এবার মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড পাচ্ছেন সউদী রাষ্ট্রদূত
২৪ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৫০ এএম
বিগত সরকারের সময়ে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স চালু করা হয়। কূটনীতিতে অবদান রাখা একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে এ পুরস্কার দেওয়ার রীতি চালু হয়। পরবর্তী পরিস্থিতিতেও এ পুরস্কার প্রথা চালু রাখছে অন্তর্র্বতী সরকার। তবে পুরস্কার থেকে বাদ পড়ছে ‘বঙ্গবন্ধুর’ নাম, সেখানে যুক্ত হয়েছে ‘বাংলাদেশের’ নাম।
এবার বিদেশি কূটনীতিকের মধ্যে এ পুরস্কার পাচ্ছেন ঢাকায় নিযুক্ত সউদী আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। তবে দেশীয় কোনো কূটনীতিককে এ পুরস্কার দেওয়া হচ্ছে না। কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকার একটি সূত্র জানায়, সউদী রাষ্ট্রদূতের ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার পাওয়ার বিষয়টি ঢাকায় দেশটির দূতাবাসে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সউদীর বিদায়ী রাষ্ট্রদূতের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হতে পারে।
স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন, বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে বাংলাদেশ যুক্ত করা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে এ পরিবর্তন এসেছে। বিগত সরকারের সময়ে সউদী রাষ্ট্রদূতকে এ পুরস্কার দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বর্তমান সরকার সব দিক বিবেচনা করে সউদী রাষ্ট্রদূতকে উপযুক্ত মনে করছে, সেজন্য তিনি এ পুরস্কার পাচ্ছেন।
দেশীয় কূটনীতিকের পুরস্কার না পাওয়ার কারণ হিসেবে স্থানীয় কূটনীতিকরা বলছেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার তিন দিন পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার গঠিত হয়। দেশীয় কোনো কূটনীতিককে পুরস্কৃত করতে গেলে বিগত শেখ হাসিনা সরকারের আমলের কর্মযজ্ঞ আমলে নিয়ে করতে হবে। যা পরবর্তীতে এটা নিয়ে নানা প্রশ্ন আসতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, খুব শিগগিরই দায়িত্ব শেষে ঢাকা ছাড়বেন রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। তিনি বাংলাদেশ ও সউদী আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রেখেছেন। বিশেষ করে সউদীতে রেকর্ড সংখ্যক কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এছাড়া এ সময়ে বাংলাদেশে সউদীর বিনিয়োগে আসাতেও অবদান রয়েছে রাষ্ট্রদূতের।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) তথ্য বলছে, গত বছরের (২০২৪) নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ৫ লাখের মতো বাংলাদেশি কর্মীর সউদী আরবে কর্মসংস্থান হয়েছে। নভেম্বরে (২০২৪) ৮৩ হাজার বাংলাদেশিকে কর্ম ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সউদী সরকার। এটি রেকর্ড, কারণ এর আগে কখনও এক মাসে এত সংখ্যক বাংলাদেশিকে কর্ম ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি।
প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষ্যে একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স দেওয়া সিদ্ধান্ত নেয় বিগত সরকার। ২০২০ সালের বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সাবেক সচিব মোহাম্মাদ খোরশেদ আলম ও বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি।
সমুদ্রসীমা নির্ধারণ ও সমুদ্র অর্থনীতি নিয়ে কাজের স্বীকৃতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সাবেক সচিব মোহাম্মাদ খুরশেদ আলমকে এ পুরস্কার দেওয়া হয়।
একইভাবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখার জন্য বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরিকে এ পুরস্কার দেওয়া হয়।
২০২১ সালের বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পান বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি ও পোল্যান্ডে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে পুরস্কৃত করা হয়েছে। আর পোল্যান্ডে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনকে ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে এই পুরস্কার দেওয়া হয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কাপ্তাই সুইডিশ মাদ্রাসা এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
দীর্ঘ ১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু
শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট শুরু
ভাঙ্গায় ঘনকুয়াশা আর শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
চোটের কারণে কোর্ট ছাড়লেন জোকোভিচ,ফাইনালে জভেরেভ
কালীগঞ্জে ট্র্যাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পা হারালো নলকূপ মিস্ত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান সমিতির আনন্দ উৎসব
যুক্তরাষ্ট্রের ডব্লিউএইচও ত্যাগের সিদ্ধান্তে আফ্রিকার জনস্বাস্থ্য ঝুঁকিতে
হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা আটক করেছে বিজিবি
গোয়ালন্দে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে স্বাবলম্বী গৃহবধূ
যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ, ট্রাম্পের সিদ্ধান্তে ভেঙে পড়ল আফগান শরণার্থীরা
বাংলাদেশের সকল নাগরিকদের বৃহৎ স্বার্থে জাতীয় ঐক্য প্রয়োজন
সৈয়দপুরে শীতার্তদের মাঝে উপদেষ্টা সজিব ভুঁইয়ার পাঠানো শীতবস্ত্র বিতরণ
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট
কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশ অফিসে ভয়াবহ আগুন, নথিপত্র ভস্ম
বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি বিএসএফের, মহড়া বৃদ্ধির নির্দেশ
জাপানি স্কুলবাসে হামলার দায়ে চীনা নাগরিকের মৃত্যুদণ্ড
১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু
বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই, কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
আজ ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ