জলহস্তির কুমড়া খাওয়া ভাইরাল
দাঁত দিয়ে আখরোট ভাঙার দৃশ্য টুথপেস্টের বিজ্ঞাপনে মাঝেমধ্যেই দেখা যায়। তাদের টুথপেস্ট দিয়ে রোজ দাঁত মাজলে নাকি সেই দাঁত এ রকমই শক্ত হবে বলে সংস্থা দাবি করে। অথচ দেখুন, সারাজীবন দাঁত না মেজেও জলহস্তীর দাঁত কতখানি শক্ত। নিমেষে কচকচিয়ে একটা গোটা কুমড়ো খেয়ে ফেলল এক জলহস্তী। যেন ছোলাভাজা খাচ্ছে। আর জলহস্তীর সেই কুমড়ো খাওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেল...