তাইওয়ান ঘিরে চীনের ব্যাপক সামরিক মহড়া শুরু

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৩ মে ২০২৪, ০৯:৪১ এএম | আপডেট: ২৩ মে ২০২৪, ০৯:৪১ এএম

তাইওয়ানের চারপাশে সমুদ্র ও আকাশে ব্যাপক পরিসরে সামরিক মহড়া শুরু করেছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি দেশটির রাজধানী তাইপেই পৌঁছানোর পর সামরিক মহড়া চালানোর পরিকল্পনা শুরু করে চীন। একইসঙ্গে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করে বেইজিং।

এই সামরিক মহড়ার তীব্র সমালোচনা করেছে তাইওয়ান। এটি জাতিসংঘের নিয়ম লঙ্ঘন করে তাদের অঞ্চল অতিক্রম করেছে এবং দেশটির আকাশ ও সমুদ্র পথ অবরোধ করছে বলেও জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে তাইওয়ান প্রণালীর পাশাপাশি তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব এবং সেইসাথে কিনমেন, মাতসু, উকিউ এবং ডংগিন দ্বীপের চারপাশের এলাকায় মহড়া শুরু করে।

চীনের সামরিক বাহিনীর মুখপাত্র লি শি বলেছেন, ‘তাইওয়ানের স্বাধীনতা’ বাহিনীর বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের জন্য কঠোর শাস্তি এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে কঠোর সতর্কতা’ হিসেবে যৌথ এই মহড়া চালানো হচ্ছে।

উইলিয়াম লাই চিং-তে গত সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার তিন দিন পরে এই মহড়া শুরু করল চীন। শপথ নেওয়ার পর বেইজিংকে এই দ্বীপের প্রতি ‘ভীতি প্রদর্শন’ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। মূলত চীন এই দ্বীপ ভূখণ্ডকে তার নিজের অংশ বলে দাবি করে থাকে।

অবশ্য তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীকরণের লক্ষ্য অর্জনের জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনার বিষয়টিও অস্বীকার করে না বেইজিং। এছাড়া লাই প্রেসিডেন্ট হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। কারণ তাইওয়ানের নতুন এই প্রেসিডেন্টকে ‘সমস্যা সৃষ্টিকারী’ এবং ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে থাকে চীন।

শপথ গ্রহণের পর গত সোমবার জনসাধারণের উদ্দেশে নিজের প্রথম ভাষণে লাই বলেন, ‘তাইওয়ান একটি সার্বভৌম এবং স্বাধীন দেশ যার সার্বভৌমত্ব জনগণের মধ্যে রয়েছে’। একইসঙ্গে তার সরকার তাইওয়ানের গণতন্ত্র ও স্বাধীনতার বিষয়ে কোনও ছাড় দেবে না বলেও জোর দেন তিনি।

এসময় তিনি বেইজিংকে ‘তাইওয়ানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে’ এবং ‘তাইওয়ান প্রণালী ও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার’ জন্য আহ্বান জানান।

আর এর পরের দিন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার এই বক্তব্যের নিন্দা করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজাখস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ওয়াংকে উদ্ধৃত করে বলেছে, ‘লাই চিং-তে এবং অন্যদের কুৎসিত কর্মকাণ্ড যারা জাতি এবং তাদের পূর্বপুরুষদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তা লজ্জাজনক।’
তিনি আরও বলেন, (বিচ্ছিন্ন ভূখণ্ডের সঙ্গে) চীনের ‘পুনর্মিলন’ এবং তাইওয়ানকে ‘মাতৃভূমিতে ফিরিয়ে আনা’ থেকে বেইজিংকে কিছুই আটকাতে পারবে না। ‘তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদীদের সকলেই ইতিহাসে লজ্জার স্তম্ভে স্থান পাবে’।

এদিকে বুধবার প্রকাশিত সম্পাদকীয়তে চীনের রাষ্ট্র-চালিত গ্লোবাল টাইমস ট্যাবলয়েড প্রেসিডেন্ট হিসাবে লাইয়ের প্রথম বক্তৃতাকে ‘অপরাধী আচরণ’ হিসাবে বর্ণনা করেছে এবং দাবি করেছে, তার এই বক্তৃতা ‘শত্রুতা এবং উস্কানি, মিথ্যা এবং প্রতারণাতে ভরপুর’।

চীনের সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার শুরু হওয়া এই মহড়ায় যৌথ সমুদ্র-আকাশপথে যুদ্ধ-প্রস্তুতি টহল, মূল লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা এবং দ্বীপ চেইনের অভ্যন্তরে ও বাইরে সমন্বিত অভিযানের ওপর ফোকাস করা হয়েছে।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইরানে জনপ্রিয় গায়ক সালেহির মৃত্যুদণ্ডের সাজা বাতিল

ইরানে জনপ্রিয় গায়ক সালেহির মৃত্যুদণ্ডের সাজা বাতিল

আয়রন ডোমের দুর্বলতা নিয়ে আমেরিকার উদ্বেগ

আয়রন ডোমের দুর্বলতা নিয়ে আমেরিকার উদ্বেগ

টানা দুই হ্যাটট্রিকের অনন্য রেকর্ড কামিন্সের

টানা দুই হ্যাটট্রিকের অনন্য রেকর্ড কামিন্সের

চীন একতরফা জাপানি নিষেধাজ্ঞার বিরোধিতা করে: মুখপাত্র

চীন একতরফা জাপানি নিষেধাজ্ঞার বিরোধিতা করে: মুখপাত্র

মার্কিন সংস্থার পুরস্কার প্রত্যাহার : মাহার সাহসী জবাব

মার্কিন সংস্থার পুরস্কার প্রত্যাহার : মাহার সাহসী জবাব

এবার হজে এত বেশি হাজির মৃত্যু হওয়ার কারণ কী?

এবার হজে এত বেশি হাজির মৃত্যু হওয়ার কারণ কী?

পারমাণবিক অস্ত্রের বিকাশ অব্যাহত রাখবে রাশিয়া : পুতিন

পারমাণবিক অস্ত্রের বিকাশ অব্যাহত রাখবে রাশিয়া : পুতিন

প্রেমিকের বাড়িতে ৪ দিন অবস্থানের পর প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের বাড়িতে ৪ দিন অবস্থানের পর প্রেমিকার আত্মহত্যা

ডি ব্রুইনা-টিয়েলম্যানসের গোলে আসরের প্রথম জয় বেলজিয়ামের

ডি ব্রুইনা-টিয়েলম্যানসের গোলে আসরের প্রথম জয় বেলজিয়ামের

ডি ব্রুইনা-টিয়েলম্যানসের গোলে আসরের প্রথম জয় বেলজিয়ামের

ডি ব্রুইনা-টিয়েলম্যানসের গোলে আসরের প্রথম জয় বেলজিয়ামের

বাংলাদেশের অসহায় আত্মসমর্পন

বাংলাদেশের অসহায় আত্মসমর্পন

প্রতিবছর বন্যায় বাংলাদেশের ক্ষতি এক বিলিয়ন ডলার

প্রতিবছর বন্যায় বাংলাদেশের ক্ষতি এক বিলিয়ন ডলার

আরকানসাসে সুপারশপে গুলিতে নিহত ৩, আহত ১০

আরকানসাসে সুপারশপে গুলিতে নিহত ৩, আহত ১০

ইউএনও-ডিসিতে এতো মধু!

ইউএনও-ডিসিতে এতো মধু!

অফিসে এক মিনিট দেরিতে এলেও ‘শাস্তি’

অফিসে এক মিনিট দেরিতে এলেও ‘শাস্তি’

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ পরিবেশ মন্ত্রণালয়ের

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ পরিবেশ মন্ত্রণালয়ের

কালো টাকা সাদা করার সুযোগে বৈধ করদাতাদের অনীহা তৈরি হবে

কালো টাকা সাদা করার সুযোগে বৈধ করদাতাদের অনীহা তৈরি হবে

তুরষ্কের বিপক্ষে অনায়াস জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

তুরষ্কের বিপক্ষে অনায়াস জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

সূর্যোদয়ের পর ফজরের নামাজ পড়লে সুন্নাত পড়া প্রসঙ্গে।

সূর্যোদয়ের পর ফজরের নামাজ পড়লে সুন্নাত পড়া প্রসঙ্গে।

আর্জেন্টিনা-কানাডা ম্যাচ ঘিরে বর্ণবাদী আচরণ, তদন্তে কনকাকাফ

আর্জেন্টিনা-কানাডা ম্যাচ ঘিরে বর্ণবাদী আচরণ, তদন্তে কনকাকাফ