দেশীয়ভাবে তৈরি স্মার্ট বোমা উন্মোচন করলো ইরান
দেশীয়ভাবে তৈরি আরমান-১ এবং আরমান-২ স্মার্ট বোমার মোড়ক উন্মোচন করলো ইরান। মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা শিল্পের সর্বশেষ অর্জনগুলির এক প্রদর্শনীতে এই মোড়ক উম্মোচন করা হয়।
৩৫ কেজি ওজনের আরমান-১ এর পরিচালন পরিসীমা ২০ কিলোমিটার। ইরানের সশস্ত্র বাহিনীর হাতে থাকা বিভিন্ন অপারেশনাল ড্রোনের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা যাবে।
বৈদ্যুতিক প্রপালশন ব্যবহার করে এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন অপারেশনাল ড্রোনের সাথে নিযুক্ত করে ৪০ কেজি ওজনের...