বাবা-মাসহ পরিবারের ৯ জনের জন্মদিন একই তারিখে, নাম উঠলো গিনেস বুকে
বেশিরভাগ মানুষের কাছেই জন্মদিন একটি বিশেষ দিন। এই দিনটিকে বন্ধুবান্ধব, সঙ্গী, আত্মীয়-স্বজনকে সঙ্গে নিয়ে উদযাপন করতে ভালোবাসেন সবাই। যদি বাড়ির আরও একজনের জন্মদিন হয় একই দিনে, তাহলে তো আনন্দ বেড়ে যায় আরও। -এনডিটিভি
কিন্তু পরিবারের সবার অর্থাৎ একই পরিবারের ৯ জন সদস্যের জন্মদিন যদি হয় একই দিনে! অনেকে ভাবতে পারেন- এমনটাও আবার হয় নাকি? তবে শুনতে অবাক লাগলেও পাকিস্তানে আছে এমনই...