আইফোন ১৪ হাতাতে অভিনব পন্থা! ফোনের তার চিবিয়ে খেলেন তরুণী
আইফোন ১৪ বড্ড পছন্দের। তাই সাধের ফোন হাতে পেতে আজব কাণ্ড ঘটালেন চীনের এক মহিলা। মোবাইলের দোকানে গিয়ে গোটা একটা তার চিবিয়ে ফেললেন তিনি। তারপরেই সকলের অলক্ষ্যে ফোন হাতিয়ে নিয়ে দোকান থেকে পালিয়ে গেলেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এত কাণ্ড ঘটে গেলেও সিসিটিভিতে কিছুই ধরা পড়ল না। প্রিয় ফোন হাতিয়ে একেবারে সকলের নাগালের বাইরে চলে যাওয়ারই পরিকল্পনা করেছিলেন ওই তরুণী। তবে...