জি২০ সম্মেলনে সব নেতা এক টেবিলে আসার প্রত্যাশা ইন্দোনেশিয়ার
জি২০-তে ভারতের সভাপতিত্বকে স্বাগত জানিয়ে দেশটিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইনা কৃষ্ণমূর্তি বলেছেন, এই নেতৃত্ব জোটের মর্যাদা বাড়িয়েছে। ভারতের নেতৃত্বে জি২০ এর সব নেতা এক টেবিলে আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।এএনআইকে এক সাক্ষাৎকারে কৃষ্ণমূর্তি বলেন, উদীয়মান অর্থনীতির এজেন্ডার ধারাবাহিক সমন্বিত পদক্ষেপ আলোচনার টেবিলে রয়েছে। এছাড়া উদীয়মান অর্থনীতির সুবিধার জন্য বহুপাক্ষিক ফোরামের মধ্যেও এই এজেন্ডাগুলো রয়েছে।ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, জি২০ বিশ্ব নেতাদের সবচেয়ে...