ওমরাহ টিকিটে তুঘলকি কান্ড রমজানে টিকিটের দাম ৯০০ ডলার
১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
মাহে রমজানের দু’মাস আগেই ওমরাহ টিকিট নিয়ে তুঘলকি কান্ড শুরু হয়েছে। মূল্য নির্ধারণে নিয়ন্ত্রণের কোনো কার্যকরী উদ্যোগ না থাকায় দফায় দফায় ওমরাহ টিকিটের দাম বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো। রমজানের ওমরাহ টিকিটের জন্য বাজারে চলছে হাহাকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিস্টেমে টিকিট বিক্রির ঘোষণা দিলেও ওমরাহ এজেন্সিগুলো মাসের পর মাস ঘুরেও সিস্টেমে কোনো ওমরাহ টিকিট পাচ্ছে না। মধ্যপ্রাচ্যগামী বিমানের টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিদেশ গমনেচ্ছু কর্মী ও ওমরাহ যাত্রীদের টিকিট কিনতে নাভিশ্বাস উঠছে। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী কর্মীরা ওয়ানওয়ে টিকিট ৮০ হাজার টাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকায় কিনতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগী একাধিক বিদেশ গমনেচ্ছু কর্মী এ তথ্য জানিয়েছেন। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে এসব দেখার কেউ নেই। বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিটের ভাড়া নিয়ন্ত্রণের কোনো কার্যকরী ব্যবস্থা না থাকায় অহরহ ওমরাহ টিকিটের দাম বাড়ছে। ফলে টিকিটের অতিরিক্ত টাকা যোগাতে ওমরাযাত্রী ও বিদেশ গমনেচ্ছু কর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সাউদিয়া অ্যারাবিয়া এয়ারলাইন্সের প্রধান কার্যালয় থেকে গতকাল সোমবার আগামী ১ মার্চ রমজানের ঢাকা- জেদ্দা-ঢাকা রুটের ওমরাহ টিকিটের দাম ৮০০ মার্কিন ডলার থেকে ৮১৫ মার্কিন ডলার ঘোষণা দিয়ে সার্কুলার জারি করা হয়। এর মাত্র এক দিন পরে গতকাল মঙ্গলবার ঢাকাস্থ সাউদিয়া এয়ারলাইন্সের অফিসের সেলস বিভাগের ম্যানেজার মি.শুভ সাউদিয়া এয়ারলাইন্সের কর্তৃপক্ষের নির্দেশনা তোয়াক্কা না করে রমজানের ওমরাহ টিকিটের মূল্য ৮৮০ মার্কিন ডলার থেকে ৯০০ মার্কিন ডলার বাড়িয়ে ট্রাভেলস ও ওমরাহ এজেন্সিগুলোর কাছে ই- মেইল করেছে। রমজান না আসতেই ওমরাহ টিকিটের আকাশচুম্বী মূল্য বৃদ্ধির কারণ জানতে চাইলে একাধিক ওমরাহ এজেন্সি মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাউদিয়া এয়ারলাইন্সের সেলস বিভাগের কর্মকর্তা মি.শুভ, সেলস প্রতিনিধি সিফাত ম্যাডাম ও নাজমুল এ ব্যাপারে কোনো সঠিক জবাব দিতে পারেননি। এয়ারলাইন্সে থেকে শুধু জানিয়েছে রমজানের ওমরাহ টিকিটের অস্বাভাবিক চাহিদা থাকায় এক দিনের মধ্যেই প্রায় ২১ হাজার ওমরাহ টিকিট বিক্রি হয়ে গেছে। এ ব্যাপারে জানতে রাতে সাউদিয়া এয়ারলাইন্সের সেলস প্রতিনিধি সিফাত ম্যাডাম ও নাজমুলের মোবাইলে একাধিক বার যোগাযোগ করা হলে তারা মোবাইল ধরেননি।
বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা মাহে রমজানে মক্কা-মদিনায় বেশি সওয়াবের আশা ওমরাহ পালনের প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্ত এয়ারলাইন্সিগুলোর আকাশচুম্বী বিমান ভাড়ার দরুন অনেক ওমরাযাত্রী রমজানের ওমরাহ পালনে বাধাগ্রস্তসহ নানা ভোগান্তির কবলে পড়বেন। বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল নাসের আজ মঙ্গলবার এ অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেন, রমজান আসার আগেই একশ্রেণির অতিমুনাফা লোভী ট্রাভেলস এজেন্সির বিভিন্ন এয়ারলাইন্সে হাজার হাজার ওমরাযাত্রীর টিকিটের জন্য অগ্রিম বুকিং দিয়ে রাখছে। এ সুযোগে এয়ারলাইন্সগুলো অস্বাভাবিক চাহিদা দেখিয়ে দফায় দফায় ওমরাযাত্রীর টিকিটের দাম বাড়াচ্ছে। তিনি বলেন, সাউদিয়া এয়ারলাইন্স ওমরাযাত্রীদের টিকিটের মূল্য অস্বাভাবিক বাড়িয়েছে। এটা ওমরাযাত্রীদের সাথে জুলুম করা হচ্ছে। তিনি বলেন, সাউদিয়া এয়ারলাইন্সের জুলুম থেকে ধর্মপ্রাণ ওমরাযাত্রীরা বাঁচতে চায়। ট্রাভেল এজেন্সিগুলোর অসুস্থ প্রতিযোগিতার দরুন বিমানসহ বিদেশি এয়ারলাইন্সগুলো যাত্রীদের টিকিটের দাব বৃদ্ধি করে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি রমজানের ওমরাযাত্রীদের টিকিট সঙ্কট নিরসনের লক্ষ্যে সাউদিয়া এয়ারলাইন্স ও বিমানকে অতিরিক্ত ফ্লাইট চালু এবং বর্ধিত ভাড়া প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় রমজান মাসে প্রায় ২০ হাজার ওমরাযাত্রী সউদী গমনে অনিশ্চয়তার মুখে পড়বেন আশঙ্কা প্রকাশ করেন। কোনো প্রকাশ কারণ ছাড়াই হঠাৎ প্রত্যেক ওমরাহ টিকিটের দাম বৃদ্ধি পাওয়ায় ওমরাযাত্রীরা চরম বিপাকে পড়েছেন। দেশি বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে যখন তখন ওমরাহ টিকিটের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্বিকার।
আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ একাধিকবার দেশি বিদেশি এয়ারলাইন্সের হজ ও ওমরাযাত্রীদের টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো সাড়া পায়নি। আটাব সভাপতি আজ রাতে ইনকিলাবকে বলেন, সাউদিয়া এয়ারলাইন্স কাগজে কলমে ঢাকা- জেদ্দা-ঢাকা রুটের ভাড়া দেখায় ৮৩০ মার্কিন ডলার। এ ভাড়া টিকিট কিনতে রাজি হলে তারা ৯০০ মার্কিন ডলারের কমে টিকিট দেয়া যাবে না বলে সাফ সাফ জানিয়ে দেয়। অথচ সিন্ডিকেটের কাছে তারা ওমরাহ টিকিট বিক্রি করে দেয়। এটা সম্পূর্ণ প্রতারণা। আটাব সভাপতি বলেন, এয়ারলাইন্সগুলো ওমরাযাত্রীদের রক্ত চুষে খাওয়ার জন্য ওঁৎ পেতে বসে আছে। এসব দেখার কেউ নেই। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। তিনি বলেন, বিমান ন্যাশনাল ক্যারিয়ার। প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে বিমানের টিকিট ক্রয় করে হজ ও ওমরায় যাওয়ার। কিন্ত অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে এই সংস্থাটি সিন্ডিকেটের দখলে চলে গেছে। তিনি ওমরাহ টিকিট ও বিদেশ গমনেচ্ছু কর্মীদের জন্য লেবার ফেয়ার নির্ধারণের জন্য কার্যকরী উদ্যোগ নেয়ার জন্য প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, গত সপ্তাহে আকাশপথে বিমান ভ্রমণে আবগারি শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এরই মধ্যে বর্ধিত সেই শুল্ক টিকিটের দামের সঙ্গে যুক্ত করে নতুন দামে টিকিট বিক্রি শুরু করেছে বিমান সংস্থাগুলো। অভ্যন্তরীণ পথে বিমানযাত্রায় আবগারি শুল্ক ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ টাকা করেছে সরকার। আর সার্কভুক্ত যেকোনো দেশ ভ্রমণে আবগারি শুল্ক ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশের বাইরে এশিয়ার মধ্যে যেকোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক দুই হাজার থেকে বাড়িয়ে আড়াই হাজার টাকা এবং ইউরোপ ও আমেরিকার দেশ ভ্রমণে তা এক হাজার বাড়িয়ে চার হাজার টাকা করা হয়েছে। তবে যাঁরা এনবিআরের প্রজ্ঞাপন জারির আগে টিকিট বুকিং দিয়েছেন বা অগ্রিম টিকিট কেটেছেন, তারা নতুন শুল্কের আওতামুক্ত থাকছেন।
বিদেশি এয়ারলাইন্সগুলোর নাম ছাড়া বুকিং দিয়ে ওমরা টিকিট বিক্রির সেলস পলিসির দরুন সিন্ডিকেট চক্র ওমরা টিকিটের দাম দফায় দফায় বাড়ানোর সুযোগ পাচ্ছে। আটাব কর্তৃপক্ষ ওমরা টিকিট নিয়ে সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ এবং টিকিটের দাম স্বাভাবিক রাখার স্বার্থে বিদেশি এয়ারলাইন্সগুলোর নাম ছাড়া বুকিং দিয়ে টিকিট বিক্রির সেলস পলিসি বন্ধ রাখার জন্য কার্যকরী উদ্যোগ নেয়ার জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছে। বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সে ওমরা টিকিট পাওয়া যাচ্ছে না। শতবার চেষ্টা করেও বিমানের সিস্টেমে কোনো ওমরাযাত্রীর টিকিট মিলছে না। বিমানের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সিন্ডিকেট চক্র ওমরা টিকিট ব্লক করে রাখার গুরুতর অভিযোগ উঠছে। ওমরা টিকিটের জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে। এক মাস ধরণা দিয়ে বিমানের মতিঝিল অফিস থেকে একটি ওমরা টিকিট কিনতে সক্ষম হননি একাধিক হজ এজেন্সির মালিক। আবার বেশি টাকা দিলে চিহ্নিত এজেন্সি থেকে বিমানের টিকিট মিলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কোনো কারণ ছাড়াই হঠাৎ ওমরাযাত্রীর টিকিটের দাম বৃদ্ধি পাওয়ায় ওমরাহ এজেন্সি ও যাত্রীদের মাঝে অহরহ বাকবিতন্ডা হচ্ছে। ওমরাযাত্রীরা চড়া দামে টিকিট কিনতে গিয়ে অতিরিক্ত টাকা জোগাতে হিমসিম খাচ্ছেন। তারা দ্বারে দ্বারে ঘুরেও সহনীয় পর্যায়ের ওমরাহ টিকিট পাচ্ছে না। একাধিক ভুক্তভোগী ওমরাযাত্রী এ তথ্য জানিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা