হুথিদের আবারও ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ট্রাম্পের
২৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০১:০১ পিএম
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আবারও ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছেন। গত বুধবার (২২ জানুয়ারি) সই করা এক নির্বাহী আদেশে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দেন, পরবর্তী ৩০ দিনের মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা এবং রাজস্ব মন্ত্রী সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে।
রুবিওর কাছে নির্দেশনা রয়েছে, প্রতিবেদন জমার পর ১৫ দিনের মধ্যে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর তালিকাভুক্তি চূড়ান্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এটি মূলত আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, রুবিও সিনেটর থাকা অবস্থায় এই তালিকাভুক্তির জন্য সুপারিশ করেছিলেন।
ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদের শেষদিকে হুথিদের ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ (এসডিজিটি) এবং ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। তবে, জো বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ পরেই এই সিদ্ধান্ত বাতিল করে। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মানবিক সংকটের কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত পরিবর্তন করেন।
যদিও বাইডেন প্রশাসন ২০২৪ সালে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌবহরে বারবার হামলার জন্য হুথিদের আবারও এসডিজিটি হিসেবে তালিকাভুক্ত করে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেন প্রশাসনের ‘দুর্বল নীতি’ হুথিদের সাহস বাড়িয়েছে। এর ফলে তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজে ডজনখানেক এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে শতাধিক হামলা চালিয়েছে।
ট্রাম্পের নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করে হুথিদের কার্যক্রম ও সম্পদের উৎস বন্ধ করার নীতি গ্রহণ করেছে। এর ফলে হুথিদের হামলা বন্ধ করে দেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এই আদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে (ইউএসএআইডি) নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন হুথিদের সঙ্গে সম্পর্কিত যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি, যারা এই বিদ্রোহী গোষ্ঠীর তথাকথিত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতি উদাসীন থেকেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: আল-জাজিরা
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা-মোরেলগঞ্জে বিএনপি নেতা কাজী মনির
মতিউরের স্ত্রী লায়লার আয়কর নথি জব্দ
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
দুর্নীতির অভিযোগে ইফার কর্মকর্তা শফিকুর সাময়িকভাবে বরখাস্ত
উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে : আসিফ মাহমুদ
চীনকে মোকাবেলা করতে ভারতের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র
বাগেরহাট জেলা হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের প্রমাণ
ফাঁকা বাসায় ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অতঃপর
বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন
মাদক ব্যবসায়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন শিক্ষক
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
চাটখিলে থানার পুকুরে পড়ে ছিল লুট হওয়া চায়না রাইফেল
২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
লাকসামে সমবায়ের বার্ষিক সাধারণ সভায় -এড.সুজন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
কুয়াশার চাদরে ঢাকা সিলেটে, শীতের দাপটে কাহিল জনজীবন
মুজিবনগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ