বাংলাদেশের অসহায় আত্মসমর্পন
২৩ জুন ২০২৪, ১২:৫৫ এএম | আপডেট: ২৩ জুন ২০২৪, ১২:৫৫ এএম
বাঁহাতি পেসের বিপক্ষে সম্প্রতি দূর্বলতা ফুটে উঠেছে রোহিত শর্মার। অন্তত এবারের টি-টোয়েন্টি বিশ^কাপে ভারতীয় অধিনায়কের এই দূর্বলতা প্রকাশ পেয়েছে মোটা দাগে। যেটা জানে সকলেই। সেই সাথে বিরাট কোহলিও ভুগছেন রান না পাওয়ার যন্ত্রণায়। তবে এ ব্যপারটি কী লক্ষ্য করেনি বাংলাদেশ ক্রিকেট দলের কেউই! নইলে টস জিতে সুযোগ পাওয়ার পরও দুই প্রান্তেই কেন স্পিন দিয়ে শুরু করবে চন্ডিকা হাথুরুসিংহের দল! সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রতিপক্ষ ভারতের মতো বড় দলের বিপক্ষে যে সিদ্ধান্ত বিস্মিত করেছে খোদ ইংলিশ ক্রিংবদন্তি মাইকেল ভনকেও। কোনো ভনিতা না করে দু’ওভার খেলা দেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সাবেক এই ওপেনিং গ্রেট লিখেছেন, ‘বাংলাদেশ টস জিতে বোলিং নিয়েছে একটি দিনের ম্যাচে!!! আক্রমণের শুরুটাও করেছে দু’জন স্পিনার দিয়ে.. ফিজকে (মুস্তাফিজুর রহমান) ব্যবহার করা হলো না, যখন বিশে^র সেরা দুই ওপেনার ভুগছেন বাঁ’হাতি পেস বোলিংয়ে... সত্যিই দেখতে খারাপ লাগছে..।’
গতকাল অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরুটা করেছিলেন অফ স্পিনার শেখ মেহেদী হাসান। পরের ওভারে বল হাতে এসেছিলেন সাকিব আল হাসান। মেহেদীর বোলিংয়ে সিøপ রাখা হলেও সাকিবের বোলিংয়ে তা ছিল না। প্রথম ওভারের শেষ বলে টপ-এজে চার পেয়েছিলেন রোহিত। পরের ওভারে সাকিব দিয়েছেন ১৫ রান। প্যাডের ওপর পেয়ে সুইপ করে চার মারেন রোহিত, কোহলি ছক্কা মারেন লং অন দিয়ে। ভন যখন পোস্টটি করেছেন ২ ওভারে ভারতের রান তখন বিনা উইকেটে ২৩। এরই সাথে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ওপেনিং জুটি পেয়ে যায় ভারত। আগের সর্বোচ্চ ২২ রান এসেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে।
মাচের শুরুতে ভনের সেই খারাপ লাগা দিনে শেষে বিষাদে পরিণত হয় বাংলাদেশ শিবিরে। রোহিত-কোহলির সেই গাঁথুনিতে পাওয়া আত্মবিশ^াসে ভর করে ভারত পায় আসরে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫ উইকেটে ১৯৬। জবাবে ৮ উইকেটে ১৪৬ রান করতে পারা বাংলাদেশ ম্যাচ হেরেছে ৫০ রানে। পরপর দুই পরাজয়ে কার্যত সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেল বাংলাদেশ। আজ ভোরে যদি আফগানিস্তানকে হারিয়ে থাকে অস্ট্রেলিয়া, তাহলে সেটিও নিশ্চিত হয়ে যাবে। তখন সেমিফাইনাল নিশ্চিত হবে অস্ট্রেলিয়া ও ভারতের। এতক্ষণে নিশ্চয়ই জেনেও গেছেন কি ঘটেছে শান্ত-সাকিবদের ভাগ্যে।
তার আগে নিজেদের কাজটিও যে করতে পারেনি বাংলাদেশ। অ্যান্টিগায় বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকে একবারও মনে হয়নি জিততে পারে বাংলাদেশ। লিটন কুমার দাস (১৩ বলে ১০) আরও একবার হতাশ করেন। আগের ম্যাচে ব্যর্থ তানজিদ হাসান তামিম ২৯ রান করতে খেলেন ৩১ বল। সাকিব আল হাসান (৭ বলে ১১) চেষ্টা করেও বাড়াতে পারেননি রানের ঝুলি, রানের ধারাবাহিক রানের মাঝে থাকা তাওহীদ হৃদয়ও (৬ বলে ৪) এদিন দিতে পারেননি ভারতের আঁটসাঁট বোলিংয়ের জবাব, উইকেটে টিকে থাকার লড়াই করতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদরাও (১৫ বলে ১৩) পাননি রানের দেখা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩২ বলে ৪০ ও রিশাদ হোসেনের ১০ বলে ২৪ রানের সৌজন্যে পরাজয়ের ব্যবধান কিছুটা কমেছে কেবল এই যা। বল হাতে কুলদিপ যাদব ১৯ রানে নেন ৩ উইকেট। ১৩ রানে জাসপ্রিত বুমরাহ ধরেন ২ শিকার। ব্যাট হাতে ২৭ বলে অপরাজিত ৫০ রানের পর বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হার্দিক পান্ডিয়া। তবে কার্যকর ইনিংস উপহার দেন রোহিত (১১ বলে ২৩), কোহলি (২৮ বলে ৩৭) ও শিভাম দুবে (২৪ বলে ৩৪)।
অথচ কয়েক বছর ধরে বাংলাদেশ দল ভারতকে দারুণ চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে, চোখে চোখ রেখে লড়াই করার সাহস দেখিয়ে যাচ্ছে। যার ফল, রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে দুটি দ্বিপক্ষীয় সিরিজ জয় এবং বেশ কয়েকটি ম্যাচে ভারতীয়দের কঠিন পরীক্ষায় ফেলা। কিছু ম্যাচ তো ভারত-পাকিস্তান দ্বৈরথের চেয়েও বেশি রোমাঞ্চকর ও বারুদে ঠাসা ছিল। ২০১৬ সালে বেঙ্গালুরুতে ১ রানের হার কিংবা গত আসরে অ্যাডিলেইডে ৫ রানে, টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দলের সবশেষ দুটি লড়াই ছিল তুমুল উত্তেজনাময়। রোমাঞ্চ আর বিতর্ক মিলিয়ে মসলা ছিল প্রচুর। আলোচিত সেই দ্বৈরথ এবার পুরোই পানসে। না দেখা গেল কোনো ক্রিকেটীয় উত্তেজনা, না হলো কোনো বিতর্ক। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তেমন মাথা উঁচু করে দাঁড়াতেই পারল না বাংলাদেশ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মির্জাপুরে পাল্টাপাল্টি হামলায় আহত ৮
বান্দরবানে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
কামরাঙ্গীরচরে চালু হচ্ছে ন্যায্যমূল্যের জনতার বাজার
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগাই প্রাণ গেল মোটরসাইকেল চালকের
‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’
তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেগমগঞ্জ বিজয়ী
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না: খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের
চাঁদপুরে ইলিশ গবেষণার নামে ৩৪ কোটি টাকা অপচয়
পঞ্চগড়ে গণসমাবেশে বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মার্কিন সংবাদ সম্মেলনে সাংবাদিক অপসারণ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ক্ষোভ
অল্পতেই গুটিয়ে গেল পাকিস্তান
দয়া করে চোরদের আর আর ভোট দেবেন না : উপদেষ্টা সাখাওয়াত
প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেয়া হবে : উপদেষ্টা নূরজাহান বেগম
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস