চুরি করতে এসে মেলেনি ফুটোকড়িও, চোরই রেখে গেল টাকা!
এককালে গৃহস্থকে চিঠি দিয়ে ডাকাতি করতে আসত বাংলার দুধর্ষ ডাকাত দল। হাজার নৃশংসতার পরেও শিশু-মহিলাদের সম্মান করত তারা। গল্প-উপন্যাসে ওই রকম ‘মানবিক’ চোর-ডাকাতের দেখা মেলে। তাই বলে বাস্তবেও! দিল্লির রোহিনীর বাসিন্দা এক বৃদ্ধের কিন্তু তেমনই অভিজ্ঞতা হল।
সম্প্রতি ছেলের বাড়িতে গিয়েছিলেন তিনি, সেই সুযোগে চোর ঢুকেছিল বাড়িতে। যদিও গোটা বাড়ি তোলপাড় করে নগদ কিংবা গয়নার মতো মূল্যবান কিছুই পায়নি বেচারা। এর...