চীন থেকে পালিয়ে লাওসে গ্রেপ্তার মানবাধিকার আইনজীবী
সংবেদনশীল মামলায় লড়ার জন্য লাইসেন্স হারানো এক চীনা মানবাধিকার আইনজীবী লাওসে গ্রেপ্তার হয়েছে। পরিবার ও মানবাধিকার কর্মীদের আশঙ্কা, তাকে চীনে ফেরৎ পাঠানো হতে পারে। আর সেখানে গেলে তার জেল হতে পারে।দ্য গার্ডিয়ান জানিয়েছে, থাইল্যান্ডের উদ্দেশে ট্রেনে উঠার সময় আইনজীবী লু সিওয়েইকে লাওসের পুলিশ আটক করে। স্ত্রী-সন্তানের সঙ্গে মিলিত হতে তিনি যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইট ধরতে ব্যাংককে যাচ্ছিলেন।
ওই ঘটনায় তার স্ত্রী ঝাং...