২০৩০ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠাবে চীন
চীন ২০৩০ সালের আগেই চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। সোমবার চায়না ম্যানড স্পেস এজেন্সি বা মানব মহাকাশ সংস্থার ডেপুটি ডিরেক্টর লিন সিছিয়াং এ কথা ঘোষণা করেছেন।
লিন একটি সম্মেলনে বলেছেন যে, চীন সম্প্রতি তার মানব-চান্দ্র অনুসন্ধান কর্মসূচির আওতায় চাঁদে অবতরণ পর্ব নিয়ে কাজ শুরু করেছে।
এর সামগ্রিক লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে চাঁদে চীনের প্রথম মনুষ্যবাহী যান অবতরণ এবং চাঁদে বৈজ্ঞানিক অনুসন্ধান...