স্মার্ট ফোন, ওয়াচের পর এবার আসছে স্মার্ট রিং! রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার
স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ তো অনেকেই ব্যবহার করেন। ছবি তোলা থেকে শুরু করে প্রতিদিন কতটা হাঁটলেন- সমস্ত তথ্যই এক নিমেষে মেলে এই সব গ্যাজেটে। তবে এবার সমস্ত গ্যাজেটের কাজ একাই মিটিয়ে দেবে স্মার্ট রিং। হেলথ ট্র্যাকিং থেকে শুরু করে গান চালানো, ছবি তোলার মতো হাজারো কাজ করবে এই স্মার্ট রিং। আগামী সপ্তাহ থেকেই বাজারে কেনা যাবে নতুন রিংটি।
ভারতের জনপ্রিয় কোম্পানি...