গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ১৯ ফিলিস্তিনি
১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৭ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৬ হাজার ৬০০ জনে পৌঁছেছে।
এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৮৪ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৭৩১ জন ব্যক্তিও আহত হয়েছেন।মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১৯ জন নিহত এবং আরও ৭১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
গাজায় মানবিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। এই যুদ্ধবিরতি চুক্তি যদি কার্যকর হয়, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি, আল-জাজিরা
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রের দলিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার, ঘোষণা পরে’
আকাশে আলোর ঝলকানি, সাকরাইন উৎসবে মাতোয়ারা পুরান ঢাকা
বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের ২৮তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন
টিউলিপের বিরুদ্ধে শিগগিরই আসছে ব্রিটিশ তদন্ত প্রতিবেদন
বিশ্বনাথে ‘ব্রেস্ট ক্যান্সার বিষয়ক’ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
ওমরাহ টিকিটে তুঘলকি কান্ড রমজানে টিকিটের দাম ৯০০ ডলার
৮ মহিলাকে যৌন হেনস্তায় অভিযুক্ত বিশ্বখ্যাত সাহিত্যিক
জেদ্দায় হজ-ওমরাহ মেলা পরিদর্শনে ধর্ম উপদেষ্টা
জবি ছাত্রদলের বিবৃতি, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না সংগঠন
শিশুদের জন্য সহায়তায় সেন্ট্রো টেক্স লিমিটেড ও এসওএস শিশু পল্লী বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সম্পন্ন
মাজারে হামলা-হুমকিতে সরকার নিষ্ক্রিয় কেন? : ডা. জাহেদ উর রহমান
মানুষ চায় জনগণের সরকার : আমিনুল হক
বাণিজ্য মেলায় কেনাকাটায় স্বাচ্ছন্দ্য বিকাশ পেমেন্টে, সাথে থাকছে ক্যাশব্যাক-কুপন
সাইবার নিরাপত্তা বিষয়ে যুক্তরাজ্যের স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ নিয়ে এলো ইউসিবিডি
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০তম সভা অনুষ্ঠিত
আলফাডাঙ্গায় ৮ ফিট মাটির নিচে চাপা পড়লেন নির্মাণাধীন শ্রমিক জীবিত উদ্ধার
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন হেড অব লিগ্যাল হলেন মোরশেদ উল্লাহ
শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দিবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট
খেলাধুলা মানুষের মানসিক বিকাশের সহায়তা করে -এম আসকির আলী
সীমান্ত সুরক্ষায় পরশুরামে বিজিবির সচেতনতা সভা