নির্মাণের ৩৬ বছরে মেরামত হয়নি ভোলা বাস টার্মিনাল
০৬ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম
প্রায় ৩ একর জমির ওপর ১৯৮৮ সালের দিকে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল নির্মাণ করা হয় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। ১৯৯৬ সালের দিকে আনুষ্ঠানিকভাবে টার্মিনাল দিয়ে বাস চলাচল শুরু হয়।
নির্মাণের প্রায় ৩৬ বছরেরও মেরামত করা হয়নি। বর্তমানে টার্মিনালটি জরাজীর্ণ,খানা খন্দকে ব্যাবহার অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প কোনো টার্মিনাল না থাকায় এখন এটি ব্যবহার করা হচ্ছে। ভাঙা ও খানাখন্দে ভরা সড়ক দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে প্রায় শতাধিক বাস যাতায়াত করছে।
এছাড়া টার্মিনালের চারদিকে নিরাপত্তা দেওয়াল ভেঙে যাওয়ায় চুরির আতঙ্কে থাকতে হচ্ছে বাস মালিক ও শ্রমিকদের। যাত্রী ছাউনি না থাকায় সড়কে অপেক্ষা করতে গিয়ে ঝুঁকিতে থাকতে হচ্ছে যাত্রীদের। এছাড়া পাবলিক টয়লেট না থাকায় চরম বিপাকে পড়েন নারী যাত্রীরা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন প্রতিদিন প্রায় ১৫-২০ হাজার যাত্রী।
টার্মিনালে গিয়ে জানা গেছে, ৩৬ বছর আগে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। এই টার্মিনাল দিয়ে প্রতিদিন পাঁচটি রুটের শতাধিক বাস যাতায়াত করে। কিন্তু ভোলার গুরুত্বপূর্ণ বাস টার্মিনালটি নির্মাণের বহু বছর কেটে গেলেও সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে। টার্মিনালের সড়ক ভেঙে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। ভেঙে গেছে চারপাশের নিরাপত্তা দেওয়াল। নেই যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেটও।
যাত্রী মো. আশরাফ আলী, মো. ইয়াছিন, অজিৎ চন্দ্র রায় ও মো. মাকসুদুর রহমান বলেন, আমাদের ভোলা সদর থেকে অন্যসব উপজেলায় বাসে যাতায়াত করতে হলে এই টার্মিনাল দিয়েই যেতে হয়। কিন্তু টার্মিনালে গিয়ে টিকিট কেটে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এখানে কোনো যাত্রী ছাউনি নেই। রোদ-বৃষ্টি ও ঝড় যাই হোক না কেন যাত্রীদের আশ্রয়ের কোনো ছাউনি নেই।
তারা আরও বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা বিপদজ্জনক। কখন বাস এসে ধাক্কা দেয়, তারপরও আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নেই কোনো খাবারের হোটেল। আমরা চাই টার্মিনালটি দ্রুত আধুনিক বাস টার্মিনালে রূপান্তর করা হোক।
নারী যাত্রী সুমি বেগম, তৃষ্ণা রানী বর্ণিক ও সুমাইয়া আক্তার বলেন, এই টার্মিনালে নারীদের কোনো নিরাপত্তা নেই। বাচ্চাদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এ দুর্ভোগ দ্রুত সমাধান করা উচিত।
বাসচালক মো. সুমন, মো. ইলিয়াস ও মো. শামিম হোসেন জানান, টার্মিনালের সড়ক ভাঙা, বড় বড় খানা-খন্দের কারণে বাস ভেতরে প্রবেশ ও বের করতে কষ্ট হয়। যে কোনো সময় বাস উল্টে যেতে পারে। গর্তে বাস পরে যন্ত্রাংশেরও ক্ষতি হয়। এছাড়া দেওয়াল ভেঙে যাওয়ায় প্রতিদিন বাসের বিভিন্ন যন্ত্রাংশ ও তেল মবিল চুরি হয়ে যায়।
ভোলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, বাসস্ট্যান্ডটি ব্যবহারের অনুপযোগী হওয়ার পরেছে। কিন্তু বিকল্প কোনো স্ট্যান্ড না থাকায় এটি ব্যবহার করা হচ্ছে। টার্মিনালটিকে দ্রুত একটি আধুনিক টার্মিনাল করা অতি জরুরী।
ভোলা পৌর সভার নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দিন আরজু বলেন, আপাতত বীরশ্রেষ্ঠ বাস টার্মিনালের সড়ক ব্যবস্থা, ড্রেন ও সড়ক বাতির উন্নয়নের জন্য একটি ছোট প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদন হলে কাজগুলো করা সম্ভব হবে। এছাড়াও পরবর্তীতে বাসস্ট্যান্ডটি একটি আধুনিক বাসস্ট্যান্ডে রূপান্তরিত করা হবে।
১৯৯৬ সালের দিকে আনুষ্ঠানিকভাবে টার্মিনাল দিয়ে বাস চলাচল শুরু হয়।
জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ইনকিলাবকে জানান আমিও জানতে পেরেছি ভোলা বাস টার্মিনালটি খুবই খারাপ অবস্থা। দীর্ঘ বছর পর্যন্ত কোন সংস্কার কাজ না হয়নায় যাত্রীদের সমস্যা হচ্ছে। এবিষয়ে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল