ইথিওপিয়ায় সেনাবাহিনী-মিলিশিয়া সংঘর্ষ, আমহারায় জরুরি অবস্থা
ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম অঞ্চল আমহারাতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সেনাবাহিনী ও স্থানীয় ফানো মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষের পর শুক্রবার এ পদক্ষেপ নেয় দেশটির সরকার। কেন্দ্রীয় সরকারের কাছে আঞ্চলিক সরকারের অতিরিক্ত সহযোগিতার আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রচলিত আইন ব্যবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা...