গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
১০ জানুয়ারি ২০২৫, ০৮:১৬ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:১৯ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলি হামলায় প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু ঘটছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। গত ২৪ ঘন্টায় ইসরাইলি বর্বর হামলায় কমপক্ষে আরও নিহত ৭০ ফিলিস্তিনি। এতে করে উপত্যকাটতে নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে।এই মানবিক বিপর্যয়ের মধ্যে সাধারণ মানুষ টিকে থাকার জন্য চরম লড়াই করছে।
২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম নয় দিনে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ৪৯০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। বৃহস্পতিবার(০৯জানুয়ারি) ভোর থেকে শুরু হওয়া একাধিক হামলায় নিহত হয়েছে ৭০ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে ৪৬,০০৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০৯,৩৭৮ জন আহত হয়েছেন। এই সংঘাতের সূত্রপাত ঘটে হামাসের নেতৃত্বাধীন এক আক্রমণের পর, যেখানে ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি বন্দী হন।
গাজার যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রতিদিনের বোমা বর্ষণের মধ্যে জীবন রক্ষা করা অনেকের জন্যই "বেঁচে থাকার যুদ্ধ" হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় ৭০ জন নিহত হয় বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা সূত্র। ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ২৪৭ জন প্রতিরোধ যোদ্ধাকে আটক করা হয়েছে। তিনি তাদের "আইনবহির্ভূত" হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছে। তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে অবমাননাকর বলে আখ্যা দিয়েছে। এই নিষেধাজ্ঞা ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
গাজার এই মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের তৎপরতা অত্যন্ত জরুরি। সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার মাধ্যমে সমাধান বের করা ছাড়া আর কোনো বিকল্প নেই। মানুষের জীবন রক্ষার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তথ্যসূত্র : আল-জাজিরা,আনাদোলু এজেন্সি
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর
লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে কমপক্ষে ১০ জন নিহত, সতর্কবার্তা জারি
লাকসামে ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেলের ২ আরোহী নিহত
মালালা ইউসুফজাই পাকিস্তানে মেয়েদের শিক্ষার সম্মেলনে বক্তব্য দেবেন
হলুদ রঙে সেজেছে ক্ষেত
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত
অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান
ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ
উত্তরা থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান
মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫
ইসলামী ভাবধারা প্রচারের নামে মাহফিলে যারা রাজনীতি করছে ধরা খাবে
ভাইরাল পোস্টের প্রচেষ্টায় নিখোঁজ চীনা অভিনেতা উদ্ধার
শৈত্যপ্রবাহে কাঁপছে যে ১০ জেলা
লন্ডন যাওয়া হলো না বিতর্কিত নায়িকা নিপুনের, তাকে রেখে সিলেট ছাড়লো ফ্লাইট !
পাকিস্তানে খনিতে গ্যাস বিস্ফোরণে আটকে পড়েছে ১২ শ্রমিক, উদ্ধারকাজ চলছে
এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ
কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট
দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে
রূপপুর প্রকল্পের ভবন থেকে আরো এক রুশ নাগরিকের লাশ উদ্ধার