ভারতের হিমাচল প্রদেশে ফের ভূমিধসে বন্ধ মহাসড়ক, বহু হতাহত
সংস্কারের পর চালু হওয়ার ২ দিনের মাথায় আবারও ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে হিমাচলের সোলান জেলায় শিমলা-কালকা মহাসড়ক। এ ঘটনায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। খবর হিন্দুস্তান টাইমসের।
কর্তৃপক্ষ জানায়, নতুন করে থাম্বু মড এবং চাক্কি মড অঞ্চলের সড়কে ধস নামে। গত সপ্তাহে ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল মহাসড়কটি। দু’দিন আগে আবার চালু হয়েছিল গাড়ি চলাচল। কিন্তু ভূমিকম্পের কারণে আবারও ধসে পড়ে...