থেকে বছরের প্রস্তুত হয় ২৭৩০ শিশু

ব্রাহ্মণবাড়িয়া মন্দিরভিত্তিক শিক্ষা থেকে বছরের প্রস্তুত হয় ২৭৩০ শিশু

তিন বছর ধরে সেই কলেজছাত্রের পরিবারকে হয়রানি করছে গোদাগাড়ী মডেল থানার এসআই আতিকুর।

তিন বছর ধরে সেই কলেজছাত্রের পরিবারকে হয়রানি করছে গোদাগাড়ী মডেল থানার এসআই আতিকুর।