২৫ আফগানকে হত্যা : প্রিন্স হ্যারির বিচার দাবি তালেবানের
প্রিন্স হ্যারির বিচার দাবি করেছে আফগানিস্তান শাসনকারী তালেবান। ২০১২-১৩ সময়কালে আফগানিস্তানে অ্যাপাচে হেলিকপ্টারের কো-পাইলট এবং গানার হিসেবে দায়িত্ব পালনকালে এই ব্রিটিশ রাজপুত্র ২৫ আফগানকে হত্যার কথা স্বীকার করার প্রেক্ষাপটে এই দাবি তোলা হলো।
সম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা `স্পেয়ারে` ডিউক অব সাকেক্স লিখেছেন যে তিনি দুই ডজন তালেবান উগ্রবাদীকে নির্মূল করেছেন। আর এজন্য তিনি সন্তুষ্টও নন, আবার লজ্জিতও নন।
অবশ্য দোহায় তালেবান রাজনৈতিক অফিসের...