সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
০৪ জানুয়ারি ২০২৫, ০২:৪১ পিএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ০২:৪২ পিএম
সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো শাসক আহমেদ আল-শারার সঙ্গে শুক্রবার দামেস্কে সাক্ষাত করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর ইউরোপের এ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শারার এটাই প্রথম বৈঠক।
স্থানীয় সময় শুক্রবার সকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারোত দেশটির রাজধানী দামেস্কে পৌঁছান। এরপরই সামাজিক মাধ্যম এক্সে সিরিয়ার জনগণের প্রতি ফ্রান্স ও জার্মানির সংহতির কথাও জানান ব্যারোত। তিনি বলেন, সিরিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন।
একইদিন তারা বৈঠক করেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল-শারার সঙ্গে। ইউরোপীয়ান ইউনিয়নের পক্ষ থেকে সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে শান্তিপূর্ণ করতে শারার প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক জানান, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
তিনি বলেন, সিরিয়ার পরিবর্তনের জন্য ইউরোপের সমর্থন চাইলে নতুন সরকারে কুর্দী ও নারীদেরকেও রাখতে হবে। ইউরোপ সিরিয়াকে সমর্থন করবে কিন্তু নতুন কোনো ইসলামিক কাঠামোর জন্য সমর্থন করবেনা বলেও মন্তব্য করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, বছরের পর বছর নিপীড়ন, যুদ্ধ ও নির্যাতনের পর, সিরিয়ার জনগণ অবশেষে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমি এখানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানাচ্ছি, ইউরোপ শান্তিপূর্ণ, মুক্ত নতুন সিরিয়া গড়তে সাহায্য করতে চায়।
এদিন বাশার আল-আসাদের কুখ্যাত সেদনায়া কারাগার পরিদর্শনে যান ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। এসময় কারাগারে বন্দিদের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের কথা তাদের জানাস সিরীয় প্রশাসনের প্রতিনিধিরা।
এদিকে, শুক্রবার সিরিয়ার হোমস শহরে বাশার আল-আসাদের সমর্থনকারী যোদ্ধাদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সিরিয়ার ক্ষমতাসীন দল হায়াত তাহরির-আল শামের যোদ্ধাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আল-শারার হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী গত ৮ ডিসেম্বর দামেস্ক দখল করে। আল-কায়েদার সঙ্গে অতীতে সম্পর্ক থাকায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বেশিরভাগ পশ্চিমা দেশ এইচটিএসকে ‘সন্ত্রাসী’ হিসেবে দেখে আসছে।
তবে সিরিয়া জয়ের পর গোষ্ঠীটির সঙ্গে দ্রুতই কূটনৈতিক যোগাযোগ জোরদার করে পশ্চিমা দেশগুলো। তারই অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের দুই গুরুত্বপূর্ণ দেশ জার্মানি ও ফ্রান্সের শীর্ষ কূটনীতিকরা সিরিয়া সফর করছেন। সূত্র: আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রাঙামাটিতে রাবিপ্রিবি'তে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে খালেদা জিয়াকে: ডা. জাহিদ
ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত
মালয়েশিয়ার আদালতে গৃহবন্দির আদেশে জয় পেলেন নাজিব রাজাক
চকরিয়ায় মহেশখালীর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
ঠোঁট মোটা করতে লাগালেন মরিচ, ভাইরাল ইনফ্লুয়েন্সার
টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
সীমান্তাঞ্চলে কৃষিতে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিচ্ছে ‘আনারস চাষ’
মাগুরায় শহীদ রাব্বির কন্যা শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান
নোয়াখালীতে চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার
কুলাউড়ায় টিলা কাটা ও বালু উত্তোলনের দায়ে আটক-১
ইউক্রেনের ঘাঁটি কুরাখোভ রাশিয়ার নিয়ন্ত্রণে : মস্কো
আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ , সিউলে ব্লিংকেনের উপস্থিতির মাঝে উত্তেজনা বৃদ্ধি
ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু
ফুলকপি উৎপাদন খরচ ১৫ টাকা বিক্রি ৫ টাকা: মাঠেই কেটে ফেলে রাখছে চাষিরা
ফ্যাসিস্ট হাসিনার প্রতি খালেদা জিয়ার যে মহানুভবতায় বিস্মিত আসিফ নজরুল
পঞ্চগড়ে শিবিরের নেতৃত্বে জুলফিকার-রাশেদ
নির্মাণের ৩৬ বছরে মেরামত হয়নি ভোলা বাস টার্মিনাল
সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের মাঝে এডভোকেট ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ